সাবের চৌধুরী

স্বাদু গদ্যের ভেতর দিয়ে নিতান্ত কাজের কথাটুকু সেরে ফেলা, সামান্য কয়েকটি লাইনের ভেতর জীবনের অনেক গভীর দর্শন পুরে দেয়া, কিংবা তত্ত্ব ও দর্শনের জটিল ও কঠিন কথাগুলো সহজ ভঙ্গীতে প্রকাশ করে দেয়া, সাবের চৌধুরীর গদ্যের বৈশিষ্ট্য হিসেবে এই সবগুলোই প্রযোজ্য হতে পারে। একজন দক্ষ কথাসাহিত্যিকের পাশাপাশি সাবের চৌধুরীর পরিচয় নানাবিধ—শিক্ষক, আলেম, পিতা, অভিভাবক। সবগুলো পরিচয় সমভাবে ধারণ করে যাপিত জীবনের গদ্যে তার পেলব কোমল পরশ বুলিয়ে দেয়াতে তিনি দারুণভাবে পারঙ্গম। ব্যক্তিজীবনে দুই কন্যা ও এক পুত্র সন্তানের পিতা সাবের চৌধুরী বর্তমানে হবিগঞ্জের দারুল ইরশাদ ওয়াদ দা’ওয়াহ আল ইসলামিয়ায় সিনিয়র শিক্ষক ও সহকারী শিক্ষাসচিব হিসেবে কর্মরত আছেন। ছাত্রজীবনের শুরুটা গ্রামে হলেও জ্ঞানার্জনের পরিণত বয়সের সবটুকু কেটেছে বি. বাড়িয়ার জামিয়া দারুল আরকাম, রাজধানী ঢাকার জামিয়াতুল উলুমিল ইসলামিয়া ও দারুল ফিকরি ওয়াল ইরশাদের মতো বিখ্যাত প্রতিষ্ঠানে। পড়াশোনা, লেখালেখি ও গল্প—এই কাজগুলো তার বিশেষ ভালো লাগার জায়গা। ভালোবাসেন সঙ্গীত, চা ও শিশুদের সঙ্গ। আর ভালোবাসেন আপন আত্মায় বিভোর হয়ে নিজেকে খোঁজে ফেরা। লেখালেখি, ব্যবসায় ও শিক্ষকতার পাশাপাশি ছোট দুই ভাইকে সাথে নিয়ে রিওয়ায়াহ নামের একটি অনলাইন জার্নাল প্রতিষ্ঠা করেছেন। এখন পর্যন্ত চারটি অনুবাদ ও দুটি মৌলিকগ্রন্থের রচয়িতা। সদা হাসিখুশি বন্ধুবৎসল এই মানুষটির জন্য আমার ভালো লাগা ও শুভ কামনার শেষ নেই।

কোথাও নিঝুম হয়েছে কেউ

Original price was: ৳395.00.Current price is: ৳296.25.

আপনি সাশ্রয় করছেন 98.75 টাকা। (25%)