শয়তান আমাদের আদি শত্রু। চির শত্রু। মহা শত্রু। তার এ শত্রুতা মানবজাতির আদি পিতা থেকে নিয়ে সৃষ্টির শেষ মানুষটি পর্যন্ত দীর্ঘ। তার অভনব ধোঁকা আর বিচিত্র কূটচাল জলে-স্থলে-অন্তরীক্ষে, শূণ্যে-মহাশূণ্যে- তথা পৃথিবীর সর্বত্র সকলের জন্য বিস্তৃত। তার প্রলোভন ও প্রতারণা থেকে বাঁচতে পারে না আলেম-জাহেল, শিক্ষিত-অশিক্ষিত, ধনী-দরিদ্র, নারী-পুরুষ- কেউই। সর্বত্র সবার জন্য সে পুতে রেখেছে অকল্পনীয়-অবর্ণনীয় পাপের বীজ। পৃথিবীব্যাপী সে বিছিয়ে রেখেছে অজস্র মোহজাল। পেতে রেখেছে অসংখ্য কুটিল ফাঁদ। সূক্ষ্ম-স্থূল সকল প্রকার ফন্দিতে শয়তান অদ্বিতীয়।
শয়তানকে কুরআন মাজিদে ইবলিসও বলা হয়েছে। তাতে ইবলিশ শব্দটি ব্যাবহার হয়েছে ১১ বার। শয়তানের এ নামেই আলোচ্য গ্রন্থ “তালবিসে ইবলিস” নামকরণ করা হয়েছে। মহান আল্লাহ মানুষকে কুমন্ত্রণা দেয়ার জন্যে শয়তানকে সুযোগ ও অবকাশ দিয়েছেন বটে; কিন্তু শয়তানের প্রতারণা ও বিভ্রান্তি থেকে আত্মরক্ষার জন্যে মানুষকে শয়তানি প্রতারণার যাবতীয় কূটকৌশল জানিয়ে দিয়েছেন এবং বাঁচার উপায়ও বলে দিয়েছেন।
শয়তানি প্রতারণার কূটকৌশলসমূহ যেমন কুরআনে বর্ণিত হয়েছে, তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন উপস্থাপনের সাথে সাথে কুরআনের ব্যাখ্যা হিসেবে নিজের বাণীতেও সেগুলো জানিয়ে দিয়ে গেছেন। আলোচ্য “তালবিসে ইবলিস” গ্রন্থটিতে সে বিষয়গুলো অত্যন্ত নিপুনভাবে ফুটিয়ে তুলেছেন বহুমুখী প্রতিভার অধিকারী আল্লামা শায়খ ইবনুল জাওযী রহ.।
Copyright © 2025 Seanpublication.com
Shahriar Mohammad Aqib –
শয়তান মানুষের চিরশত্রু।যে শত্রুতা শুরু হয়েছিলো আমাদের পিতা আদম(আ) এর সময় থেকে। শয়তান মানুষের শিরায় শিরায় বিচরণ করতে পারে।মানুষকে বিভিন্ন মন্দ কাজের কুমন্ত্রণা দেয়।মানুষকে সরল পথ থেকে বিচ্যুত করার জন্য আপ্রাণ চেষ্টা চালায়। সে-ই মানুষকে শিরকে নিপতিত করার মাধ্যমে অনেক মানুষকে ধ্বংস করেছে এবং করছে। মানুষের মনে অহেতুক সন্দেহ সৃষ্টি করে তাকে বিব্রত করে তোলে।অনেক সময় তো নেক সুরতে মানুষকে ধোঁকা দেয়।তবে শয়তান মানুষকে কোনো অন্যায় কাজে বাধ্য করতে পারে না।সে কেবল কুমন্ত্রণাই দেয়।তাই একটু সচেতন হলেই এসকল কুমন্ত্রণা থেকে বাঁচা সম্ভব।৬ষ্ঠ হিজরি শতাব্দীর প্রসিদ্ধ আলেমে দ্বীন ইমাম আবুল ফারাজ ইবনুল জাওযীর(রঃ) লেখা “তালবিসে ইবলিস” বইটি এক্ষেত্রে অত্যন্ত উপযোগী কালজয়ী একটি গ্রন্থ।বইটিকে তিনি বেশ কিছু অধ্যায়ে সাজিয়েছেন।শুরুতেই সুন্নত ও বিদয়াত বিষয়ে আলোচনা করেছেন।আমাদেরকে কেন আহলে সুন্নতের অন্তর্ভুক্ত হতে হবে এবং বিদয়াতকে বর্জন করতে হবে সেসকল বিষয় বর্ণনা করেছেন। এরপরে তিনি শয়তানের বিভিন্ন চক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন।আকীদা বিশ্বাসের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে শয়তান নানাভাবে ধোঁকা দেয়।