fbpx
দ্য বন্ড অব ফেইথ (দৃঢ় করো ঈমানী বন্ধন)
দ্য বন্ড অব ফেইথ (দৃঢ় করো ঈমানী বন্ধন)

দ্য বন্ড অব ফেইথ (দৃঢ় করো ঈমানী বন্ধন)

লেখক : মুসআদ হুসাইন মুহাম্মাদ
প্রকাশনী : আয়ান প্রকাশন
বিষয় : ঈমান আক্বিদা ও বিশ্বাস
অনুবাদক : আহলুল্লাহ মুনীব
পৃষ্ঠা : 112, কভার : পেপার ব্যাক
ভাষা : বাংলা

128

You Save TK. 92 (42%)

দ্য বন্ড অব ফেইথ (দৃঢ় করো ঈমানী বন্ধন)

Share This Book:

ক্যাশ অন ডেলিভারী

৭ দিনের মধ্যে রিটার্ন

ডেলিভারী চার্জ ৬০ টাকা থেকে শুরু

Description
ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব। হৃদ্যতা ও ভালোবাসা। আমাদের যাপিত জীবনের চেনা কিছু শব্দ। পরিচিত কিছু বন্ধন। যে বন্ধনগুলো মিলে গড়ে ওঠেছে জীবনের বলয়। এর মাঝেই ফিরছি অহর্নিশ। চেতনে অবচেতনে গড়ে ওঠছে আমাদের বন্ধুত্ব। গড়ে ওঠছে হৃদ্যতা। ভালোবাসা। সজ্জন কুজন-সবার সঙ্গে। ফলে যা হবার, হচ্ছে তাই। ভাগ্যচক্রে দ্বীপান্বিত হচ্ছে কারো চেতনালোক, কেউবা হারিয়ে যাচ্ছে অন্ধকার জগতে। ভ্রান্তির সাগরে।
জীবনে চলার পথে নানাজনের সাথে পরিচয় হয়। কারো সাথে পরিচয় ক্ষণিকের আবার কারো সাথে জন্ম থেকে মৃত্যু অবধি। মানুষের মেধা-মনন, চিন্তা-চেতনা, বোধ-উপলব্ধি বিনির্মাণে রয়েছে পরিচয় ও বন্ধনের গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই ইসলাম এ ব্যাপারে যথাযথ গুরুত্বারোপ করেছে। ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের ক্ষেত্রে ইসলামের আছে কিছু নীতিমালা আছে কিছু দিকনির্দেশনা। তাছাড়া এ প্রসঙ্গে সাহাবি ও মণীষীদের জীবনের মুগ্ধকর বহু ছবি ছড়িয়ে আছে ইতিহাসের পাতায় পাতায়। যাদের পথনির্দেশের আলোকবর্তিকা আমাদের চলার পথকে করবে মসৃণ ও কুসুমাস্তীর্ন। এসব নিয়েই দ্যা বন্ড অফ ফেইথ। বইটি পাঠকের সামনে একজন মুসলিমের ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের সুসজ্জিত রূপ তুলে ধরবে-এই আমাদের বিশ্বাস।
Author

Author

 মুসআদ হুসাইন মুহাম্মাদ

Reviews (5)

5 reviews for দ্য বন্ড অব ফেইথ (দৃঢ় করো ঈমানী বন্ধন)

  1. Amit Hasan

    ■ বই রিভিউ- দ্য বন্ড অব ফেইথ (দৃঢ় করো ঈমানী বন্ধন)️

    ■ শুরুর কথা-

    দুনিয়াবী জীবনে বিভিন্ন তাগিদে আমাদের একে অন্যের সংস্পর্শে আসতে হতে হয় এটি সৃষ্টিশীল প্রক্রিয়া। ভালো মানুষের সংস্পর্শে আসলে আমরা যেরকম ভালোর দ্বারা প্রভাবিত হই ঠিক তেমনি খারাপ মানুষের সংস্পর্শে আসলে তাদের মন্দ দিকগুলো আমাদেরকে প্রভাবিত করে। ইসলামি দৃষ্টিতে অবশ্যই মন্দ কাজ পরিতাজ্য। তাই আমাদের উচিত এমন মানুষদের সংস্পর্শে আসা যাদের নিজেদের জীবন ইসলামী ধারায় আলোকিত। আর তাদের সংস্পর্শে আমরাও যেন তাদের আলোকচ্ছটায় নিজেদের জীবনকে আল্লাহর রঙে রাঙাতে পারি। কিভাবে আমরা আমাদের জীবনের পারস্পরিক সম্পর্ক বা বন্ধন গুলোকে শক্তিশালী করবো? কিভাবে আমরা আল্লাহর সাথে সম্পর্ক উন্নয়ন করবো? সম্পর্ক বা বন্ধনকে দৃঢ় করতে কোন গুণগুলো ধারণ করা প্রয়োজন? কোন গুলো বর্জনীয়; তারই জানান দেবে আলোচ্য বই “দ্য বন্ড অব ফেইথ (দৃঢ় করো ঈমানী বন্ধন )”

