fbpx
উলামার মতানৈক্য
উলামার মতানৈক্য

উলামার মতানৈক্য

লেখক : মুহাম্মদ বিন সালিহ উসাইমিন
প্রকাশনী : তাওহীদ পাবলিকেশন্স
বিষয় : ইসলামী জ্ঞান চর্চা

25

You Save TK. 5 (17%)

উলামার মতানৈক্য

Share This Book:

ক্যাশ অন ডেলিভারী

৭ দিনের মধ্যে রিটার্ন

ডেলিভারী চার্জ ৬০ টাকা থেকে শুরু

Author

Author

মুহাম্মদ বিন সালিহ উসাইমিন

Reviews (1)

1 review for উলামার মতানৈক্য

  1. Mahbubul Islam Borshon

    বর্তমান সময়ের প্রেক্ষাপটে খুব সুন্দর একটি বই। বইটি আকারে ছোট হলেও এই সংক্ষিপ্ত পরিসরেই শায়েখ অনেক গুরুত্বপূর্ন কথা বলে ফেলেছেন। বর্তমান ফিতনার সময়ে যে কথাগুলোর মূল্য অনেক অনেক বেশি।
    মতভেদ আমাদের প্রাত্যহিক জীবনে এক অতি স্বাভাবিক বিষয়। মৌলিক ভাবে এক হলেও মূলত আমরা প্রত্যেকেই একেকজন আলাদা সত্ত্বা। স্বকীয় ব্যক্তি হিসেবে আমাদের প্রত্যেকেরই কিছু পছন্দ অপছন্দ রয়েছে। জীবনে চলার পথে তাই আমরা বিভিন্ন বিষয়ে একে অপরের সাথে মতভেদ করে থাকি। এর মধ্য দিয়েই মূলত জীবন সমাজ এগিয়ে চলে। জীবনের অন্যান্য বিষয়ের মতো শরীয়তের বিষয়াবলীতেও অনুরূপ দ্বিমত থাকা অস্বাভাবিক নয়, বরং তা স্বাভাবিক।তবে এই উম্মতের উপর আল্লাহর বড় একটি নেয়ামত যে, দ্বীনের মৌলিক বিষয়াদি এবং মূল উৎসগুলো নিয়ে তাদের মাঝে কোন মতভেদ নেই; বরং এমন কিছু বিষয়ে মতভেদ রয়েছে- যা মুসলিমদের প্রকৃত ঐক্যে আঘাত হানে না। আর সাধারণ এই মতভেদ হওয়াটাই স্বাভাবিক। দ্বীনের কিছু ক্ষেত্রে এই যে মতভেদ দেখতে পাওয়া যায় তা স্বাভাবিক হলেও এসব নিয়ে বাড়াবাড়ি করা, হক জানার পর তা প্রত্যাখ্যান করা বা তার দিকে প্রত্যাবর্তন না করা, বরং তা নিয়ে কলহ-বিবাদ, লাঠালাঠি, যুদ্ধ যুদ্ধ আবহ তৈরি করাটা স্বাভাবিক নয়। দুঃখজনক হলেও বর্তমানে আমরা এই অস্বাভাবিক ব্যাপারটাকেই স্বাভাবিক বানিয়ে ফেলেছি। ঐক্যের নামে অনৈক্যের পথকে খুলে দিচ্ছি। এই যে একটা স্বাভাবিক বিষয়কে আজ আমরা অস্বাভাবিক বানিয়ে ফেলেছি, শায়েখ উসায়মীনের মতে এর অন্যতম প্রধান কারণ হচ্ছে, বর্তমানে প্রচার মাধ্যমগুলোতে শরী‘আতের বিধিবিধানের প্রচার ও প্রসার ব্যাপক আকারে বেড়ে গেছে এবং একজনের কথার সাথে অন্যজনের কথার অমিল বিশৃংখলার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে; বরং অনেকের মাঝে সন্দেহের জন্ম দিয়েছে, বিশেষ করে সাধারণ জনগণ- যারা মতভেদের উৎস ও কারন সম্পর্কে জানে না। এই সন্দেহ আরো বেড়ে যাচ্ছে যখন তারা প্রকাশ্যে এক পক্ষের আলেমদের সাথে অপর পক্ষের আলেমদের ঝগড়া, একে অপরের নামে কটুক্তি করা দেখতে পাচ্ছে। স্বাভাবিক ভাবেই আলেমদের প্রতি সাধারন মানুষের যে আস্থার জায়গা তাতে ফাটল ধরছে।এমনকি মতভেদের গোলক-ধাঁধায় পড়ে অনেকেই উলামাদের প্রতি কটুক্তি পর্যন্ত প্রয়োগ করে থাকেন এবং এর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। সাধারন মানুষের মনে প্রশ্ন জাগছে, আমাদের আল্লাহ এক, নবী এক, কিতাব এক, কিবলাহ এক তবে এত মতভেদ কিসের ও কেন? কেন উলামাগন একমত নন? কেন এত মাযহাব ও দলাদলি? এরকম এক পরিস্থিতির মধ্যে বিষয়ের যথেষ্ট গুরুত্বের কথা ভেবে শায়েখ উসায়মীন রাহিমাহুল্লাহ তার এই ছোট্ট গ্রন্থে মূলত সাধারন মানুষের মনে উদিত এ সকল প্রশ্নের কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। জটিল কোন আলোচনা না করে সহজবোধ্য ভাষায় শায়েখ এই গ্রন্থে মানুষের বোঝার সুবিধার্থে উলামাদের মতানৈক্যের বিভিন্ন কারনের মধ্য থেকে প্রধান কিছু কারন উল্লেখ করেছেন এবং সেই সাথে এই বিষয়ে আমাদের কর্তব্য কি হবে সেই বিষয়ে কিছু দিক নির্দেশনা দিয়েছেন।
    মতভেদ পূর্বেও ছিলো কিন্তু বর্তমানের মতো নোংরা পরিবেশ কখনোই ছিলো না। উলামাদের প্রতি সাধারন মানুষের বেয়াদবি মূলক আচরন দিন দিন বেড়েই চলছে। সকলেই যেন এখন একেকজন মুজতাহিদ! এরকম এক প্রেক্ষাপটে বর্তমানে এই ধরনের বই বেশি বেশি পাঠ করা উচিত। আল্লাহ তা’আলা আমাদের সকলকে বুঝ দান করুক। সকল প্রকার বাড়াবাড়ি থেকে হেফাজত করুক।

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

ধন্যবাদ, আপনার প্রি-অর্ডারটি গ্রহণ করা হয়েছে।

আপনার যে কোন প্রশ্ন অথবা অর্ডারে কোন পরিবর্তনের জন্য ০১৮৪৪২১৮৯৪৪ নাম্বারে কল করুন ।