সুলতান দ্বিতীয় আবদুল হামিদ সোনায় মোড়া একটি নাম, এক সমৃদ্ধ ঐতিহ্যের স্মারক, জাগৃতির এক অনুপম চেতনা। তাঁর জীবনাচার সংবলিত এই বইয়ের পরতে পরতে পাবেন রোমাঞ্চকর অভিজ্ঞতা। জানতে পারবেন ধর্মনিরপেক্ষবাদী কামাল পাশাদের গাদ্দারির ইতিহাস। প্রতিটি পাতার কালো অক্ষরগুলো যেন খিলাফতহারা ও েশাকে মুহ্যমান উম্মাহর অব্যক্ত বেদনার প্রতিনিধিত্ব করছে।
বইটিতে আরও পাবেন মুসলিম উম্মাহকে খিলাফতবিহীন করতে পেরে পাশ্চাত্যসমাজ যে নগ্ননৃত্যের মঞ্চায়ন করেছিল, তারই এক যথার্থ বিবরণ। দ্বিতীয় খিলাফতে রাশিদার নেতৃত্বদানের স্বপ্নদ্রষ্টাদের জন্য এখানে রয়েছে উত্তম পাথেয়, সুন্দর আগামী সাজানোর সোনালি শিক্ষা। রয়েছে চারদিকের শত্রু থেকে আত্মরক্ষার কৌশল।
যারা জানতে চান কীভাবে খিলাফতের পতন হয়েছে, কীভাবে সাড়ে তেরোশ বছর পৃথিবীকে নেতৃত্বদানকারী একটি পরাশক্তি বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব থেকে সরে পড়েছে এবং উম্মাহর অধঃপতন যখন চূড়ান্তের দিকে গড়াচ্ছে তখন মুসলিম উম্মাহর অবস্থা কেমন ছিল, সেই ইতিহাস—এই বই তাদের জন্য।
nayeem_sharder –
বই- সুলতান আবদুল হামিদ খান ও উসমানি খিলাফত পতনের ইতিহাস
পৃথিবীর প্রতিটা জিনিসেই ক্ষনস্থায়ী। ইতিহাস, ঐতিহ্য, প্রভাব-পতিপত্তি সবদিক দিয়ে এক জলুসপূর্ণ সাম্রাজ্য ছিল উসমানীয় বা অটোমান সাম্রাজ্য। বিশ্বকে উপহার দিয়েছে সেরা সেরা কিছু শাসক। যার কারণে সাম্রাজ্যের শাখা প্রশাখা ছড়িয়ে পরে বিশ্বব্যাপী।
বিশাল সাম্রাজ্য গড়তে হাজার হজার মানুষের পরিশ্রম করতে হয়। কিন্তু তা নষ্ট করতে একজন শাসকেই যথেষ্ট। যেমন ছিলেন, সুলতান সেলিম। এমন ২/১ নষ্ট শাসকের ফল ভোগ করতে হয় সুলতান আবদুল হামিদ কে। নিজেকে বিলিয়ে দিয়েছে সাম্রাজ্য পূর্ণগঠনে। বলা যায় আবদুল হামিদ না থাকলে উসমানী সাম্রাজ্যের পতন অনেক আগেই ছিলো সুনিশ্চিত।
তিনি উসমানীয় সাম্রাজ্যের ৩৪তম সুলতান।সুলতান আব্দুল হামিদ ছিলেন উম্মাহ দরদি মুসলিম বিশ্বের খলিফা যাকে ইহুদিরা বায়তুল মুকাদ্দাস হস্তান্তরের জন্য ১৫০ মিলিয়ন পাউন্ড দিতে চেয়েছিল কিন্তু তিনি মুসলিম বিশ্বের একচুল মাটি ছাড়তেও রাজি হননি। কিন্তু সেই সময় ছিলো সাম্রাজ্যে বিপুল পরিমানের ঋণের বোঝা।
পশ্চিমা বিশ্ব মরণ কামড় দিয়েছে উসমানী সম্রাজ্যে। কিন্তু সুলতান আবদুল হামিদ ছিলেন অটল। ঘরে বাহিরে নানা ষড়যন্ত্রে তাকে নির্বাসনে পাঠনো হয়। সাথে অস্থ নামে মুসলিম বিশ্বের শেষ অবিভাবকের।
বইটিতে এবাবেই সুলতানের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিস্তারিত বর্ণনা দেওয়া হয়ে। তুর্কীর পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও কিছু আলোচনা আছে। কীভাবে কামাল আতাতুর্কে ক্ষমতায় আসলো? কীভাবে ইসলামি শাসন থেকে কমিউনিস্টদের উত্থান? মোটামুটি ভালো ভাবেই বর্ণনা করা হয়েছে। রাজনৈতিক বিরাট পরিবর্তন নিয়ে জানতে অবশ্যই বইটি তালিকায় রাখা জরুরী।