    ■ বইটিতে যা যা আছে-

    বইটি আকর্ষণীয় ২৯ টি অধ্যায়ে সুসজ্জিত। বইটিতে আমাদের প্রাত্যহিক জীবনে আল্লাহ ও মানুষের সাথে বন্ধন গঠনে যে মানবীয় গুণগুলো একজন মুসলিমের মাঝে থাকা উচিত। যেমন- বিশ্বস্ততা, ভ্রাতৃত্ব,বন্ধুত্ব, সুন্দর চরিত্র, সত্যবাদিতা ইত্যাদি গুণগুলোকে কুরআন হাদিসের আলোকে, কিছু আকর্ষনীয় গল্পের আলোকে আলোকপাত করা হয়েছে। এই গুণগুলোর প্রয়োজনীয়তা, গুরুত্ব এবং এই গুণগুলো অর্জনে আমাদের করণীয়সমূহ আলোকপাত করা হয়েছে।

    ■ পাঠ পরবর্তী পর্যালোচনা-

    বইটির প্রতিটি আলোচনাই কুরআন ও সুন্নাহকে ধারণ করে এবং সেগুলোর যথাযথ রেফারেন্স সহিত আলোচনা করা হয়েছে। অনুবাদ সুখপাঠ্য মনে হয়েছে।

    ■ বইটি কেন পড়া উচিত-

    একজন মানুষের জীবনে ইসলামের সূচনা হয় ঈমান তথা বিশ্বাস আনয়ন করার মাধ্যমে। আর সেই বিশ্বাস হতে হয় দৃঢ়তাপূর্ণ যা তাকে এমন এক জীবনব্যবস্থার দিকে ধাবিত করে সেই জীবনবিধান ওহীর নূর দ্বারা পরিপূর্ণ। আর সেই ওহীর নূরের আলোকচ্ছটায় যে আলোকিত হয় সেই মানবাত্না লাভ করে এমন সব মানবীয় গুণ যা তার ঈমানকে যেমন মজবুত করে তেমন তার প্রভাবে প্রভাবিত হয় পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র। যার প্রভাব হয় সুদূরপ্রসারী। এমনই কিছু মানবীয় গুণাবলীর কথা, সেগুলো কিভাবে পূর্ণতা পাবে, কিভাবে আমাদের সামাজিক বন্ধন গুলো আরো সুদৃঢ় ও মজবুত হবে তার কথা জানান দেবে আলোচ্য বইটি। এই বিষয়গুলো জানতে বইটি পাঠ করা আবশ্যক বলে মনে করি।

    ■ শেষ কথা-

    বর্তমান মুসলিম সম্প্রদায় অন্ধকারে নিমজ্জিত তারা তাদের পথের দিশা হারিয়ে আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য বাদ দিয়ে দুনিয়াবী সফলতার জন্য আল্লাহর বিরুদ্ধ শক্তি ঘোর ইসলামের শত্রু গুলোর সাথে সম্পর্ক স্থাপন করছে যা মোটেও কাম্য নয়। এই বইটি আশা করি প্রতিটি মুসলিম ব্যক্তিকে চিন্তার খোরাক জোগাবে কাদের সাথে সম্পর্ক উন্নয়ন করা উচিত এবং কাদের সাথে সম্পর্ক ছিন্ন করা প্রয়োজন।

    ■ এক নজরে বই-

    ~বই- দ্য বন্ড অব ফেইথ (দৃঢ় করো ঈমানী বন্ধন)️
    ~মূল- মুসআদ হুসাইন মুহাম্মাদ
    ~অনুবাদ- আহলুল্লাহ মুনীব
    ~সম্পাদনা- হামদুল্লাহ লাবীব
    ~মুদ্রিত মূল্য- ২২০৳
    ~পৃষ্ঠা সংখ্যা- ১১২
    ~বাইন্ডিং- পেপারব্যাক
    ~প্রকাশনায়: আয়ান প্রকাশন

