Showing the single result

মেঘ কেটে যায় (হার্ডকভার)

188

You Save TK. 80 (30%)

Author : ড. হুসামুদ্দীন হামিদ
Translator : আব্দুল্লাহ মজুমদার
Publisher : সমকালীন প্রকাশন
Category : অন্ধকার থেকে আলোতে


মেঘগুলো কেমন যেন! দলবেঁধে এসে ছেয়ে ফেলে আকাশটাকে। মেঘের আড়ালে ফিকে হয়ে যায় আকশের নীল। মেঘেরা তৈরি করে এক বিদ্ঘুটে পরিবেশ। নীল আকাশ ছেয়ে যায় এক গুমোট আবহাওয়ায়। থমথমে। নীরব। নিস্তব্ধ। হঠাৎ কোথা থেকে যেন এক টুকরো আলোক রশ্মি এসে মুহূর্তেই পাল্টে দেয় সব। কেটে যায় মেঘ। ফিকে হয়ে যাওয়া নীল ফিরে পায় তার রং। আলোতে আলোতে আবার ভরে ওঠে আকাশ।

আমাদের হৃদয়টাও নীল আকাশের মতো। আর, সন্দেহগুলো হলো কালো মেঘের প্রতিচ্ছবি। সেই প্রতিচ্ছবিগুলো যখন হৃদয়ের আকাশে এসে জমাট বাঁধতে শুরু করে, তখন হৃদয়ের পরিবেশ হয়ে ওঠে অশান্ত। তাতে ভর করে অবিশ্বাস। সন্দেহ আর অবিশ্বাসের দোটানায় ভাসতে থাকা হৃদয়, আস্তে আস্তে ভঙ্গুর হয়ে পড়ে।

এরপর? এরপর একদিন তাতে এক টুকরো আলো এসে পড়ে আর মুহূর্তেই কেটে যায় হৃদয়ের সকল অন্ধকার। সেই আলোতে পরিশুদ্ধ হয়ে আমাদের হৃদয় আবার বিশ্বাসের পথে চলতে শুরু করে। সকল সন্দেহ, অবিশ্বাস আর জড়তার বন্ধন ছিন্ন করে হৃদয়ের গহীন থেকে কেবল বিশ্বাসের সুর প্রতিধ্বনিত হয়।
হৃদয়ের মেঘ কেটে যাওয়ার সেই উপাখ্যান দিয়েই সাজানো হয়েছে মেঘ কেটে যায়

বইটির মূল বিষয়বস্তু একজন মুমিন ও একজন সংশয়ীর কথোপকথন; কিন্তু সংশয়ীর খোরাকের চেয়ে ঈমানওয়ালাদের খোরাক এই বইয়ে বেশি। তাওহিদ-রিসালাতের সত্যায়নের সঙ্গে আমার সত্তা যেন মিলেমিশে একাকার হয়ে যায়, আমার প্রতিটা নিঃশ্বাস যেন বলে তাওহিদ ও রিসালাত সত্য—এই আলোচনাই এখানে মূল প্রতিপাদ্য। আল্লাহর সিফাত ও রিসালাতের সত্যতা খুলে খুলে বিস্তারিত উঠে এসেছে এ বইতে, যা নাড়িয়ে দেবে আমাদের ভেতরটাকে।