Beautiful World
for Children

টুনটুন বুকস: শিশু-কিশোর দের জন্য নৈতিক ও শিক্ষামূলক বই

কল্পরাজ্যে ঘুরে বেড়াতে শিশুরা ভালোবাসে। এখানে নেই পাসপোর্ট, ভিসা কিংবা সীমান্তের কাঁটাতারের কোনো বাধা। কল্পনার এই জগতে তাদের রোমাঞ্চকর জার্নিটাকে একটু অর্থবহ করে তোলাই আমাদের লক্ষ্য।

শৈশব-কৈশোরের সময়টা কৌতুহল ও আবিষ্কারের। এ সময়ে শিশুরা উপলব্দি করতে শেখে, কল্পনা করতে শেখে এবং বলতে শেখে। এই সময়ে গল্প শোনার এক গভীর আগ্রহ অনুভব করে প্রতিটি শিশু। গল্পের মধ্য দিয়ে তারা জীবন ও জগতের একটি কল্পচিত্র আঁকে তাদের হৃদয়পটে।

আজকের শিশুই আগামী দিনের পিতা। আমরা তাদের এমন কিছু শেখাব, এমন কিছু গল্প শোনাব, যা তাদের দায়িত্ববান, সৃষ্টিশীল, সাহসী ও শক্তিমান করে গড়ে তুলতে সাহায্য করবে। তাদের বানাবে ন্যায়ের পথে অটল-অবিচল; অন্যায়-অবিচারের বিরুদ্ধে বাধার প্রাচীর; দুর্বল-অসহায়ের প্রতি দয়ার্দ্র ও কোমল।

এই স্বপ্নকে সামনে রেখে টুনটুন বুকস শিশু-কিশোরদের জন্য গ্রহণ করেছে বেশকিছু পরিকল্পনা, আপনার পছন্দের বইটি সেই পরিকল্পনারই একটি অংশ।

আপনার সন্তান/ছাত্র-ছাত্রীদের কেন ‘টুনটুন বুকস’ পড়তে দেবেন?

টুনটুন বুকসের সঙ্গে আপনার সন্তান বা ছাত্র/ছাত্রীর  শৈশবের পাঠ অভিজ্ঞতা হবে আরও জীবন্ত, রঙিন এবং অর্থবহ। নিচে কয়েকটি কারণ উল্লেখ করা হলো, যা আপনাকে আমাদের বইগুলো বেছে নিতে উদ্বুদ্ধ করবে:

ভাষাগত দক্ষতা বৃদ্ধি

ইংরেজি মিডিয়ামের শিক্ষার্থীরা বাংলা পড়ার জগতে প্রবেশ করবে সহজ ও আকর্ষণীয় গল্পের মাধ্যমে। প্রতিটি পাতায় প্রাসঙ্গিক রঙিন ছবি আর লেখাগুলো তাদের ভাষার বোঝাপড়া আর সাবলীলতা বৃদ্ধি করবে। এতে করে পড়ার প্রতি তাদের ভালোবাসা তৈরি হবে।

বাংলা মিডিয়ামের শিক্ষার্থীরা ইংরেজি শেখার ক্ষেত্রে পাবে মজাদার ও সহজবোধ্য রচনাসমৃদ্ধ গল্প, যা ইংরেজি ভাষার প্রতি তাদের ভীতি দূর করবে এবং ইংরেজি ভাষায় তাদের আত্মবিশ্বাস বাড়াবে।

শিক্ষক ও অভিভাবকদের সহযোগী

আমাদের বইগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, যা শ্রেণিকক্ষের পাঠক্রমকে আরও সমৃদ্ধ করবে এবং ঘরে পিতামাতার সঙ্গে কাটানো সময়কে করে তুলবে উপভোগ্য। বাচ্চাদের রিডিং ম্যাটেরিয়াল হিসেবে শ্রেণিকক্ষ ও ঘর দুই জায়গাতেই টুনটুন-এর গল্পগুলো বেশ উপযোগী।

নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের সংযোগ সাধন

প্রতিটি গল্প রচিত হয়েছে কুরআন ও সহীহ হাদিসের শিক্ষার আলোকে। ফলে শিশুদের মনে গেঁথে যাবে সঠিক নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ, যা তাদের মনন ও চরিত্র গঠনে দিক-নির্দেশনা হিসেবে কাজ করবে।

সৃজনশীল চিন্তা ও কল্পনাশক্তির বিকাশ

গল্পগুলো কুরআন ও সহীহ হাদিসের ওপর ভিত্তি করে তৈরি, যা শিশুদের সঠিক নৈতিক শিক্ষা নিশ্চিত করে এবং তাদের মধ্যে দৃঢ় ইসলামিক চরিত্র গঠনে সাহায্য করে।

বাবা-মা ও সন্তানের মধ্যকার সুদৃঢ় সম্পর্ক

রাতে ঘুমানোর আগে বেড-টাইম স্টোরি হিসেবে টুনটুনের গল্পের বইগুলো বেশ আকর্ষনীয় ও উপদেয়। গল্পে ও ছবিতে সন্তানের ঘুমানোর পূর্ব মুহূর্তটা বাবা-মা রাঙিয়ে দিতে পারেন টুনটুন বুকস-এর মাধ্যমে; যা দীর্ঘমেয়াদে সন্তানের কল্পনাশক্তি বৃদ্ধির পাশাপাশি বাবা-মায়ের সাথে সম্পর্ক সুদৃঢ় করতেও চমৎকারভাবে সাহায্য করবে।

আত্মবিশ্বাস ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধি

গল্প পড়ে শিশুদের নিজের ভাব-উচ্ছ্বাস প্রকাশ করার ক্ষমতা বাড়ে। তারা প্রশ্ন করতে শেখে এবং গল্পের চরিত্রের সাথে নিজেদের অনুভূতি মিলিয়ে দেখার মাধ্যমে বুদ্ধিবৃত্তিক সক্ষমতাও অর্জন করতে পারে। এক্ষেত্রে টুনটুন বুকস তুমুলভাবে সাহায্য করবে।

Year
0 +
Books
0 +
Series
0 +
For Age
0 +

রিভিউ

Our Partners