মানুষ মাত্রই ভুল, তাই সে ভুল করে। কিন্তু যে ভুল করার পর আবার তার রবের দিকে ফিরে আসে সে-ই প্রকৃত মুমিন। আর আমার রব তো এমনটাই চান। আপনার আকাশ পরিমাণ পাপ! কিংবা পাহাড় পরিমাণ অপরাধ! তবুও চিন্তার কারণ নেই। একবার, শুধু একবার তাওবা করুন। নত মস্তকে আপনার রবের সামনে দাঁড়ান। হৃদয়ের সবটুকু আবেগ ঢেলে দিয়ে, চোখের পানি ফেলে তাওবা করুন। নিমিষেই ধূলিসাৎ হয়ে যাবে আকাশসম পাপের স্তর, পাহাড়সম অপরাধের স্তুপ। আরশের মালিক তো তাদেরকেই বেশি ভালোবাসেন যারা ফিরে আসে, বদলে যায়, অনুশোচনা করে, আর একান্ত করে রবকে পেতে চায়।
‘শুদ্ধতার পাঠলাশা’য় লিখেছেন পঁয়ত্রিশ জন লেখক-লেখিকা। তাদের সবাই-ই মেসেজ দিতে চেয়েছেন এই জাতিকে, বিশেষ করে আমাদের পথভোলা তরুণ-তরুণীকে। যারা দুনিয়ার লালনীল রঙ্গিন স্বপ্নে মোহাবিষ্ট। আচ্ছন্ন হয়ে আছে যাদের হৃদয় পৃথিবীর কায়া মায়া ছায়ায়। যারা ক্ষণিকের আলোক ঝলকানিতে ভুলেছে চিরসুখের জান্নাতের পথ ও পরিচয়। সময় গড়িয়েছে বহুদূর। আর নয় রবের হুকুম হেলাফেলা, এখন সময় পাপ কাটিয়ে রবের পথে চলার। এবার তবে পথচলা শুরু হোক মালিকের সন্তুষ্টির দিকে ….
Reviews
There are no reviews yet.