  2. Muhammad Rashed Ahmad

    বই : দ্য বন্ড অফেইথ (দৃঢ় করো ঈমানি বন্ধন)
    লেখক : মুসআদ হুসাইন মুহাম্মাদ

    ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব :
    ___________________

    ধরিত্রীতে বেঁচে থাকার জন্য মানুষের যেমন খাদ্য, বস্ত্র ও বাসস্থান প্রয়োজন, তেমনি সমাজে বসবাস করার জন্য প্রয়োজন মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য ও সম্প্রীতির। কেননা মানুষ সামাজিক জীব; সমাজবদ্ধ হয়ে চলা মানুষের সহজাত প্রবৃত্তি। আর মানুষের স্বভাব-প্রকৃতিই এমন যে, কোনো মানুষ একাকী থাকতে চায় না। সমাজের অন্য সবার সঙ্গে প্রীতির মেলবন্ধনে জড়িয়ে থাকতে আগ্রহী। এই পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য ও সম্প্রীতির মায়াজাল মানুষের মধ্যে বন্ধুত্বের আবহ সৃষ্টি করে।

    ইসলাম সম্পূর্ণ জীবনব্যবস্থার নাম। এখানে বন্ধু হিসেবে আমি-আপনি কাকে গ্রহণ করব–সে বিষয়েও দিক নির্দেশনা বিদ্যমান। আল্লাহপাক পবিত্র কুরআনুল কারিমে বলেন, ‘মুমিনগণ যেন অন্য মুমিনকে ছেড়ে কোনো কাফেরকে বন্ধুরূপে গ্রহণ না করে। যারা এরূপ করবে,তাদের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না।’- সুরা ইমরান :২৮

    আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘মানুষ তার বন্ধুর ধর্ম (স্বভাব-চরিত্র) দ্বারা প্রভাবিত। সুতরাং সে কার সঙ্গে বন্ধুত্ব করছে তা যেন অবশ্যই যাচাই করে নেয়।
    – মুসনাদে আহমাদ, তিরমিজি।
    হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি (রহ.) বলেছেন,
    ‘যার সঙ্গে বন্ধুত্ব করবে তার মধ্যে পাঁচটি গুণ থাকা চাই। তা হলো-‘বুদ্ধিমত্তা ও সৎ স্বভাবের অধিকারী হওয়া এবং পাপাচারী, বেদআতি ও দুনিয়াসক্ত না হওয়া।’

    পাঠ অনুভূতি :
    ____________
    আমাদের এখন বন্ধুর অভাব নেই। বিশেষ করে তরুণ প্রজন্ম এ দিকটায় সবচেয়ে বেশি এগিয়ে। তবে বন্ধু নির্বাচনে আমরা অনেকেই ভুল করে বসি, আর সেই ভুলের মাশুল সারাজীবন বয়ে বেড়াতে হয়। মাদক থেকে শুরু করে কঠিন কঠিন বদঅভ্যাসে লিপ্ত হয়ে যাই এই বন্ধুদের সাথে চলতে গিয়ে। যতক্ষণ ভালোবাসা থাকে ততক্ষণ তার প্রিয়পাত্র হয়ে পাশে থাকি; যেই কিনা স্বার্থে আঘাত লাগে—তখন সে বন্ধুকে হত্যা করতেও দ্বিধাবোধ করি না। আফসোস! আজ যদি বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে ইসলামের দিকনির্দেশনা অনুসরণ করতাম, তাহলে এই সমাজ ও রাষ্ট্রের চেহারা এরকম হতো না।

    আয়ান প্রকাশন থেকে প্রকাশিতব্য বই ‘দ্য বন্ড অব ফেইথ’ বইটির শর্ট পিডিএফ আমি পড়েছি। বইটিতে লেখক বন্ধু নির্বাচন, বন্ধুর হক আদায় করা, আল্লাহর জন্য করা বন্ধুত্বের শর্ত ও ভিত্তি, ইসলামে ভ্রাতৃত্ববন্ধনের উপকারিতা, সততা ও বিশ্বস্ততার পরিচয় দেওয়া, প্রয়োজন পূরণে এগিয়ে থাকা,
    তার ভুলগুলো ক্ষমা করা এবং তার জন্য দুআ করা ইত্যাদি বিষয়গুলোর ওপর বিস্তারিত আলোচনা করেছেন। বইটি পড়ার মাধ্যমে আমরা বন্ধুর হক, তার সাথে আচরণ কেমন হওয়া চাই এবং কোন কোন বন্ধু আমার জীবনকে ফুলের মতো সুবাসিত করে তুলবে তাদের পরিচয় খুঁজে পাবো। জানতে পারব, ভ্রাতৃত্বের এই মধুর সম্পর্ক বজায় রাখার জন্য কুরআন-হাদিসে কী কী আদেশ আমাদের দেওয়া দিয়েছে।
    আল্লাহপাক বইটির সঙ্গে সকলকে উত্তম প্রতিদান দান করুন। আমিন।

  3. Shahidul Islam

    বই রিভিউ : দ্যা বন্ড অব ফেইথ (দৃঢ় করো ঈমানী বন্ধন)
    লেখক : মুসআদ হুসাইন মুহাম্মাদ

