সাইয়েদ আবুল হাসান আলি নদবি

মাওলানা সাইয়েদ আবুল হাসান আলি নদবি রহ. ছিলেন উপমহাদেশের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, লেখক ও দাঈ। তিনি ১৯১৪ সালে ভারতের উত্তর প্রদেশের রায়বেরেলীতে জন্মগ্রহণ করেন। প্রাথমিক ও উচ্চতর ধর্মীয় শিক্ষা লাভ করেন দারুল উলুম নদওয়াতুল উলামায়, এবং দীর্ঘকাল সেখানে অধ্যাপনা ও রেক্টরের দায়িত্ব পালন করেন।
তার সাহিত্যকর্ম ইসলামী বিশ্বে গভীর প্রভাব ফেলে। সীরাতে সাইয়েদ আহমদ শহীদ গ্রন্থের মাধ্যমে তিনি পরিচিতি লাভ করেন, তবে মুসলমানদের পতনে বিশ্ব কী হারাল (মা যা খাসিরাল আলামু বিনহিতাতিল মুসলিমিন) গ্রন্থটি তাকে আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি এনে দেয়। উর্দু ও আরবি ভাষায় রচিত তার অসংখ্য গ্রন্থ যুগ যুগ ধরে পাঠক ও গবেষকদের অনুপ্রাণিত করে আসছে।

ইসলামী বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে তিনি নেতৃত্ব দিয়েছেন। রাবেতায়ে আলমে ইসলামী ও অক্সফোর্ড ইসলামিক সেন্টারের মতো প্রতিষ্ঠানে তিনি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। এছাড়া, ভারতীয় মুসলমানদের অধিকার রক্ষায় তিনি মুসলিম পারসোনাল ল বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেন।

তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার, অক্সফোর্ড ইসলামিক সেন্টারের সুলতান ব্রুনাই অ্যাওয়ার্ড এবং দুবাই কর্তৃক বর্ষসেরা আন্তর্জাতিক ইসলামী ব্যক্তিত্ব পুরস্কারসহ বহু সম্মাননা লাভ করেন।

১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর, জুমার আগে সুরা ইয়াসিন তেলাওয়াতরত অবস্থায় এই মহান মনীষী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মুসলিম বিশ্বের সংকট ও ফিলিস্তিন

Original price was: ৳280.00.Current price is: ৳210.00.

আপনি সাশ্রয় করছেন 70 টাকা। (25%)

ফিলিস্তিন প্যাকেজ

Original price was: ৳420.00.Current price is: ৳315.00.

আপনি সাশ্রয় করছেন 105 টাকা। (25%)