মহিমান্বিত কুরআন (হার্ডকভার)

1,090.00

মহিমান্বিত কুরআন। কুরআন মাজিদ। মানবজাতির মুক্তির লক্ষ্যে আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর বুকে অবতীর্ণ শ্রেষ্ঠ গ্রন্থের নাম। এতে আছে সমগ্র মানবজাতির জন্য হিদায়াত। সর্বোত্তম পবিত্রতম জীবনের জন্য একটি শ্রেষ্ঠ জীবন বিধান। এই কুরআন প্রাণে প্রাণে জ্বালে রহমানি আলোর জ্যোতি। যুগ যুগান্তর ও বহু ভৌগোলিক সীমানা ছাড়িয়ে এই কুরআন এখনো স্বমহিমায় উজ্জ্বল—অবিকৃত

পবিত্র কুরআন মজিদ তিলাওয়াতের সময় আমাদের প্রবলভাবে জানতে ইচ্ছে করে, আমার আল্লাহ এই আয়াতে আমাকে কী বলছেন! আমরা আল্লাহর সমস্ত কথা বুঝতে চাই—বাক্যে বাক্যে বুঝতে চাই, শব্দে শব্দে বুঝতে চাই। আমাদের এই চাওয়া পূরণ করেছে মহিমান্বিত কুরআন

রিভিউ এবং রেটিং

Reviews (15)

15 reviews for মহিমান্বিত কুরআন (হার্ডকভার)

  1. Muhammad Najir

    ভাই আপনারা সবাই Order করুন এই কোরআন সবার জন্য উপকারী।

  2. মোহাম্মদ ইরফান উল্লাহ

    আলহামদুলিল্লাহ! মহিমান্বিত কোরআন খুবই ভালো শাব্দিক অর্থসহ কোরআন মাজীদ। এটি আমার জানা মতে প্রতিটি শিক্ষার্থীদের কাছে থাকা উচিত। Sean publication কে অসংখ্য ধন্যবাদ!

  3. মিল্লাত হোসাইন (verified owner)

    আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে অনেক সুন্দর একটা কোরআন পেয়েছি। সিয়ান পাবলিকেশনকে ধন্যবাদ। এবং আল্লাহ তায়ালা এ রহমতে আরো এগিয়ে যাক আমি এটাই চাই। আমার এক বড় ভাইয়ের মত অনুযায়ী এবং আমারও যে এই কোরআনটা অন্ততপক্ষে সকলের বাড়িতে একটা করে থাকা উচিত। আমি জয়পুরহাট থেকে কিনলাম। আমার অনেক দিনের শখ আমি সেটা পূরণ করলাম আল্লাহ কবুল করুন এর হক আদায় যেন করতে পারি আমিন।

  4. সাকলাইন ইবনে হারুন

    আসসালামু আলাইকুম,

    আলহামদুলিল্লাহ, SEAN Publication এর প্রকাশিত মহিমান্বিত কুরআন হাতে পেয়ে সত্যিই মুগ্ধ হয়েছি। সহজ-সরল অনুবাদ, দৃষ্টিনন্দন মুদ্রণ ও মানসম্মত প্রকাশনা এটিকে করেছে অনন্য। কুরআনকে বুঝে পড়া ও জীবনে প্রয়োগের জন্য এটি এক অসাধারণ সহায়ক। এর প্রতিটি পৃষ্ঠা হৃদয়ে প্রশান্তি আনে এবং পাঠককে আল্লাহর নিকটবর্তী করে তোলে। সত্যিই এটি প্রতিটি পরিবারের জন্য সংরক্ষণযোগ্য এক মূল্যবান সম্পদ।

    আল্লাহ্‌ তায়ালা প্রকাশনীকে উত্তম প্রতিদান দিন।

  5. shajibhasan7325

    আলহামদুলিল্লাহ

  6. Md Jillal Hossain

    বাংলাদেশ কুরআনের অনেক গুলো অনুবাদ থাকলেও। আমার মনে সিয়ান প্রকাশনের মহিমান্বিত কুরআন যে কোনো শ্রেণি— পেশার মানুষের পড়ার জন্য সবচেয়ে ভালো হবে। কারণ এটি এমন ভাবে লেখা হয়েছে যে, যেখানে প্রতিটা শব্দ আলাদা আলাদা করে উল্লেখ করা হয়েছে এবং শব্দের নিচে অর্থ আবার পাশেই তার অনুবাদ।

  7. Esmail Sadi

    আসলে এই মহিমান্বিত কুরআন নিয়ে কি বলবো! যে এটা না পড়বে সে কখনো এটার গুরুত্ব বুঝবে না, আল্লাহ তায়ালা যে বলেছেন, কুরআন আমি তোমাদের জন্য সহজ করে বানিয়েছি, কিন্তু তারপরও তো অনেকে বলেন যে, কুরআন অনেক কঠিন, তো যারা কঠিন বলেন তাদেরকে বলবো, আপনারা এই মহিমান্বিত কুরআন পড়ুন, তখন আর তা কঠিন মনে হবে না।

