ইতিহাসবিদদের অধিকাংশই ইতিহাস বর্ণনা করেই ক্ষান্ত, কিন্তু ড. আলী মুহাম্মাদ সাল্লাবীর ব্যাপারে বললে বলতে হয়, তিনি হচ্ছেন ইতিহাস শিক্ষক! তাঁর কলমের প্রতিটি আঁচর শেখায় ইতিহাস, ধুলো-মলিন ইতিহাসের সেই পাতাগুলো থেকে তিনি তুলে আনতে জানেন অমূল্য সম্পদ, প্রমাণ করে দেখান কীভাবে ১৪শত বছরের ঘটনাগুলো এখনো অনুসরণে সর্বাধিক প্রাধান্য-যোগ্য; তাহলে ভাবুন এমন একজন ইতিহাসবিদের লেখনী থেকে সাহাবাদের জীবনী জানার স্বাদ কেমন হতে পারে? যিনি একবার তার লেখনী পড়েছে, প্রেমে পড়ে গেছে।
.
চার খলিফার একজন, উসমান ইবন আফফান (রদ্বি)। অনেকে এই নাম শুনলে বিলগেটসের মত বিলিয়নিয়ার ট্রিলিওনিয়ার ভাবেন। হ্যাঁ তিনি সেই সময়ের প্রথম সারির ধনীদের একজন ছিলেন। কিন্তু আসলে কি তিনি শুধু ধনী-ই ছিলেন? দুনিয়ার সাথে তার কেমন সম্পর্ক ছিল?
– মৃত্যুর শেষ সময়ে সকলের উদ্দেশ্যে বলেন, ‘আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়া দান করেছেন, যাতে এর দ্বারা আখিরাত কামনা করতে পারো। তিনি এজন্য দুনিয়া দেননি, চিরদিন তোমরা এখানেই থাকবে। নিশ্চয় দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। বাকি থেকে যাবে আখিরাত। এই ক্ষণস্থায়ী দুনিয়া যেন তোমাদের ধোঁকায় না ফেলে। আর চিরন্তন আখিরাত থেকে যেন তোমরা গাফেল না থাকো। চিরন্তনকে ক্ষয়মানের ওপর প্রাধান্য দাও। নিশ্চয় দুনিয়া শেষ হয়ে যাবে..’ – এই ছিল সেই সময়ের টপ বিলিয়নিয়ারের ব্যক্তিত্ব, দুনিয়ার সাথে তার সম্পর্ক। তার হাতে দুনিয়া ছিল, কিন্তু অন্তর ছিল দুনিয়াশূন্য। এটাই প্রকৃত যুহুদ। তিনি দুনিয়াকে মন থেকে ছুড়ে মেরেছন, ফলে দুনিয়া তার পায়ে এসে পড়েছে।
.
ড. আলী মুহাম্মাদ সাল্লাবির রচিত উসমান ইবন আফফান রাদ্বি এর জীবনী গ্রন্থ এবার কালান্তর প্রকাশনী থেকে। এক খণ্ডে সমাপ্ত।
Copyright © 2025 Seanpublication.com
আব্দুর রহমান –
উসমান ইবনে আফফান (রা:)। তিনি ছিলেন খোলাফায়ে রাশেদার মধ্যে তৃতীয় খলিফা। খোলাফায়ে রাশেদিন দের সম্পর্কে রাসূল (স:) বলেন, “তোমরা আমার সুন্নাত এবং খোলাফায়ে রাশেদীনের সুন্নাতকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে এবং উহার উপর প্রতিষ্ঠিত থাকবে”।
হযরত উসমান (রা:) ধর্ণাঢ্য পরিনারের হওয়া সত্ত্বেও অত্যন্ত সৎ, বিনয়ী ও দানশীল ছিলেন। তার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য ছিল কর্তব্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, সৎ চরিত্র, একাগ্রতা ইত্যাদি।
রাসূল (স:) এর সেই বিখ্যাত সাহাবী হযরত উসমান ইবনে আফফান (রা:) এর সুমহান জীবনী নিয়েই বিখ্যাত ঐতিহাসিক ড. আলি মুহাম্মদ সাল্লাবি রচনা করেছেন “আমিরুল মুমিনিন উসমান ইবনু আফফান (রা:)” বইটি। বইটি বাংলা অনুবাদ করেছেন অভিজ্ঞ অনুবাদক কাজী আবুল কালাম সিদ্দীক।
.
