fbpx
ভালবাসতে শিখুন (হার্ডকভার)
ভালবাসতে শিখুন (হার্ডকভার)

ভালবাসতে শিখুন (হার্ডকভার)

Author : তাকিউদ্দিন ইবনে তাইমিয়া, মুহাম্মাদ বিন সালেহ আল মুনাজ্জিদ
Translator : সাইফুল্লাহ আল মাহমুদ
Publisher : পথিক প্রকাশন
Category : আধ্যাত্মিকতা ও সুফিবাদ

120

You Save TK. 80 (40%)

ভালবাসতে শিখুন (হার্ডকভার)

Share This Book:

ক্যাশ অন ডেলিভারী

৭ দিনের মধ্যে রিটার্ন

ডেলিভারী চার্জ ৬০ টাকা থেকে শুরু

Author

Author

তাকিউদ্দিন ইবনে তাইমিয়া

মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ

সাইফুল্লাহ আল মাহমুদ

Reviews (1)

1 review for ভালবাসতে শিখুন (হার্ডকভার)

  1. Din Muhammad Sheikh

    চলুন, ভালোবাসি। ভালোবাসতে শিখি। আমাদের রবকে ভালোবাসতে শিখি। চলুন, সেই রবকে ভালোবাসতে শিখি, যিনি আমাদেরকে সুন্দর অবয়বে এ ধরায় পাঠিয়েছেন। যার দেওয়া অক্সিজেন ছাড়া এক মূহুর্তও টিকে থাকা সম্ভব নয়, চলুন, সেই রবকে ভালোবাসি।

    কিন্তু বাস্তবতা তো ভিন্ন! এ মহান স্রষ্টার পরিবর্তে আমাদের সর্বোচ্চ ভালোবাসাটুকু আবর্তিত হয় তাঁর সৃষ্টিকে ঘিরে। তাই তো, নারীর ভালোবাসায় চরিত্র হারাই৷ সন্তানের ভালোবাসায় সততা হারাই। টাকার ভালোবাসায় ঈমান হারাই। বেছে নিই এক কলুষিত পথ।

    এ পথ থেকে আমাদের ফিরে আসতে হবে। আমাদের সর্বোচ্চ ভালোবাসাটুকু নির্ধারিত থাকবে কেবলই রব্বুল আলামীনের জন্য। চলুন, তাহলে রবকে ভালোবাসতে শিখি। আমাদের এ শেখার পথে সাহায্য করতে পথিক প্রকাশন বাজারে এনেছে গুরুত্বপূর্ণ একটি বই – ‘ভালোবাসতে শিখুন’।

    ▪️ একনজরে বইটি :

    • বই : ভালোবাসতে শিখুন
    • লেখক : ইমাম ইবনু তাইমিয়া (রহি:), শাইখ সালেহ আল মুনাজ্জিদ (ফা:আ:)
    • অনুবাদক : মুফতি সাইফুল্লাহ আল মাহমুদ
    • প্রকাশনী : পথিক প্রকাশন
    • প্রথম প্রকাশ : জানুয়ারি, ২০১৯
    • প্রচ্ছদমূল্য : ১৬০/-
    • পৃষ্ঠাসংখ্যা : ৮০
    • বাঁধাই : হার্ডকভার

    ▪️ সংক্ষিপ্ত পরিচিতি :

    যদিও বই একটি, তবে এতে রয়েছে দুইটি রিসালাহর সম্মিলন। দুই যুগের দুইজন জনপ্রিয় আলিমের দুইটি রিসালাহ স্থান পেয়েছে বইটিতে। একটি রিসালাহ ইমাম ইবনু তাইমিয়া (রহি:)-এর, অন্যটি শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ (ফা:আ:)-এর। সুতরাং বইটি দুইটি অংশে বিভক্ত। প্রথম অংশ শাইখ মুনাজ্জিদের المحية রিসালাহর বঙ্গানুবাদ। ইমাম ইবনু তাইমিয়ার قاعدة فى المحبة নামক গ্রন্থের প্রথম অনুচ্ছেদ محبة الله تعالى এর বঙ্গানুবাদই মূলত বইয়ের দ্বিতীয় অংশ। আর একদম শেষে আছে অনুবাদক কর্তৃক সংযোজিত বর্তমান জামানার তরুণ-তরুণীদের একটি জরুরি প্রশ্নের উত্তর।

    ▪️ বিষয়বস্তু :

    আল্লাহকে কীভাবে ভালোবাসা যায়, তা নিয়েই মূলত বইটি। বইটিতে আলোচিত হয়েছে ভালোবাসার অর্থ, আল্লাহকে ভালোবাসার নিদর্শন ও গুরুত্ব, আল্লাহকে ভালোবাসতে পারার ও আল্লাহর ভালোবাসা পাওয়ার উপায়।

    ▪️ বইয়ের আদ্যোপান্ত :
    ▪️ প্রথম অংশ :

    বইয়ের প্রথম অংশটি শাইখ সালেহ আল মুনাজ্জিদের রিসালাহ। রিসালাহর প্রথমেই শাইখ আলেমদের ক্বওল উল্লেখপূর্বক ভালোবাসার সংজ্ঞা দিয়েছেন। এরপর আছে ভালোবাসার বিভিন্ন প্রকার নিয়ে অতিসংক্ষিপ্ত আলোচনা। এরপর রিসালাহর বাকি অংশজুড়ে আছে আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধির উপায়। কীভাবে এবং কী কী আমলের মাধ্যমে আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে, দলিল-আদিল্লার মাধ্যমে খুব সুন্দরভাবে এখানে তুলে ধরেছেন লেখক শাইখ সালেহ আল মুনাজ্জিদ।

    ▪️ দ্বিতীয় অংশ :