  8. Samia khanam

    মাতৃত্বের সংবেদনশীল সময়টায় বইখানা আমার হাতে আসে, আলহামদুলিল্লাহ।

    বেসিক নাহু সরফগুলো আমার জানা ছিল কিছুটা। লাইনে লাইনে কুরআন উপলব্ধি করার কতটা যে প্রশান্তির সেটা ভাষায় বোঝানো অসম্ভব।

    The best book in the world is only The Quran..

    আর মহিমান্বিত কুরআন হলো বাংলাভাষীদের জন্য কুরআন অনুধাবনের এক প্রচেষ্টা। আল্লাহ বইটির সাথে যুক্ত সকলের প্রচেষ্টা কবুল করুন।

  9. Shafi’e

    মহিমান্বিত কুরআন:

    কুরআনুল মাজিদ, প্রত্যেক মুমিনের হৃদয়ের বসন্ত, হিদায়াতের নূর ও আল্লাহর পথের ঠিকানা। এই কুরআনুল কারিম মানবসভ্যতাকে হিদায়াতের পথে আহ্বান করে, দেখায় সিরাত্বুল মুস্তাকিমের পথ। সিয়াত প্রকাশনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহৎ উদ্যাগ ছিলো, এই কিতাবটি। তাদের প্রকাশিত এই মুসহাফটির অনন্য বৈশিষ্ট্য, একে শব্দে শব্দে অনুবাদ করে, সুন্দর এক অনুবাদের মোলায়েমের কাঠামো দাঁড় করিয়েছে। কিতাবের শেষ অংশে কুরআনিক ব্যাকরণের অংশে তারা কুরআনুল কারিমের মৌলিকা শব্দসমূহকে একত্রিত করেছেন যা প্রত্যেকের জন্যই উপকারি। সেই সাথে প্রচ্ছদ’ও আকর্ষণীয় ও সুন্দর। তাই তাদেরকেই আমি এই মুসহাফ কিনতে বলবো, যারা শব্দে শব্দে, বুঝে বুঝে কুরআনুল কারিম তিলাওয়াত করতে চান ও বুঝতে চান।

  10. Shoyaibur Rahman

    আলহামদুলিল্লাহ এই বইটা পড়তে গিয়ে সত্যিই এক ভিন্ন রকম অনুভূতি হয়েছে। কুরআনের আয়াতগুলো যে কতটা গভীর, কতটা জীবনঘনিষ্ঠ তা এই বই না পড়লে হয়তো কখনো এভাবে বুঝতে পারতাম না।
    সবচেয়ে ভালো লেগেছে, এখানে কুরআনের শুধু অর্থ বা তাফসীর নয় বরং জীবনের সাথে সম্পর্কিত শিক্ষা তুলে ধরা হয়েছে।
    ভাষা একদম সহজ, তবে ভাব গভীর। যাদের আরবি জানা নেই, তারাও অনায়াসে বইটা বুঝতে পারবেন।
    সব মিলিয়ে বলতে পারি, মহিমান্বিত কুরআন এমন এক বই যা পড়লে কুরআনের প্রতি ভালোবাসা আরও বাড়বে, আর অন্তরে এক ধরনের শান্তি নেমে আসবে।
    যারা কুরআনকে হৃদয়ে ধারণ করতে চান, তাদের জন্য এটি এক অনন্য উপহার।

  11. md.nasrullah

    ‘পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আল কোরআন
    যা মুসলিম উম্মাহের একমাত্র পথপ্রদর্শক। কিন্তু সাধারণ মুসলমান তা বুঝে না এবং আরবী বলে পড়তে পারেনা। সে দিকে লক্ষ্য করে ‘মহিমান্বিত কুরআন’ সহজবোধ্য ও বোধগম্য কিতাব। যা দ্বারা শব্দে শব্দে অর্থ এবং পাশে পূর্ণ অর্থ আয়ত্ব করা সম্ভব।
    সবার জন্য সহজভাবে অধ্যায়ণে উপকারী একটি কিতাব।