    ✍️ প্রাককথন:
    সুন্দর চরিত্র একজন মানুষের ব্যক্তিত্ব ফুটিয়ে তোলে। সুন্দর চরিত্রের একজন মানুষ সমাজের সর্বত্র গ্রহণযোগ্যতা পায়, সম্মানিত হয়। অন্যদিকে যার চরিত্র সুন্দর নয় সে সমাজের সর্বত্র অপমানিত, লাঞ্ছিত-বঞ্ছিত হয়, সমাজের মানুষ তাকে ঘৃণার চোখে দেখে। এইজন্য ইসলাম আমাদেরকে সুন্দর চরিত্র গঠনের প্রতি অত্যন্ত গুরুত্বারোপ করেছে। আর সুন্দর চরিত্র গঠিত হয় সততা, আমানতদারিতা, বিশ্বস্ততা, খোদাভীতি, সৎ সঙ্গ ইত্যাদি গুণের সমন্বয়ে।
    আয়ান প্রকাশন থেকে প্রকাশিত ‘দ্যা বন্ড অব ফেইথ’ বইটি আমাদেরকে এসব গুণের সাথে পরিচয় করিয়ে দিবে এবং সুন্দর চরিত্র গঠনের উপায় বাতলে দিবে ইনশাআল্লাহ।

    📗 বইয়ের বিষয়বস্তু:
    বইটিতে কুরআন-সুন্নাহর আলোকে মোট ৩০ শিরোনামে সুন্দর চরিত্র গঠনের উপায়, সুন্দর চরিত্র গঠনের জন্য প্রয়োজনীয় গুণাবলী এবং করণীয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। বইটি আমাদের বর্তমান অধঃপতিত সমাজকে নৈতিক অধঃপতন থেকে ইসলামের সুশীতল ছায়ায় ফিরিয়ে আনতে সক্ষম হবে বলে আশা করছি।

    📗 বইয়ের বৈশিষ্ট্য:
    ✅ কুরআন-সুন্নাহর আলোকে সুন্দর চরিত্র গঠনের প্রতি গুরুত্বারোপ ও সুন্দর চরিত্রের তাৎপর্য বর্ণনা।
    ✅ সুন্দর চরিত্রের প্রয়োজনীয়তা, ফজিলত বিস্তারিত ও সুস্পষ্ট ভাবে বর্ণনা।
    ✅ আকর্ষণীয় প্রচ্ছদ, সাবলীল অনুবাদ, সুন্দর অলঙ্করণ।
    ✅ সুন্দর চরিত্র ও আচরণের ব্যাপারে সালাফদের বক্তব্য সংযোজন ইত্যাদি।

    📗 বইয়ের অন্দরহমল:
    লেখক সুন্দর চরিত্রের প্রয়োজনীয়তা ফুটিয়ে তুলতে বইটিকে যেভাবে সাজিয়েছেন-
    * সুন্দর চরিত্র : কুরআনের বাণী
    * সুন্দর চরিত্র : নবীজীর বাণী
    * বন্ধু নির্বাচন
    * বিশ্বস্ততার প্রতিদান
    * বিশ্বস্ততার মূল্য
    * সত্যবাদী হও
    * ভুলগুলো ক্ষমা করো
    * ভ্রাতৃত্বের শিষ্টাচার ইত্যাদি।

    📗 বইটি কেন পড়তে হবে:
    রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, “আল্লাহ ভীতি ও উত্তম চরিত্র মানুষকে বেশি পরিমাণে জান্নাতে নিয়ে যাবে”।
    উত্তম চরিত্র একজন মানুষ, একটি সমাজ, একটি দেশ এককথায় পুরো পৃথিবীর জন্য অপরিহার্য একটি বিষয়। উত্তম চরিত্রের কারণেই সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়, মানুষ সুখে-শান্তিতে বসবাস করে। আর তাই দুনিয়াবি ও পরকালীন সফলতার জন্য উত্তম চরিত্র, সুন্দর চরিত্রের বিকল্প নেই। এক্ষেত্রে আমাদের দুনিয়া ও পরকালে মুক্তির জন্য আয়ান প্রকাশন থেকে প্রকাশিত ‘দ্যা বন্ড অব ফেইথ’ বইটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ।

    📗 একনজরে বই পরিচিতি:
    নাম : দ্যা বন্ড অব ফেইথ
    লেখক : মুসআদ হুসাইন মুহাম্মাদ
    অনুবাদ : আহলুল্লাহ মুনীব
    সম্পাদনা : হামদুল্লাহ লাবীব
    প্রকাশক : আয়ান প্রকাশন
    পৃষ্ঠা সংখ্যা : ১১২
    মুদ্রিত মূল্য : ২২০৳
    বাঁধাই : পেপারব্যাক
    আল্লাহ তায়ালা বইটিকে কবুল করুন এবং এর সাথে সংশ্লিষ্ট সবাইকে উত্তম প্রতিদান দিন।