➤ সার-সংক্ষেপঃ-
পুরো বইটিকে লেখক ড. আলি মুহাম্মদ সাল্লাবি সর্বমোট ৭টি অধ্যায়ে বিভক্ত করে আলোচনা করা হয়েছে।
এর মধ্যে প্রথম অধ্যায়ে আলোচনা করা হয়েছে উসমান (রা:) নাম, উপাধি, বংশপরিক্রমা, ইসলাম গ্রহণ, রাসূল (স:) এর কন্যা রুকাইয়া এর সাথে বিবাহ, নবিজীর সাথে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ, হযরত আবুবকর ও উমর (রা:) এর খেলাফতকালে উসমান (রা:) এর অবদান ইত্যাদি সম্পর্কে।
দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে হযরত উসমান (রা:) খিলাফত, শাসন, চরিত্র, মহানুভবতা, বিচক্ষণতা, ন্যায়বিচার ইত্যাদি সম্পর্কে।
এভাবে পরবর্তী অধ্যায়গুলোতে ক্রমান্বয়ে আলোচনা করা হয়েছে-
উসমান (রা:) এর খিলাফতকালে অর্থ ও বিচারবিভাগ।
উসমান (রা:) এর যুগে বিজয় অভিযান।
উসমান (রা:) এর খিলাফতকালে রাজ্যব্যবস্থাপনা।
উসমান (রা) এর হত্যা সম্পর্কীয় ফিতনার কারণসমূহ।
তার হত্যাকান্ডের ব্যাপারে সাহাবায়ে কেরামের প্রতিক্রিয়া ইত্যাদি।
.
➤ বইটি কেন পড়বেনঃ-
১। আপনি যদি হযরত উসমান (রা:) এর সীরাত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অধ্যয়নের পাশাপাশি ব্যক্তি ও খলিফা উসমান (রা:) কে পরিপূর্ণভাবে অনুধাবন করতে চান তাহলে বইটি অবশ্যই পড়ুন। এখানে ড. আলি মুহাম্মদ সাল্লাবি তার জ্ঞানভাণ্ডার থেকে হযরত উমর (রা:) এর জীবনীর কেবল প্রয়োজনীয় ও শিক্ষণীয় বিষয়গুলোই তুলে ধরেছেন।
২। অন্যন্য গতানুগতিক সীরাতের চেয়ে উসমান (রা:) এর এই জীবনীর বিশেষত্ব সোজা ভাষায় ড. আলি মুহাম্মদ সাল্লাবি। আর সাল্লাবি যে বই লিখেন সেটা এমনিতেই মূল্যবান হয়ে ওঠে। তথ্য, তথ্যের বিশ্লেষণ, ইতিহাসের ভেতর থেকে শিক্ষণীয় বিষয়সমূহ তুলে আনা সবদিক দিয়েই সাল্লাবি অনন্য।
.
➤ ব্যক্তিগত অনূভুতিঃ-
সাহাবায়ে কেরামগণের জীবনী পড়তে বরাবরই ভালো লাগে। আর সেটা যদি হয় ইসলামের মহান খলিফা হযরত উসমান (রা:) এর জীবনী নিয়ে তাহলে তো কোন কথাই নেই। বইটি পড়তে গিয়ে কোন শব্দের কাঠিন্যতা পরিলক্ষিত হয়নি। বরং অনুবাদ বই হলেও বেশ সহজ ও সাবলীল ভাষায় লেখা বলেই মনে হয়েছে । পড়তে গিয়ে কোথাও বিরক্তবোধ কাজ করেনি । বরং নিজের অজান্তেই যেন হারিয়ে গিয়েছি উসমান (রা:) এর জীবনের অজানা ভুবনে।
এ বইটা যদি না পড়তাম তাহলে হয়তো উসমান ইবনে আফফান (রা:) এর ব্যাপারে অনেক কিছুই অজানা থেকে যেতো। বইটি পড়ার পর বুঝতে পেরেছি হযরত উসমান (রা:) ইসলামের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছেন এবং অসীম অবদানের জন্য অমর হয়ে আছেন।
সব মিলিয়ে বইটি খুবই ভালো এবং উপকারী। তাই সকল পাঠকের প্রতি অনুরোধ বইটি একবার হলেও পড়ুন।
.
➤ শেষ কথাঃ-
পরিশেষে বলতে চাই ড. আলি মুহাম্মদ সাল্লাবির লেখা উসমান (রা:) এর জীবনী সম্বলিত বইটি প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে পৌছে যাক। এমন সুন্দর একটি বই পাঠকের সমীপে উপস্থাপন করার জন্য আল্লাহ রাব্বুল আলামীন বইয়ের লেখক, অনুবাদক, প্রকাশক সহ সংশ্লিষ্ট সবাইকে কবুল করুন এবং ইসলামের জন্য আরও অধিক পরিমাণে কাজ করার তাওফিক দিন, আমিন।
.
➤ এক নজরে বই সম্পর্কেঃ-
বইয়ের নাম: আমিরুল মুমিনিন উসমান ইবনে আফফান (রা:)
লেখক : ড. আলি মুহাম্মদ সাল্লাবি
অনুবাদ : কাজী আবুল কালাম সিদ্দীক
প্রকাশনী : কালান্তর প্রকাশনী
ধরন : জীবনীগ্রন্থ
বইয়ের পৃষ্ঠা : ৬৭২
মুদ্রিত মূল্য: ৭০০ টাকা।