সাধারণত আমরা কোনো ব্যাপারে অবাক হলে, বিস্মিত হলে কিংবা চমকে উঠলে সেটা নিয়ে আমাদের মধ্যে বাড়তি আগ্রহ কাজ করে এবং সেটার জন্য অন্তরের মধ্যে আলাদা একটা জায়গা তৈরি হয়ে যায়। আর এই অবাক হবার কারণ গুলোর দিকে সামগ্রিক ভাবে দৃষ্টিপাত করলে আমরা দেখতে পাবো- নিখুঁত কোনো কিছুর গড়ন পদ্ধতি, প্রকাশভঙ্গীর অনন্যতা অথবা আমদের কল্পনার চেয়েও বেশি কিছুর মুখোমুখি হলে আমরা চমকে যায়। আর কুরআনের বর্ণনাভঙ্গীর ধরণ যদি খুলে খুলে দেখা যায় তাহলে টের পাওয়া যাবে- আমাদের অবাক হওয়ার মতো অনেক উপকরণই এর মধ্যে লুকিয়ে আছে। এসকল বিষয়াদির সাথে পরিচিত হওয়ার পরে আমাদের নিজেদের মধ্যেও এরকম গভীর অধ্যয়নের ইচ্ছা জাগ্রত হবে। ফলশ্রুতিতে কুরআনের সাথে তৈরি হবে এক ধরণের আত্মিক সম্পর্ক, যে সম্পর্ক প্রকারান্তে আল্লাহর সাথেই যুক্ত করে দেবে আমাদের মাটির পৃথিবীর জীবনকে।
Copyright © 2025 Seanpublication.com
Reviews
There are no reviews yet.