  4. সিরাজাম বিনতে কামাল

    ❝সৎ সঙ্গী ও অসৎ সঙ্গীর দৃষ্টান্ত সুগন্ধি বিক্রেতা ও হাপরে ফুতকারকারী ব্যক্তির ন্যায়। সুগন্ধি বিক্রেতা হয়তো তোমাকে কিছু সুগন্ধি দিবে বা তুমি তার কাছ থেকে সুগন্ধি ক্রয় করবে কিংবা তুমি তার কাছ থেকে উত্তম ঘ্রাণ পাবে। আর হাপরে ফুতকারকারী হয়ত সে তোমার কাপড়কে জ্বালিয়ে দেবে অথবা তুমি তার কাছ থেকে পাবে দুর্গন্ধ।❞ [ বুখারী: ২৫৫৩৩]

    .
    🔸 অবতরণিকা:
    __________________ মানুষ তার সাথীর দ্বারাই প্রভাবিত হয়। কথায় আছে, ❝সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ❞ একদমই ঠিক তাই। আমরা প্রভাবিত হই, আমাদের বন্ধুদের দ্বারা, চারপাশের পরিবেশের দ্বারা। যদি আমার সাথী ভালো হয় আমিও ভালো কাজ করব, ভালো কাজ করার চেষ্টা করব, ভালো উপদেশ পাবো, ভালো চিন্তা করতে পারব। আর যদি আমার সাথী বিপরীত চরিত্রের হয় তো আমি নিজ চেষ্টায় যতই ভালো থাকার চেষ্টা করি না কেনো! একসময় ঠিকই বিপরীত রাস্তায় চলতে শুরু করবো।

    তো কেমন হবে একজন মুসলিমের বন্ধু, কেমন হবে তার বন্ধুত্ব, আর কিভাবে টিকিয়ে রাখব সেই সম্পর্ক! আদ্দোপান্ত্য নিয়ে আয়ান প্রকাশনের এবারের বই “দ্য বন্ড অব ফেইথ”।
    .
    🔸বই পর্যালোচনা:
    _____________________ বন্ধু নির্বাচন বলতেও কি কিছু আছে? কিভাবে করব বন্ধু নির্বাচন! আর বন্ধুত্ব করার উদ্দেশ্য কী? এই প্রশ্নগুলো কখনো কি মনে এসেছে? হয়তো হ্যাঁ, হয়তো বা না।

    তবে এবার ঠিকই ভাবতে হবে আমাদের বন্ধুত্ব নিয়ে, ভাবতে হবে কিভাবে আমাদের বন্ধুতের সম্পর্ক একটা আর্দশ সম্পর্কে গড়ে উঠবে। আর কিভাবে বন্ধুত্ব আমাদের জন্য উপকারী হবে দুনিয়া ও আখিরাত উভয় সময়ে।

    “দ্য বন্ড অব ফেইথ” প্রকাশিতব্য এই বইটিতে আলোচিত হয়েছে:

    > বন্ধু নির্বাচন কী, কেনো বন্ধু নির্বাচন করবো!
    > আল্লাহর জন্য বন্ধুত্ব
    > মুসলিমের বন্ধুত্ব কেমন হওয়া উচিত
    > মুসলিমের বন্ধু কারা
    > বন্ধুদের সাথে মুসলিমের আচরণ
    > একজন প্রকৃত বন্ধুর গুণাবলি
    > ভ্রাতৃত্বের দাবি, শর্ত, ভিত্তি, উপকারিতা
    > সততা বিশ্বস্ততা দ্বারা বন্ধুত্বের বন্ধন দৃঢ় হয়
    > বন্ধুত্বের হক, বন্ধুর প্রতি দায়িত্ব ও কর্তব্য
    > বিশ্বস্ততার প্রতিদান
    > কৃত্রিমতা পরিহারের গুরুত্ব
    > কুরআন ও হাদীসে উল্লিখিত বন্ধুতের সংঙ্গা ও কিছু দৃষ্টান্তসহ অত্যন্ত প্রয়োজনীয় আমাদের অজানা আরো অনেক বিষয়।

    বইটির সূচিপত্রে দৃষ্টিপাত করলে তা সহজেই অনুমেয়।

    .
    🔸পাঠ্যানুভূতি:
    _____________ মুসআদ হুসাইন মুহাম্মদ এর লেখা “দ্য বন্ড অব ফেইথ” বইটি আয়ান প্রকাশন ২৯টি অধ্যায়ে সুশৃঙ্খলভাবে সাজিয়েছেন।

    আমার মনে হয়েছে, বইটি টিনেজদের জন্য বা উঠতি বয়সীদের জন্য বেশি উপকারী হবে। কারণ, এই বয়সটাতেই সাধারণত আমরা বন্ধুত্ব গড়ে তুলি। নানা মানুষের সাথে পরিচয় হয়। এই বয়সেই আমাদের চিন্তাভাবনার গন্ডিটাও ছোট হয়। আর সমাজে আমাদের এক ধাপ এগিয়ে চলা শুরু হয় এ’বয়সেই।

    তো আমার মনে হয়েছে, এই বইটা এই বয়সীদের জন্য একটা গাইডলাইন হিসেবে কাজ করবে। ইন শা আল্লাহ!

