হাদীস হিসেবে পরিচিত কোনো কথাকে অস্বীকার করা যেমন মারাত্মক, তেমনি হাদীস নয়—এমন কথাকে নবীজির হাদীস বলে চালিয়ে দেওয়াও ধ্বংসাত্মক। ধর্মের নামে শিরক, বিদআত ও কুসংস্কারের জন্ম এভাবেই হয়। আমাদের সমাজে এমন নানান বক্তব্য প্রসিদ্ধ রয়েছে, যা নবীজির হাদীস বলা হলেও আদতে তা হাদীস নয়। বাপ-দাদা, লোকমুখে শোনা, এভাবে বিভিন্ন দিক থেকে এসব কথার উদ্ভব। যেমন ‘জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে চীন দেশে যাও।’ মানুষ এগুলো ইসলামের পোশাকে দিব্যি ব্যবহার করছে যত্রতত্র।
বক্ষ্যমাণ গ্রন্থটি এই উদ্দেশ্যেই রচিত। এতে সেসব বর্ণনাই স্থান পেয়েছে, যেগুলো এ দেশের মানুষের মধ্যে প্রচলিত। এলাকা ভেদে সেসব প্রসিদ্ধ জাল হাদীস, শরীয়তের নামে ভিত্তিহীন বর্ণনা রয়েছে, দীর্ঘদিন যাবত মাসিক আল-কাওসার পত্রিকায় ‘এসব হাদীস নয়’ শিরোনামে প্রকাশিত হচ্ছিল। প্রতিটি হাদীসের তাহকীক, তথা ভিত্তি নিয়ে আলোচনা, প্রসিদ্ধ মুহাদ্দিসীনের ব্যাখ্যা এবং এ নিয়ে সাধারণ মানুষের মনে থাকা সংশয় দূর করা হয়েছে। সেসব বর্ণনা নিয়েই বইটি সাজানো হয়েছে।
Reviews
There are no reviews yet.