ইমাম ইবনুল জাওযি রহ.—দীপ্ত জ্ঞানের সব্যসাচী। সত্যলোকের পথপ্রদর্শক। উম্মাহর অমিততেজা শার্দূল। শাসনের রোমশ বাহু ও নৃশংস নখরের আওতার মধ্যে থেকেও আমৃত্যু অটল ছিলেন মহান আদর্শের ওপর। তার চলার পথে বনভূমি ছিল, বালুকাভূমি ছিল, উপলখণ্ড ছিল; সবকিছু ডিঙিয়ে-ভেঙে তিনি সামনের দিকে এগিয়েছেন। তার সমুখে কখনো এই বিশ্ব-স্রোতস্বিনীর স্রোত প্রবল হয়েছে, কখনো গতি মন্থর হয়েছে, কখনো পথ ঘুরে গিয়েছে, কখনো পানি ঘোলাটে হয়েছে, কখনো আবর্ত রচনা করেছে, কখনো স্ফটিকের মতো স্বচ্ছ হয়েছে। এ সবকিছুর ভেতর দিয়ে তিনি নিজের অবস্থা ও অবস্থান ঠিক রেখেছেন। কণ্টকাকীর্ণ পথ, এবড়োখেবড়ো প্রান্তর ও শ্বাপদসংকুল অরণ্য মাড়িয়ে সাফল্যের মুকুট ছিনিয়ে এনেছেন।
গ্রন্থ রচনা ও হৃদয়গ্রাহী আলোচনার সমন্বয়ে তার সময়ে তিনি ছিলেন এক অনন্য উচ্চতায় আরোহী; যার দৃষ্টান্ত ছিলেন শুধুই তিনি। ইলমচর্চার এক প্রোজ্জ্বল দৃষ্টান্ত। প্রান্তিকতা বর্জন করা এবং ভারসাম্য ও মধ্যপন্থার ওপর সবক্ষেত্রে অটল থাকা যার সবিশেষ বৈশিষ্ট্য। রাজদরবারে ছিল না তার অবাধ যাতায়াত। শাসকদের সংস্পর্শ থেকে নিজেকে সযত্নে সরিয়ে রেখেছেন আজীবন। কোনো স্বার্থই তাকে আদর্শের ব্যাপারে আপস করার দিকে প্ররোচিত করতে পারেনি। যার কারণে জীবনের সন্ধ্যাবেলায় পাঁচ-পাঁচটি বছর কাটাতে হয়েছে ক্ষমতাধর জালিমদের জিন্দানখানায়। হিংসুকদের রোষানলে পড়ে তার রৌদ্রের দিন রূপান্তরিত হয়েছে নিষিদ্ধ নিশীথে। তবুও তিনি সত্যের বাণীকে উচ্চকিত রেখেছেন। সত্যের মশাল থেকে আলো বিলিয়েছেন।
হৃদয়ের দিনলিপি গ্রন্থটি তার হৃদয়ের বিক্ষিপ্ত চিন্তাভাবনার সংকলন। যার কারণে এর একক কোনো বিষয়বস্তু নেই। তিনি নিজেই এর পরিচয় তুলে ধরেছেন এভাবে :
‘অমি যখন চিন্তার দৃষ্টিতে কোনো বিষয় নিয়ে ভাবি, মাথার ভেতর আশ্চর্য সব ভাবনা ও বিশ্লেষণ এসে ভিড় করে। বোধ, বিশ্বাস ও চেতনার এক বিশাল ভান্ডার যেন আমার সমুখে খুলে যায়। অবশেষে ভেবে দেখলাম, এ বিষয়ে আর অলসতা বা উদাসীনতা দেখানো ঠিক হবে না। হৃদয়ের কথাগুলো লিখতে শুরু করলাম। পরিশেষে এর নাম রেখে দিলাম—সইদুল খাতির। ভেতরে রক্ষিত কথামালা। হৃদয়ের দিনলিপি। অন্তরের কথকতা।’
যারা ন্যায় ও ইনসাফের ওপর চলতে চান, যারা মধ্যপন্থা ও ভারসাম্য অবলম্বন করতে চান, যারা বিশুদ্ধ পন্থায় ইলমচর্চা ও আত্মশুদ্ধির স্বপ্ন লালন করেন, যারা নফস ও শয়তানের ধোঁকা থেকে প্রতিমুহূর্তে সুরক্ষিত থাকার এবং প্রবৃত্তির অনিষ্ট থেকে মুক্ত থাকার প্রত্যাশা করেন, যারা তত্ত্বকে জীবনে প্রয়োগ করতে চান এবং জ্ঞান ও কর্মের মধ্যে সমন্বয় করার আগ্রহ রাখেন, সর্বোপরি যারা সত্যালোকের দীপ্ত অভিযাত্রী এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর আদর্শের ধারক হতে চান—তাদের সকলের জন্য এই গ্রন্থটি হতে পারে উত্তম পাথেয়। আল্লাহ তাআলা صيد الخاطر-কে যেমনিভাবে কবুল করেছেন, তার বঙ্গানুবাদ হৃদয়ের দিনলিপিকেও সেভাবে কবুল করুন।
Copyright © 2024 Seanpublication.com
Reviews
There are no reviews yet.