তারুণ্যের জোয়ার তাচ্ছিল্যের সাথে ছুড়ে ফেলতে চায় ছকবাঁধা জীবন। দুনিয়াকে উপভোগ করার উদাত্ত আহ্বানে জাহিলিয়াতের স্রোতে ভেসে বেড়ায় তারা। ভাসতে ভাসতে কেউ কেউ ডুবে যায় ব্যর্থতা ও হতাশার অতল গভীরে। কেউ বা গিয়ে পড়ে তরীহীন গভীর সমুদ্রে। ভেসে বেড়ায় দিকভ্রান্ত পথিকের মতন। তবে ক্ষতি যা হওয়ার, তা তো হয়েই যায়। লেখক চেষ্টা করেছেন সেই ক্ষতে একটুখানি ওষুধের প্রলেপ দিতে। অগ্নিকুণ্ডের লাভার দিকে ঝাঁকবেঁধে ছুটে চলা কিশোরী-তরুণীদের শাসনের সুরে লেখক বলতে চেয়েছেন—ওরে বোকা! ওটা আলো নয়, আগুন। ওখানে সুখ নেই কোনো, আছে দগ্ধ হওয়ার রসদ।
গদ্যে-পদ্যে-প্রবন্ধে অনবদ্য হয়ে উঠেছে বইখানি। আল্লাহর অবাধ্যতায় লিপ্ত থেকে হইহই করে জ্বলন্ত আগুনের দিকে ছুটতে থাকা একঝাঁক তরুণীকে তিনি ফেরাতে চেয়েছেন। লাগাম টানতে চেয়েছেন তাদের পদযাত্রায়। কখনো অনুযোগে, কখনো অনুরোধে, কখনো বা ধমকের সুরে।
বইয়ের প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য, প্রতিটি পৃষ্ঠা যেন একেকটা জীবন্ত সত্তা। তারা কথা বলতে পারে। জীবনের উদ্দেশ্য সম্পর্কে উদাসীন, দুনিয়ার মোহে বুঁদ হয়ে থাকা, নাচ-গান নিয়ে মত্ত, ছন্নছাড়া, উচ্ছৃঙ্খল তরুণীদের উদ্দেশ্যেই এই বইখানা লেখা। যতটা উচ্ছৃঙ্খলই সে হোক না কেন, এই বই তাকে দু-দণ্ড স্থির হয়ে বসে ভাবতে বাধ্য করবে। তার মধ্যে কিঞ্চিত পরিমাণে হলেও অনুশোচনাবোধ জাগ্রত করবে। তার চোখ দুটো সামান্য হলেও অশ্রুসিক্ত করবে, ইন শা আল্লাহ।
নাফিসা ইয়াসমিন –
দিনশেষে সোনালী প্রভাতের উজ্জ্বল কিরণ ক্রমশ ধূসর হয়ে রাতের আঁধারে মিলিয়ে যায়। রোদ ঝলমলে সূর্যটাকেও অস্ত যেতে হয় একসময়, আকাশের শেষ সীমানায় তার রক্তিম আভা ছড়িয়ে পড়ে।
ক্লান্ত বিকেলে পাখিরাও নীড়ে ফেরে খড়খুটো সংগ্রহ করে।
তারুণ্যের জোয়ারে ভাসতে ভাসতে আমাদের জীবনের কাফেলাটাও একদিন পৌঁছে যাবে তার শেষ গন্তব্যে।
অথচ ক্ষনিকের জীবনে যৌবনের উচ্ছ্বাস ও ঔদ্ধত্যে তাচ্ছিল্যের সাথে ছুড়ে ফেলতে চায় ছকবাঁধা জীবন। দুনিয়াকে উপভোগ করার উদাত্ত আহ্বানের নামে জাহিলিয়াতের স্রোতে ভেসে বেড়ায়।
আধুনিকতার নামে জাহেলিয়াতের রঙ্গমঞ্চ কেড়ে নিয়েছে নারীর ভূষণ।নারীর লজ্জাকে কেড়ে নিয়ে লজ্জা হীনতার বিজ্ঞাপনে ছেয়ে গেছে এই সভ্যতার অলিগলি।
ফেমিনিজমের রঙিন ফাঁদে গা ভাসিয়ে নব্য তরুণীরা প্রতিযোগিতা করে অশ্লীলতার, প্রসার ঘটায় লজ্জাহীনতার।
তরীহীন জীবন -সমুদ্রে দিকভ্রান্ত পথিকের মতো ভেসে বেড়ানো তরুণ প্রজন্মেকে পথের দিশা দেখাতে তুমি ফিরবে বলে বইটি লিখেছিলেন সুপ্রসিদ্ধ লেখক জাকারিয়া মাসুদ।
সম্প্রতি সেই বইয়েরই ফিমেল ভার্সন প্রকাশিত হয়েছে সাবিল প্রকাশনা থেকে।
“তুমি ফিরবে বলে ” বইয়ে অগ্নিকুণ্ডের লাভার দিকে ঝাঁকবেঁধে ছুটে চলা একদল কিশোরী-তরুণীদের শাসনের সুরে লেখক বলতে চেয়েছেন—ওরে বোকা! ওটা আলো নয়, আগুন। ওখানে সুখ নেই কোনো, আছে দগ্ধ হওয়ার রসদ!