    আর আমাদের যাদের বন্ধুত্ব হয়ে গেছে বা বন্ধু রয়েছে, আমাদের বন্ধুত্ব নিয়েও ভাবার সময় এসেছে। বন্ধুত্বের শক্তি দিয়ে গোটা সমাজ বদলানোর প্র‍য়াস নেওয়ার সময় এসেছে।

    .
    🔸বইটি কাদের জন্য:
    ______________________ বইটি কাদের জন্য আলাদা করে বলার অপেক্ষা রাখে না। বইটি আমাদের সকলের জন্য, মুসলিমদের জন্য। আর যারা বন্ধুত্বকে অর্থবহ করে তুলতে চায়, বন্ধুত্বের শক্তি দিয়ে গোটা সমাজ বদলে দিতে চায়, বন্ধুত্বকে জান্নাত অবধি চায় তাদের জন্য বইটি অবশ্য পাঠ্য বলেই বলব আমি।

    .
    🔸যবনিকাপাত:
    __________________ ঈমান দৃঢ় করতে, সিরাত্বাল মুস্তাকিমের পথে চলতে, নবীর (সা:) সুন্নাহ মানার ক্ষেত্রে উম্মাহর এই দুর্দিনে সাথে একজন বন্ধু থাকলে খুবই ভালো হয়। যে বন্ধু আমাদের জন্য রিমাইন্ডার হিসেবে কাজ করবে। যে বন্ধু ভুল আর ঠিক বুঝিয়ে দিবে, হক্বের পথে ডাকবে।এরকম বন্ধুত্ব কে না চায়!

    একদিন মুহতারমা মাজিদা রিফা (মহানবী বইয়ের লেখিকা) আপুর একটা স্ট্যাটাস পড়েছিলাম। সবকিছু ভুলে গেলেও একটা লাইন হৃদয়ে গেঁথে গিয়েছে। ❝দ্বীনি বোনেরা ঈমানের অক্সিজেন।❞ ঠিক তাই, যখন নড়বড়ে ঈমান নিয়ে ফেসবুকে আসি তখন ফেসবুক ফ্রেন্ড অর্থাৎ দ্বীনি বোনদের নানা নসীহাহ, উপদেশ, অনুপ্রেরণামূলক কথা রিমাইন্ডার হিসেবে কাজ করে। ঈমান আরো দৃঢ় হয়। আমল করার উৎসাহ জাগে। আলহামদুলিল্লাহ!

    তো “দ্য বন্ড অব ফেইথ” প্রাঞ্জল ভাষায় গোছানো এই বইটি আমাদের জন্য কতটা সহায়ক হবে তা বুঝাই যাচ্ছে। বইটি পাঠক সমাদৃত হবে বলেই আমার বিশ্বাস। ইন শা আল্লাহ!

    ❝বন্ধুবর্গ সেদিন একে অপরের শত্রু হবে, তবে খোদাভীরুরা নয়।❞ [সূরা যুখরুফ: ৬৭]

    আমাদের বন্ধু আমাদের নাজাতের উছিলা হোক। বন্ধুত্ব স্থায়ী হোক চিরকাল। আমীন।

  5. নাফিসা ইয়াসমিন

    ভ্রাতৃত্ব- বন্ধুত্ব জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ।এই নামের মাঝে যুক্তবর্ণগুলো যেন ভালোবাসার অটুট বন্ধনেরই প্রতিফলন। জীবনের চড়াই উতরাইয়ে দেখা মেলে নানা জনের, তন্মধ্যে কিছু জনের সাথে গড়ে ওঠে হৃদ্যতা, আবদ্ধ হ‌ই ভালোবাসার নিবিড় বন্ধনে। এই বন্ধুত্বের বলয়ে কিছু মানুষের সাথে হয় ক্ষনিকের আলাপন আবার কিছু সখ্যতা থেকে যায় আমরণ।
    মানুষের মেধা-মনন, চিন্তা-চেতনা, বোধ-উপলব্ধিতে ছাপ ফেলে আমাদের এই সম্পর্ক গুলো। শুধু তাই নয়, মানুষের আচার ব্যবহার, আখলাক গঠন, ঈমানের পরিচর্যার ক্ষেত্রেও জীবন পথের সঙ্গী সাথীদের গুরুত্ব অপরিসীম।

