ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়েছে। অনেকগুলো হাবিজাবি জিনিসের মধ্যে বাচ্চাটার চোখ আটকে গেল একটা ব্লেডের দিকে। পুরনো জং ধরা ব্লেড। কাজ করতে থাকা বুয়ার চোখ এড়িয়ে সে হাতিয়ে নিল জিনিসটা। হাঁচড়ে-পাঁচড়ে খাটের উপর উঠে দেখল মা শুয়ে আছে। মায়ের কাছে গিয়ে বসে বাড়ানো ধবধবে হাতটাতে ব্লেড দিয়ে আড়াআড়ি একটা টান দিল সে। কি সুন্দর রক্ত বেরোচ্ছে! আধো মুখে বলতে লাগল, ‘মা তুমি মরো, মা তুমি মরে যাও।’
এই বাচ্চার মা কোনো গল্পের মা নয়। তিনি আমার মায়ের সহকর্মী, ঢাকার একটি নামী সরকারী কলেজের শিক্ষিকা। আল্লাহ তাকে অল্পের উপর দিয়ে বাঁচিয়ে দিয়েছিলেন। হাতের রেডিয়াল আর্টারিটা কেটে গেলে অনেক রক্তক্ষরণ হতো, আর সাথে সাথে এমন কিছু নার্ভ কাটা পড়তে পারত যে, হাত হয়তো অচল হয়েই যেত।
কারণ অনুসন্ধানে জানা গেল—শিশুটি টিভিতে এক সিরিয়াল কিলারকে খুন করতে দেখেছে। এরপর তা অনুকরণ করেছে। এর পরের ঘটনা আরও ভয়াবহ। বাচ্চাটির বাবা বাসায় এসে এমন মার মেরেছে যে, অবোধ শিশুটা ভয়ে শক্ত হয়ে গেছে। সে বুঝতেও পারছে না কেন তাকে মারা হচ্ছে। সে তো শুধু ওই লোকটার মতোই করেছিল, যার কাজ-কর্ম বাবা-মা প্রতিদিন অধীর আগ্রহে দেখেন।
…
Meher Afroz –
📕বুক রিভিউ📙
বইঃ তত্ত্ব ছেড়ে জীবনে
লেখকঃ শরীফ আবু হায়াত অপু
প্রকাশনীঃ সিয়ান পাবলিকেশন
১৪শ বছর আগের ইসলামচর্চা আর বর্তমানকালের ইসলামচর্চা এ যেন আকাশ- পাতাল ব্যবধান। আগে নবিজি'[ সঃ]-এর উম্মতগণ কিভাবে দ্বীন পালন করতো আর আমরা এখন কিভাবে করি। আফসোস! প্রতিনিয়ত ইসলাম থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি। শুধুমাত্র কিছু আচার অনুষ্ঠান যেমনঃ দুই ঈদ, রামাদান, হজ্জ ইত্যাদি বিষয়গুলোকে ‘ইসলাম ধর্ম’ হিসেবে সীমাবদ্ধ করে ফেলেছি। আমাদের নবী যেসব অনুষ্ঠান পালন করতে,যাদের অনুসরণ করতে নিষেধ করেছিলেন সেই ইহুদি খ্রষ্টানদেরই যেন আমরা প্রত্যেক পদে পদে অনুসরণ করছি! শুভ জন্মদিন না বললে যেন বাঙালী মুসলমানের সেই দিনটাই মাটি হয়ে যায়।দাঁড়িটুপি, কালো বোরকা যেন আজকাল জঙ্গী সন্ত্রাসীদের পোশাক। ঈদে মিলাদুন নবী নাকি ইসলামের তৃতীয় ঈদ। আর রাষ্ট্রের আবার ধর্ম কিসের? আরো কত কত পরিবর্তন এসেছে ধর্মের নামে তা আজ সমাজের দিকে মুখ ফিরিয়ে তাকালেই দেখা যায়।
উম্মাহর এই দুর্সময়ে কলম তুলে নিয়েছেন তরুন লেখক
‘শরীফ আবু হায়াত অপু’। যিনি তাঁর স্বচ্ছ ধর্মীয় চিন্তার আলোকে লেখুনি দ্বারা তুলে ধরেছেন বর্তমান সমাজের অবক্ষয়ের চিত্রাংকন।
‘তত্ত্ব ছেড়ে জীবনে’ এ বইটির প্রত্যেকটি লেখাতেই রয়েছে অনুসন্ধানী মনের কৌতুহল দূর করার জন্য যথেষ্ট তথ্য এবং যুক্তি। যাদের চোখ খোলার, যারা এখনও অন্ধকারে থাকবে বলে পণ করে নি,জেনেও না জানার ভান করা যাদের উদ্দেশ্য নয়- তাদের চিন্তার পরিবর্তনের জন্য এ বইটি যথেষ্ট বলে মনে করছি।
রিভিউদাতাঃ Meher Afroz