আপনি শেষ কোনো বিয়ের অনুষ্ঠানে নব-দম্পতিকে কী উপহার দিয়েছেন?
আমাদের সমাজের একটা কমন প্রবণতা হলো বিয়েতে নব-দম্পতিলকে কাপ-বাটিসেট, ব্লেন্ডার মেশিন, বেড-শীট কিম্বা গৃহস্থালী কোনো প্রয়োজনীয় জিনিস উপহার দেওয়া; প্রায় সবাই এই একই কাজ করে। ফলে প্রয়োজনের তুলনায় এই ধরণের উপহার একটু বেশিই জমা পড়ে।
আমরা উপহার দেওয়ার ক্ষেত্রে নব-দম্পতির গৃহস্থালি প্রয়োজনের কথা ভাবলেও তাদের আত্মিক, মানসিক ও বুদ্ধিমত্ত্বার কথা খুব একটা ভাবি না; অথচ বিয়ের পর একটা নতুন দম্পতিকে এমন সব বিষয় ফেইস করতে হয় যার জন্য তাদের থাকে না কোনো প্রস্তুতি বা জ্ঞান!
বিয়ে কেবল একটা সম্পর্কই নয়, বিয়ে হলো দায়িত্ব! এই দায়িত্ব পালনের জন্য নেওয়া চাই সর্বাত্মক এবং যথাযত প্রস্তুতি। নতুন বিবাহিতদের দম্পত্যজীবনের প্রস্তুতি-পর্বের কথা মাথায় রেখে আমরা ডিজাইন করেছি সিয়ান থেকে প্রকাশিত সাতটি বইয়ের একটা চমৎকার প্যাকেজ।
সিয়ানের এই প্যাকেজটিতে থাকছে :
জীবনসঙ্গীর কাছে নিজের গুরুত্ব বজায় রাখতে হলে পরস্পরকে সঠিকভাবে মূল্যায়ন করুন এবং তা নিয়মিত প্রকাশও করুন। ভালো কাজে পরস্পরের সাথে প্রতিযোগিতা করুন। শুধু তার মুখে একটুখানি হাসির ঝলক দেখার জন্য কিছু করুন। শুধু আপনারা দুজনে বুঝবেন এমন একটি ভাষা তৈরি করুন।
ভালোবাসা কোনো স্ট্যাটিক জিনিশ নয়, ডায়নামিক। ভালোবাসাকে অনেকটা ঈমানের সাথে তুলনা করা যায়। বাড়ে, কমে। আজ আপনার যাকে মনে হয় জীবনের জন্য চমৎকার সঙ্গী, দু-দিন পর মনে হতে পারে ‘ছেড়ে দে মা কাইন্দা বাঁচি’। ভালোবাসার যত্ন নিন, পরিচর্যা করুন। একে সবুজ সতেজ রাখতে হলে ঠিকমতো পরিচর্যা করুন। তাহলে আপনারা যত বুড়িয়ে যাবেন, ভালোবাসা তত সবুজ-সতেজ হবে।
ভালোবাসার যত্নের জন্য অসাধারণ গাইডলাইন ভালোবাসার চাদর।
আমানি বার্থ : প্রাকৃতিক পদ্ধতিতে মা হওয়ার উপায় (পেপারব্যাক)
আমাদের চিকিৎসকদের প্রায় কেউই সম্পূর্ণ প্রাকৃতিক প্রসব দেখেননি। কোনো রোগের প্যাথলজি বোঝার জন্য শরীরের স্বাভাবিক ফিজিওলজি বোঝাটা যেরকম গুরুত্বপূর্ণ, সেরকম লেবারকে তার নিজস্ব গতিতে এগোতে দিতে চাইলে এর প্রাকৃতিক ও আত্মিক দিকগুলো জানাও গুরুত্বপূর্ণ। আমরা যদি না-ই জানি লেবার পেইনের উদ্দেশ্য কী, কীভাবে ঔষধ ছাড়াই এই পেইনের মোকাবিলা করা সম্ভব, তাহলে আমাদের মায়েদের কীভাবে আমরা অনুপ্রাণিত করতে পারব!