বই-কথন
—————–
আলোচ্য বইটিতে চমকপ্রদ শিরোনামে বিভিন্ন অধ্যায়ে গদ্যে-পদ্যে ,কবিতা-প্রবন্ধে ছোট ছোট বাস্তব ঘটনার সামঞ্জস্যে বইটি অনবদ্য ও প্রাণবন্ত হয়ে উঠেছে।
লেখক বইটি কে ১৫ টি শিরোনামে বিভক্ত করেছেন যেগুলোর মধ্যে রয়েছে, “চাঁদের আভা ছড়িয়ে যাবে তোমার হৃদয়গগনে, এটার নামই জীবন, মৃত্যুকে তুমি সুন্দর করিয়াছ, তবুও অনেক দেরি হয়ে যাবে, তুমি ফিরবে বলে”! শর্ট পিডিএফে স্থান পেয়েছে, “ডুবিয়ে তরী ঝাঁপিয়ে পড়ি”, “খুলো তব হৃদয়নন্দনদ্বার”, “লজ্জা ঈমানের অঙ্গ “, “স্বাধীনতার সুখ”।
নারীবাদী চেতনার বিষাক্ত বুলি গায়ে চড়িয়ে নারীর ভূষণ কেড়েই ক্ষান্ত হয়নি, পশ্চিমাদের নগ্ন পুঁজিবাদী ব্যাবসায় নারীকে তারা পণ্যে পরিণত করেছে।মিথ্যা স্বাধীনতার সুখ খুঁজতে গিয়ে ফেমিনিজমের আঁধারে তলিয়ে গেছে নারীর সম্ভ্রম।
আল্লাহর অবাধ্যতায় লিপ্ত থেকে হইহই করে জ্বলন্ত জাহান্নামের আগুনের দিকে ছুটতে থাকা একঝাঁক তরুণীকে তিনি ফেরাতে চেয়েছেন। লাগাম টানতে চেয়েছেন তাদের পদযাত্রায়। কখনো অনুযোগে, কখনো অনুরোধে, কখনো বা ধমকের সুরে।
পাঠ্যানুভূতি
————————
“তুমি ফিরবে বলে” বইয়ের কথামালা স্মরণ করিয়ে দেয় আদম সন্তানের জীবন কোন ফড়িং এর জীবন নয়, জোনাকির জীবনও নয়।
বইটির তিটি শব্দে শব্দে মিশে আছে পথহারা তরুণীদের প্রতি ভালোবাসা মেশানো নববি দাওয়াত।
জীবনের উদ্দেশ্য সম্পর্কে উদাসীন, দুনিয়ার মোহে বুঁদ হয়ে থাকা, ছন্নছাড়া, উচ্ছৃঙ্খল তরুণী তথা তরুণ প্রজন্মের উদ্দেশ্যেই এই বইখানা।
বইটি রবের দিকে মানুষকে ফিরিয়ে আনার আকুতিভরা এক তীব্র মর্মস্পর্শী আখ্যান হতে চলেছে। আছে তাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করার আকুল আহ্বান।
আশা রাখা যায়, সর্বস্তরের মুমিনদের জন্য বইটি রিমাইন্ডার হয়ে উঠবে এবং গাফেল অন্তরে কিঞ্চিত পরিমাণে হলেও অনুশোচনাবোধ জাগ্রত করবে।
বইটির গুরুত্ব
——————–
নারীদের মূল্য কতখানি তা আজ আধুনিকাদের অন্তরে উপলব্ধি হয়না। নারী স্বাধীনতার নামে পুঁজিবাদী সমাজের কাছছ সস্তা পণ্যের ন্যায় নিজেকে বিলিয়ে দেয়। ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যারা জাহেলিয়াতের স্রোতে গা ভাসিয়ে দেওয়া নারীদের জন্য এই বইটির পঠন পাঠ জরুরি তেমনি সদ্য দ্বীনে ফেরা নারীদের জন্য একটি সেল্ফ রিমাইন্ডার নিঃসন্দেহে। বইটির অধ্যায়ন নারীদের ঘুমন্ত হৃদয় কে জাগ্রত করবে।
একনজরে বই পরিচিতিঃ
বই : তুমি ফিরবে বলে (বোনদের জন্যে)
লেখক : জাকারিয়া মাসুদ ( Jakaria Masud)
শারঈ সম্পাদক : হাফিজ আল মুনাদী
প্রকাশনী : সাবিল পাবলিকেশন
গায়ের দাম : ২৬৫৳
পৃষ্ঠা সংখ্যা : ১৯০
বাইন্ডিং : পেপার বাঁধাই
বইয়ের সংক্ষিপ্ত বিবরণ : মোটিভেশনাল
গ্রুপ: IQRA (Book Review & Discussion)
প্রকাশনী: Sabil Publication