    এ অংশের লেখক ইমাম ইবনু তাইমিয়া (রহি:)। এ অংশে লেখক ভালোবাসার অর্থ, ভালোবাসার স্তর, আল্লাহকে ভালোবাসার জরুরত শুরুতেই অল্প কথায় উল্লেখ করেছেন। এরপর বাকি অংশজুড়ে আলোচিত হয়েছে আল্লাহর প্রেমে হাবুডুবু খাওয়ার উপায় নিয়ে। কোন কোন কাজগুলো আমাদের ভেতর আল্লাহপ্রেম জাগিয়ে তুলবে, কোন কোন কাজের মাধ্যমে আমাদের হৃদয়ে জন্ম নেবে আল্লাহপ্রেমের ব্যাকুলতা, খুব সুন্দরভাবে এখানে তা তুলে ধরা হয়েছে।

    একদম শেষে রয়েছে অনুবাদক কর্তৃক সংযোজিত অংশটি। এখানে অনুবাদক একটি জরুরি প্রশ্নের উত্তর দিয়েছেন, যা হাজারো তরুণ-তরুণীর প্রশ্ন – “কাউকে পছন্দ হলে তাকে বিয়ে করার জন্য আল্লাহর কাছে দোয়া করা যাবে কি?”

    ▪️ বইটির প্রয়োজনীয়তা :

    বিষয়বস্তুর বিচারে বর্তমান জামানায় বইটির প্রয়োজনীয়তা অপরিসীম। এ বস্তুবাদী সমাজে আমরা ভোগবিলাসে ব্যস্ত। এ যান্ত্রিক সভ্যতায় আমরা আল্লাহদ্রোহিতায় মগ্ন। কেবল আল্লাহপ্রেমের মাধ্যমেই বান্দা পারে এ অবস্থান থেকে নিজেকে সরিয়ে আনতে। আল্লাহপ্রেমের আলো দিয়েই সম্ভব ‘আল সিরাত’ পার হওয়া। কেবল আল্লাহপ্রেমই আমাদেরকে দিতে পারে নাজাতের সুসংবাদ। তাই হৃদয়ে আল্লাহপ্রেম বাড়াতে অত্র বইটির প্রয়োজনীয়তা অনস্বীকার্য।

    ▪️ ভালোলাগার দিকগুলো :

    আশা করি বইটি আপনারও ভালো লাগবে। বিষয়বস্তুর বিচারে বইটি ভালো না লেগে উপায় নেই। অনুবাদও বেশ সরল ও প্রাঞ্জল। মাশা আল্লাহ। বাইন্ডিংও পোক্ত। পৃষ্ঠামানও বেশ ভালো। প্রচ্ছদ খুব বেশি ভালো না লাগলেও, মন্দ নয় একেবারে।

    ▪️ যা মন্দ লাগতে পারে :

    দারুণ এ বইটির কিছু কিছু দিক পাঠক হিসেবে আমার কাছে মন্দ লেগেছে। যেমন :

    • পুরো বইয়ে বানানবিভ্রাট তেমন একটা না থাকলেও, প্রচ্ছদেই বইয়ের নামের বানান ভুল! লেখা হয়েছে ‘ভালবাসতে শিখুন’। অথচ শুদ্ধটা হবে ‘ভালোবাসতে শিখুন’। প্রচ্ছদেই এমন একটা ভুল করা নিঃসন্দেহে দৃষ্টিকটু। তবে বইয়ের ভেতরে সব জায়গায় ‘ভালোবাসা’-ই লেখা হয়েছে।

    • সম্পাদক, প্রকাশক, অনুবাদক – কারো কোনো কথা নেই। বইটিকে কীভাবে সাজানো হলো, বইয়ের বিষয়বস্তু আসলে কী – এসব বিষয়ে প্রকাশকের অন্তত কলম ধরা উচিত ছিল।

    • একই বইয়ে দুই জায়গায় সূচিপত্র! প্রথম অংশের জন্য বইয়ের শুরুতে একবার সূচিপত্র দেওয়া হয়েছে, দ্বিতীয় অংশের জন্য আবার বইয়ের মাঝখানে সূচিপত্র দেওয়া হয়েছে। এটা মোটেও মানানসই হয়নি। বরং বইয়ের শুরুতেই দুই অংশের সূচিপত্র উল্লেখ করা যুক্তিযুক্ত ছিল।

    • বইটিতে লেখক দুইজন। লেখকের নাম লেখার সময় প্রথমে ইমাম ইবনু তাইমিয়ার নাম লেখা হয়েছে। কিন্তু তাঁর রিসালাহটি দেওয়া হলো বইয়ের শেষাংশে! তাছাড়া যুগ ও ইলমের বিচারে ইমাম ইবনু তাইমিয়া (রহি:)-এর রিসালাহটি বইয়ের প্রথমাংশে থাকাটাই উচিত ছিল।

    যাইহোক, টুকটাক এ ভুলগুলো বই পড়ার ক্ষেত্রে তেমন সমস্যা সৃষ্টি করে না। সুতরাং পাঠক বইটি কিনতেই পারেন নিশ্চিন্তে। আর প্রকাশকের কাছে অনুরোধ থাকবে পরবর্তীতে এ নেতিবাচক দিকগুলো ভেবে দেখার। [বি: দ্র: বইটির দ্বিতীয় সংস্করণ বের হয়েছে কী না, বের হলে এসব ব্যাপারগুলো সংশোধিত হয়েছে কী না, তা আমি জানি না। ]

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

ধন্যবাদ, আপনার প্রি-অর্ডারটি গ্রহণ করা হয়েছে।

আপনার যে কোন প্রশ্ন অথবা অর্ডারে কোন পরিবর্তনের জন্য ০১৮৪৪২১৮৯৪৪ নাম্বারে কল করুন ।