    তাই ইসলাম বন্ধুত্ব নির্বাচনে যথাযথ গুরুত্বারোপ করে এবং ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের ক্ষেত্রে ইসলামের আছে কিছু নীতিমালা আছে কিছু দিকনির্দেশনা।
    সম্প্রীতি, সৌহার্দ্য ও সহানুভূতির ক্ষেত্রে মুমিনদের দৃষ্টান্ত এক দেহের ন্যায়, যার একটি অঙ্গ অসুস্থ হলে গোটা দেহ জ¦র ও অনিদ্রায় আক্রান্ত হয়। (-সহীহ বুখারী,সহীহ মুসলিম)।
    ইসলামের সুমহান আদর্শের মধ্যে পড়ে একমাত্র আল্লাহর জন্য অপর মুমিনকে ভালোবাসা এবং আল্লাহর জন্য সঙ্গ ত্যাগ করা।
    আমরা চলার পথে কেমন বন্ধুত্ব নির্বাচন করবো, আল্লাহর জন্য ভ্রাতৃত্বের দাবী কিরূপ হ‌ওয়া উচিত, কোন গুণাবলীর‌‌ দ্বারা পারস্পরিক সম্পর্কের ভীত মজবুত করবো, সর্বোপরি বন্ধু নির্বাচনের‌মাদ্যমে আল্লাহর সান্নিধ্য লাভের সুষ্পষ্ট দিক নির্দেশিকা দিতে আয়ান প্রকাশনার এই বারের অনন্য প্রয়াস “দ্য বন্ড অব ফেইথ (দৃঢ় করো ঈমানী বন্ধন )” ব‌ইটি।

    রিভিউ কথন
    ——————–
    ব‌ইটির বিষয়বস্তু সজ্জিত হয়েছে প্রায় ২৯ টি অধ্যায়ে বিভিন্ন শিরোনামে।
    🍂সূচিপত্র থেকে একঝলক দেখে নেওয়া যাক🍂
    📚সুন্দর চরিত্র : কুরআনের বাণী
    📚 সুন্দর চরিত্র : নবীজীর বাণী
    📚 বন্ধু নির্বাচন
    📚 আল্লাহর জন্য বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের শর্ত
    📚আল্লাহর জন্য বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের ভিত্তি
    📚আল্লাহর জন্য ভ্রাতৃত্ব ও ভালোবাসার কিছু দাবি
    📚 প্রয়োজন পূরণে অন্যকে প্রাধান্য দাও
    📚বিশ্বস্ততার প্রতিদান
    📚 বিশ্বস্ততার মূল্য
    📚সত্যবাদী হও
    📚সততা: কুরআন ও হাদীসের বাণী
    📚নবিজিবন: সততার অনুপম প্রকাশ
    📚ভুলগুলো ক্ষমা করো
    📚ভ্রাতৃত্বের শিষ্টাচার
    📚 তোমার ভাইয়ের অধিকার
    📚 কৃত্রিমতা পরিহার করো
    📚আল্লাহর জন্য বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের উপকারিতা

    পাঠ্যসূচি থেকে সহজেই অনুমেয় বইটির বিষয়বস্তু আবর্তিত হয়েছে , মুমিনের পারস্পরিক ভালোবাসা হতে হবে আল্লাহর জন্য এবং আখলাক ও ঈমানের দাবি রক্ষা করতে মুমিনের বন্ধুত্ব নির্বাচন কেমন হবে।এই প্রসঙ্গে এসেছে নবীজির (সাঃ) অনুপম আদর্শের কথা। এই প্রসঙ্গে উঠে এসেছে সাহাবি ও মণীষীদের জীবনের মুগ্ধকর বহু ছবি যেগুলো ছড়িয়ে আছে ইতিহাসের পাতায় পাতায়। যাদের পথনির্দেশের আলোকবর্তিকা আমাদের চলার পথকে করবে মসৃণ ও কুসুমাস্তীর্ন। এসব নিয়েই দ্যা বন্ড অফ ফেইথ‌ ব‌ইটি।

    ব‌ইটির বিশেষত্ব ও প্রয়োজনীয়তা
    ———————————————–
    📚বইটি তরুণ প্রজন্মের সামনে একজন মুসলিমের ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের সুসজ্জিত রূপ তুলে ধরবে। উপলব্ধি করতে শেখায় ইসলামে ভ্রাতৃত্বের বন্ধনকে কেমনভাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

