
ইউসুফ পন্ডার্স
ইউসুফ পন্ডার্স ২০১৪ সালে ইসলাম গ্রহণ করেন। পেশায় তিনি একজন গবেষক এবং স্যাপিয়েন্স ইনস্টিটিউটের লাইটহাউস মেন্টরিং ম্যানেজার। দর্শনে প্রথম শ্রেণিতে তিনি বিএ ডিগ্রি অর্জন করেন। তার প্রধান আগ্রহ নিহিলিজম ও মিনিং অব লাইফ; এ বিষয়ে তিনি ব্যাপক লিখেছেন এবং ভিডিও তৈরি করেছেন।
‘পন্ডারিং সোল’ নামে একটি ইউটিউব চ্যানেল তিনি চালান, যেখানে দর্শন এবং ধর্মতত্ত্ব বিষয়ক ভিডিও আপলোড করা হয়। এছাড়া ‘থট অ্যাডভেঞ্চার পডকাস্ট’ নামক ইউটিউব চ্যানেলের তিনি সহ-উপস্থাপক।
“নিহিলিজম ও ইসলাম” has been added to your cart. View cart
নিহিলিজম ও ইসলাম
আপনি সাশ্রয় করছেন 55 টাকা। (25%)