আকীদার ক্ষেত্রে শয়তানের ধোঁকার ফলে মুসলিম উম্মাহর মধ্যে অনেক বিভ্রান্তি প্রবেশ করেছে।অনেক ফিরকা ইসলাম থেকে ছিটকে পড়েছে।অনেক ভালো মানুষকে সে পথভ্রষ্ট করে ছেড়েছে। আবার কোনো নির্দিষ্ট শ্রেণির মানুষকে ভিন্ন ভিন্ন উপায়ে কুমন্ত্রণা দেয়। আলেম, আবেদ,যাহেদ,সূফী ও সাধারণ মানুষের উপর শয়তান কী কী ভাবে ধোঁকা দিয়ে থাকে সেসকল বিষয় লেখক সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। এসকল বিষয় জানা থাকলে শয়তানের ধোঁকা থেকে বাঁচা সহজ হয়।অনেক সন্দেহ থেকে বাঁচা যায়। তাই বইটি পাঠ করা সত্যিই গুরুত্বপূর্ণ।
Shahidul Islam –
বুক রিভিউ : তালবিসে ইবলিস ( শয়তান যেভাবে ধোঁকা দেয়)
◾আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে শয়তানকে মানুষের প্রকাশ্য শত্রু হিসেবে আখ্যায়িত করেছেন, একইসাথে তাকে যাবতীয় রহমত-বরকত থেকেও বিতাড়িত করেছেন। কারণ সে ছিল অহংকারী, মিথ্যাবাদী। আর তাই শয়তান আল্লাহর কাছ থেকে বিতাড়িত হয়ে শপথ গ্রহণ করে, আল্লাহর বান্দা আদম সন্তানকে সে যে কোনভাবেই হোক জাহান্নামে নিয়েই ছাড়বে। এজন্য শয়তান বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্নভাবে তার কাজে আহ্বান জানায়। শয়তানের সেই আহবানগুলো নিয়েই ‘তালবিসে ইবিলস’ (শয়তান যেভাবে ধোঁকা দেয়) বইটি।
◾ শয়তানের প্রতারণা, কিভাবে আদম সন্তান শয়তানের দ্বারা প্রতারিত হয়, এ থেকে বাঁচার উপায় কী, শয়তানকে কিভাবে দমন করা যাবে ইত্যাদি বিষয় নিয়ে ‘তালবিসে ইবিলস’ বইটি।
◾ শয়তানের ধোঁকা কত ধরনের হতে পারে, কিভাবে শয়তান আদম সন্তানকে আল্লাহর ইবাদাত থেকে গাফেল করবে, আর মানুষই বা কিভাবে শয়তানের সেই গভীর ষড়যন্ত্র থেকে বের হয়ে আল্লাহর ইবাদাতে রত হবে ইত্যাদি বিষয় বইটিতে সবিস্তারে আলোচনা করা হয়েছে।
📗 পাঠ অনুভূতি :
আলহামদুলিল্লাহ বইটি পড়ে মনে হলো, বর্তমান সমাজ এবং সময়ের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও সময়োপযোগী একটি বই। কারণ মানুষ আজ সবদিক দিয়ে শয়তানের ষড়যন্ত্রে পতিত। সেই ষড়যন্ত্রের চক্রব্যুহ থেকে বের হতে হলে বইটি পাঠের বিকল্প নেই।
📗 বইটি কেন পড়বেন :
শয়তানের ধোঁকা, প্রতারণা থেকে বের হয়ে ঈমান নিয়ে জীবন যাপন করতে চাইলে বইটি হবে আপনার সময়োপযোগী ও প্রয়োজনীয় একটি সংগ্রহ ইনশাআল্লাহ। কারণ বেশিরভাগ মানুষই এখন ইচ্ছায় কিংবা অনিচ্ছায় শয়তানের বেড়াজালে আবদ্ধ। সেই বেড়াজাল থেকে বের হয়ে আল্লাহর ইবাদাতে মশগুল হতে বইটি আপনাকে সর্বোচ্চ সাহায্য করবে ইনশাআল্লাহ।
📗 একনজরে বই পরিচিতি :
নাম : তালবিসে ইবলিস ( শয়তান যেভাবে ধোঁকা দেয়)
লেখক : আল্লামা শাইখ ইবনুল জাওযী রহ.
অনুবাদ : মুফতি আবু সাআদ
প্রকাশক : দারুল আরকাম
পৃষ্ঠা সংখ্যা : ৪২২
মুদ্রিত মূল্য : ৫২০
বাঁধাই : পেপারব্যাক
আল্লাহ তায়ালা বইটির সাথে সংশ্লিষ্ট সবাইকে উত্তম প্রতিদান দিন।