    📚ব‌ইয়ের পাতায় আর একবার ডহুল প্রচলিত হাদীস টি মুখরিত হয়েছে যে, আল্লাহ তাআলা হাশরের ময়দানে যে সাত শ্রেণীর ব্যাক্তিকে আরশের ছায়াতলে স্থান দেবে তন্মধ্যে তারা থাকবে যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতো, এবং রবের জন্য বিচ্ছেদ ঘটাতো।
    অনুপ্রাণিত করে মুমিন দের মাঝে হৃদ্যতার সম্পর্ককে।

    📚 ব‌ইটি কিশোর ও তরুণদের জন্য তো বটেই সমগ্র মুমিনদের জন্য‌ই আদর্শ হতে চলেছে।কারণ বন্ধু নির্বাচনের শিক্ষা এই ব‌ই থেকে মিলবে আশা করা যায়।

    📚 উদ্বুদ্ধ করে প্রিয় নবীজি সাঃ ও তাঁর সাহাবীদের অনুপম আদর্শে জীবন গড়তে। অপর মুসলিম ভাইয়ের প্রয়োজনকে নিজের থেকে অগ্রাধিকার দিতে।

    📚 বইটির সূচিপত্রে উল্লিখিত অধ্যায় গুলো সততা, বিশ্বস্ততার আদর্শে কুরআন ও হাদীসের আলোকে জীবন গড়তে অনুপ্রেরণা জোগাবে ইন শা আল্লাহ।

    📚 সর্বোপরি সুন্দর চরিত্র গঠন, সুরভিত আখলাকের অধিকারী হতে এবং আল্লাহর ‌জন্য একে অপরকে ভালোবেসে আল্লাহ প্রেমিক হ‌ওয়ার পাঠ দেবে ইন শা আল্লাহ।

    📚 ব‌ইয়ের পাতায় পাতায় কুরআন ও হাদীসের অথেনটিক রেফারেন্স ব‌ইটিকে আলাদা মাত্রা এনে দেয়।
    সেই সাথে ঝরঝরে অনুবাদ, সাবলীল রচনাশৈলী ও চমৎকার শব্দবিন্যাস ব‌ইটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।

    পাঠ্য- অভিমত
    ————————
    “দ্য বন্ড অব ফেইথ (দৃঢ় করো ঈমানী বন্ধন )” ব‌ইটির নামকরণ যেমন চমকপ্রদ তেমনি সূচিপত্র থেকে বোঝা যায় ব‌ইটির বিষয়বস্তুও চমকপ্রদ।
    ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান , ইসলাম শেখায় ভ্রাতৃত্বের বন্ধন স্থাপিত হয় ঈমানের দাবির ওপর।
    ইসলামী ভ্রাতৃত্বের মানদ- ঈমান। তাই একজন মুমিন অপর মুমিনের প্রতি সম্প্রীতি-ভালবাসা, সহানুভূতি ও সহযোগিতার হাত সম্প্রসারিত করবে, তা সে যে দেশের হোক, যে ভাষারই হোক।
    শর্ট পিডিএফ টির ভেতরে যে ধ্বনি মুখরিত হয়েছে তা হলো, ইসলামের সুস্পষ্ট নির্দেশনা হল, তাকওয়া ও কল্যাণের কাজে মুসলমানগণ পরস্পরকে সহযোগিতা করবে। নিজেদের মাঝে প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখবে এবং অন্যায়ের পক্ষাবলম্বন ও সহযোগিতা থেকে বিরত থাকবে।

    উপলব্ধি করতে শেখায় যে, ইসলামের সীমাহীন সৌন্দর্য এই যে, ইসলাম প্রীতি-সৌহার্দ্যরে চূড়ান্ত স্তরের প্রতিও মুসলমানদেরকে উদ্বুদ্ধ করে। ঈমানী ভাইয়ের জন্য আপন স্বার্থ বিসর্জনেরও উৎসাহ দেয়।

    সুতরাং ব‌ইটি বর্তমান প্রজন্ম সহ সকলের জন্য‌ই একটি গাইডলাইন হতে চলেছে ইন শা আল্লাহ।

    📚এক নজরে বই পরিচিতি
    বই- দ্য বন্ড অব ফেইথ (দৃঢ় করো ঈমানী বন্ধন)️
    মূল- মুসআদ হুসাইন মুহাম্মাদ
    অনুবাদ- আহলুল্লাহ মুনীব
    সম্পাদনা- হামদুল্লাহ লাবীব
    মুদ্রিত মূল্য- ২২০৳
    পৃষ্ঠা সংখ্যা- ১১২
    বাইন্ডিং- পেপারব্যাক
    প্রকাশনায়: আয়ান প্রকাশন

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

ধন্যবাদ, আপনার প্রি-অর্ডারটি গ্রহণ করা হয়েছে।

আপনার যে কোন প্রশ্ন অথবা অর্ডারে কোন পরিবর্তনের জন্য ০১৮৪৪২১৮৯৪৪ নাম্বারে কল করুন ।