আমরা সবাই আমাদের পরিস্থিতির উন্নয়ন চাই। কিন্তু আমরা এটা খেয়াল করতে ভুলে যাই যে, উন্নতি তখনই আসে যখন আমরা পরিস্থিতির সাথে মানিয়ে নিতে শিখি। পরিস্থিতির সাথে মানিয়ে নিলে দেখা যায়, অনেক অজানা শিক্ষা আমরা নিজেদের মাঝে দেখতে পাই এবং তা দিনশেষে আমাদের উন্নতির শিখরে নিতে সাহায্য করে। হু মুভড মাই চিজ বইটি পরিবর্তনের সাথে মানিয়ে নিয়ে ইতিবাচক পুরো প্রতিকূলতায় টিকে থাকার লড়াইকে শেখায়।
Copyright © 2024 Seanpublication.com
Ruponti Shahrin –
বই : হু মুভড মাই চিজ?
লেখক : জন স্পেন্সার
রৌদ্রোজ্জ্বল এক রবিবারের দুপুর। শিকাগোতে এক সম্মেলনে স্কুলজীবনের কয়েকজন বন্ধু এসেছে খাবার উপভোগ করতে। আগের দিন রাতে তাদের স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠান থাকতে বেশ অনেকবছর পর তাদের দেখা হওয়াতে অনেক কথা পড়েছে মনে। বন্ধুতে বন্ধুতে সবার এতদিনে ঘটে যাওয়া জীবনের গল্পের ঝাঁপি খুলতেই একেক জন শোনায় জীবনের পাল্টে যাওয়ার গল্প।
ক্লাসের সকলের প্রিয় অ্যাঞ্জেলো প্রথমে শুরু করলেও একে একে নাথান, কার্লোস, মাইকেল সবাই যখন খোসগল্পে মেতে উঠেছে তখন মাইকেল বলে উঠলো তার জীবনেও কম বিপদ আসেনি।কিন্তু মজার একটি ছোট গল্প তার জীবনে আমূল পরিবর্তন এনে দিয়েছে। সবাই যখন উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে মাইকেল শুরু করলো তার গল্প বলা।
প্রথমে একেবারে সহজ সরল গল্প দেখে বিরক্তি চলে আসছিলো। মনে হচ্ছিল যেন স্কুলে বলা কোন গল্প। কিন্তু যখন বুঝতে পারলাম গল্পের চারটি চরিত্র আমার ভেতরের বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব করে তখনি সিদ্ধান্ত নিতে শুরু করলাম এদের মধ্যে আমি কার মতো হতে চাই।
স্নিফ আর সকারি ছোট্ট দুটি ইঁদুর আর হেম ও হো দুটি ছোট্ট মানুষ। যারা আচার আচরণে সাধারণ মানুষের মতো হলেও উচ্চতায় ছিল ইঁদুরের মতো। প্রতিদিন এই চারজনের কাজ ছিল গোলকধাঁধার মধ্যে থেকে তাদের প্রিয় পনির খুঁজে বের করা।
স্নিফার স্বভাব সে দ্রুত পরিবর্তন বুঝতে পারে। সকারি আবার ঝটপট কাজে নেমে যেতে পারে এবং তার উপস্থিতবুদ্ধি ও ভবিষ্যত অনুমান করার জ্ঞান প্রখর। হেম জীবনে পরিবর্তনকে ভয় পেয়ে পুরোনোকে আঁকড়ে বেঁচে থাকতে চায় আর হো নিজেকে মানিয়ে চলতে চায় বারবার।
কে জিতবে এই গোলকধাঁধা থেকে পনির উদ্ধারের প্রতিযোগিতায়?
চিরায়ত বাণিজ্যিক সাহিত্য হিসেবে খ্যাত এই বইটিতে মানব জীবনের গভীর সত্য উপলব্ধির ব্যাখ্যা, পরিবর্তনকে গ্রহণ করার সাহস, ভয়কে জয় করার হিসেবে সবকিছু কতই না সহজে বলে দেওয়া আছে। তবুও আপনাকে বেছে নিতে হবে, আপনি কোনটি হতে চান।