এই বইটি লেখার পেছনে লেখিকাদের মূল উদ্দেশ্য হলো, দেশের আপামর জনসাধারণের কাছে মাতৃত্ব বিষয়ক জ্ঞান অর্জনের গুরুত্ব তুলে ধরা। একজন ‘মা’ যখন এ ব্যাপারে সঠিক তথ্য জানবেন, তখন তিনি প্রয়োজনের সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন ইনশাআল্লাহ৷ নরমাল ডেলিভারি তখন আর তার কাছে আতঙ্কের বিষয় হবে না, বরং মেডিকেশন ছাড়াও পেইন ম্যানেজমেন্ট করতে পারবেন। নিজের শরীরের অবস্থা বুঝে সত্যিকারের প্রয়োজনে সি সেকশনেও যেমন পিছপা হবেন না, আবার অপ্রয়োজনীয় সি সেকশনের ফাঁদেও পড়বেন না৷
আমি অন্য নারীদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলি এবং বোঝার চেষ্টা করি—তাদের দাম্পত্য জীবনে সুখী হওয়ার পেছনে কোন বিষয়গুলো সবচেয়ে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তখনো জানতাম না যে, এরই মাধ্যমে আমি আত্মসমর্পণের পথে হাঁটি-হাঁটি-পা-পা করে চলতে শুরু করেছি। পরে এটাই হয়েছিল আমাদের দাম্পত্য জীবনে প্রশান্তি তৈরি করা এবং আমার হারানো আত্মমর্যাদা ফিরিয়ে আনার মাধ্যম। আজ আমি একজন আত্মসমর্পণকারী স্ত্রী হিসেবে নিজের পরিচয় দিই। একজন নারী হিসেবে যেরকম দাম্পত্য জীবনের স্বপ্ন আমি দেখেছিলাম, ঠিক সেরকম একটা জীবনই পেতে শুরু করি এরপর থেকে। এই একই ব্যাপার আপনার ক্ষেত্রেও ঘটবে, যদি আপনি এ-বইয়ের মূলনীতিগুলো অনুসরণ করেন।
সন্তান প্রতিপালনে এ যুগের চ্যালেঞ্জ
প্রত্যেক মাতাপিতাই সুসন্তানের স্বপ্ন লালন করেন যারা বড় হয়ে পরিবার এবং সমাজের জন্য দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা রাখবে। আগের তুলনায় শিক্ষিত, ছোট পরিবার এবং অর্থনৈতিকভাবে স্বচ্ছল হওয়া সত্ত্বেও এ যুগের মাতাপিতারা সন্তান লালন-পালন নিয়ে অনেক অজানা এবং অচেনা চ্যালেঞ্জের কারণে দিশেহারা অনুভব করেন। ‘সন্তান প্রতিপালনে এ যুগের চ্যালেঞ্জ’ বইটি সকল শ্রেনীর পাঠকদের জন্য উপযোগী, বিশেষ করে পিতামাতা, শিক্ষক এবং রিলিজিয়াস স্কলারদের জন্য অবশ্যপাঠ্য।
শিশুদের শেখাতে হবে যে, দাম দিয়েই সব কিছু বিচার করা যায় না। পড়াশোনার খরচ নগন্য হতে পারে; কিন্তু জ্ঞানের মূল্য অপরিমেয়। তাই দরিদ্র হলেও বিদ্বানদের সম্মান এবং শ্রদ্ধা করতে হবে। কাজ শেষে ঘরে ফেরার সাথে সাথে আপনার ছোট্ট মেয়েটি আপনাকে জড়িয়ে ধরতে গিয়ে আপনার আরমানি স্যুটে হয়তো তার ময়লা হাতের ছাপ বসিয়ে দেবে। কিন্তু আপনার স্যুটের চেয়ে সেই আলিঙ্গনের মূল্য অনেক বেশি। তাই নীরব থেকে তাকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরুন এবং বোনাস হিসেবে একটি চুমু দিন। আপনার স্যুটটি পরিষ্কার কিংবা পরিবর্তন করা যাবে। কিন্তু একটি ছোট্ট মেয়ের আহত হৃদয় মেরামত করা যায় না। …
Reviews
There are no reviews yet.