প্রিয় পাঠক ! সাময়িক বিভিন্ন প্রেক্ষিতে আমরা প্রায়শই বলে থাকি ’শেষ যামানার আর কী ভালো আশা করা যায়’এগুলো কিয়ামতের আলামত ‘কিয়ামত খুব কাছে ‘ইত্যাদি । কিন্তু আমরা কেউ নিরূপণ করার চেষ্টা করি না যে,আসলে শেষ যামানা কোনটি?কিয়ামতের আলামত কোনটি ?আমি কী শেষ যামানার আছি?কিয়ামতের কিছু আলামত কি আমার মাঝে আছে ? এমন চিন্তা আমরা কেউ -ই করি না । আমরা কিয়ামত কাছে বললেও মনে বিশ্বাস করি,কিয়ামত আরো হাজার বছর পরের বিষয় !! আজ আমরা যে সময় অতিবাহিত করছি,যে সমাজ বাস করছি,এই সমাজ কত হাজার ফিতনা আর কিয়ামতের আলামতের ছড়াছড়ি আমরা কখনো তা ভেবে দেখি না । বুঝতে চেষ্টা করি না যে,আমরাই ফিতনা সময়কালের মানুষ । আমাদের সময়-ফিতনার সময় । আমরাই শেষ যামানার উম্মত। আজকের পৃথিবী ফিতনাময় পৃথিবী ।
Copyright © 2025 Seanpublication.com
Reviews
There are no reviews yet.