  12. Miftahul zannat zerin

    মহিমান্বিত কুরআন, নামের সাথে এর কাজ এর বেশ মিল আছে মাশাল্লাহ। এটি সত্যিই এমন বই যেটি কুরআন এর সাথে আমার পথচলা আরও সহজ করে দিয়েছে। যেদিন প্রথম দেখেছিলাম ফেইসবুকে মনে হচ্ছিলো আমার স্বপ্ন শুনে কেউ ডিজাইন করেছে।পারসোনালি আমার সাদা রংটা ভালো লাগে কভার এর ডিজাইন সাদা, ফন্ট আমার পছন্দের আর শব্দে শব্দে অর্থ। বাহ! বইটা কিনেছি ১ বছর হবে তাও এখনো দেখলে ভালো লাগে। মন ভালো হয়ে যায়। আমারটা দেখে আমার কাজিনও একটা কিনেছে। এছাড়া যেই দেখেছে সে প্রশংসা করতে বাধ্য হয়েছে, যেমন ক্রিয়েটিভ কভার তেমন ভেতরটা সুন্দর। শেষে আবার আরবি গ্রামারও আছে। আর সেই তুলনায় প্রাইজ আমার কাছে রিজেনবেল লেগেছে।

  13. দাইয়্যান নূরী দাহী

    বইটি মূলত কোরআনের শব্দে শব্দে অনুবাদ, যাতে একজন মানুষ সহজে কুরআন বোঝতে পারাররউপযোগি আরবি জানতে পারে। বাংলা ভাষায় কুরআন চর্চার ক্ষেত্রে এটা খুবই ভালো একটা উদ্যোগ ছিলো।
    জানি না রিভিউটা কতটুকু প্রাসঙ্গিক হবে। একেতো আমার কাছে প্রথমদিকের পেপারব্যাক ভার্সন আর তার উপর পুরোপুরি পড়ে শেষ করতে পারিনি। আল্লাহ মাফ করুন। আমার রিভিউটা হয়তো অনেকটাই আগের ভার্সনকে কেন্দ্র করেই আবর্তিত হবে। যাহোক, এতো বড় বইয়ের জন্য হার্ডকভার জরুরি দরকার ছিলো বলে মনে হতো কারো কারো। এটা এসেছে বলে আলহামদুলিল্লাহ।
    বইয়ের শেষে পরিশিষ্টতে অবস্থাভেদে কুরআনিক আরাবিক চর্চার জন্য কিছু গাইডলাইন দেয়া ছিলো। যা জরুরী মনে করি। কারণ শুধু শব্দার্থ শিখে ভাষা শিখা কঠিন। আর শুধু মূল শব্দ শিখে তো সেটা আরো জটিল বিষয়, যারা আরবি ভালো জানেন, বলতে পারবেন। যতটুকু পড়েছি, তাতে আমার বেশ উপকার হয়েছে। অন্তত তিলাওয়াত করার সময় কিছু হলেও বোঝতে পারি, আলহামদুলিল্লাহ।
    বইটির গ্রাফিক্যাল ডিজাইনে আরো কিছুটা ভালো করা যেতো। যেমন: শব্দের মধ্যে স্পেস আরো কমানো যাতে তিলাওয়াত করতে অসুবিধা না হয়। অবশ্য, শব্দে শব্দে শিখার জন্য এটা উপযুক্ত হতেও পারে।
    খুব ভালো রিভিউ লিখতে পারি না। নিজের মতো করে লিখার চেষ্টা করলাম। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল।

  14. Imtiaz Hossain

    আলহামদুলিল্লাহ!! সিয়ানের ১২ বছরের যুগপূর্তিতে মহিমান্বিত কুরআন নিয়েছি। বিভিন্ন আলেমদের মুখে যেমনটা শুনেছি হাতে পাওয়ার পর সত্যিই অনেক ভালো লাগলো । বিশেষ করে আমার জন্য ভালো হয়েছে। এজন্য যে, কারণ আমার কুরআন পড়তে অসুবিধা হতো। মহিমান্বিত কুরআনে শব্দ গুলো ছোট ছোট হওয়ায় আমার জন্য সুবিধা হয়েছে।

    পরিশেষে বলব যাদের কুরআন পড়তে সমস্যা হয়, কিংবা অর্থ বুঝতে অসুবিধা হলে মহিমান্বিত কুরআন নিতে পারেন।

  15. ইয়াছিন আহম্মেদ তামিম

    আলহামদুলিল্লাহ।
    “মহিমান্বিত কুরআন” মাজীদ হাতে এসে পৌঁছেছে। আর আপনাদের পণ্য ডেলিভারিতে দেরি হয় না। আমি আরো ভেবেছিলাম যে আগামীকাল বা পরশুদিন আসতে পারে।
    আপনাদের ব্যবসায় মহান আল্লাহ্ তা’আলা বারাকাহ দান করুন। আমিন।
    আর দোয়া করবেন যেন কুরআন মাজীদ তেলাওয়াত ও বুঝে বুঝে পড়ে ইমান ও আখলাক কে আরো উন্নীত করতে পারি।
    জাজাকাল্লাহু খয়রান।

Add a review

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড বই