fbpx
স্বল্প আমলে অধিক নেকি
স্বল্প আমলে অধিক নেকি

স্বল্প আমলে অধিক নেকি

লেখক : ইয়াযিদ ইবন মুহাম্মদ আলু-রাদআন
প্রকাশনী : আযান প্রকাশনী
বিষয় : ইবাদত, আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
পৃষ্ঠা : 144, কভার : পেপার ব্যাক
ভাষা : বাংলা

ভাষান্তর ও সংযোজন : শাইখ আব্দুল হাসীব বিন রইস উদ্দীন
প্রকাশের সম্ভাব্য তারিখ : ৩০ জুন ২০২১ [ইনশাআল্লাহ্‌]

148

You Save TK. 52 (26%)

স্বল্প আমলে অধিক নেকি

Share This Book:

ক্যাশ অন ডেলিভারী

৭ দিনের মধ্যে রিটার্ন

ডেলিভারী চার্জ ৬০ টাকা থেকে শুরু

Description

স্বল্প আমলে অধিক নেকি – বইটি সম্পন্ন করতে পেরে আযান প্রকাশনী যারপরনাই আনন্দিত। এ আনন্দ আল্লাহর জন্য কিছু করতে পারার আনন্দ, বাংলাভাষী মানুষের জন্য দুনিয়া ও আখিরাতকেন্দ্রিক কল্যাণকর কিছু করতে পারার আনন্দ। লোক দেখানো আনন্দ থেকে আল্লাহর কাছে সর্বাত্মক পানাহ চাই।

‘স্বল্প আমলে অধিক নেকি’ বইটি মূলত উম্মাহর ঘরে ঘরে নেক আমলের প্রতি আগ্রহ সৃষ্টির নিমিত্তে রচিত হয়েছে। উম্মাতে মুহাম্মাদির জন্য এমনকিছু আমল রয়েছে যা পরিমাণে অল্প অথচ নেকি অনেক বেশি। বইটির মূল প্রতিপাদ্য বিষয় মূলত এটিই৷ কয়েকটি অধ্যায়ে বইটি শ্রেণীভুক্ত করা হয়েছে।

যেমন, পবিত্রতা অধ্যায়ে লেখক পবিত্রতা সম্পর্কে সুন্নাহভিত্তিক এমনকিছু আমলের আলোচনা এনেছেন যা অতি সহজেই ও অতি অল্প সময়েই করা সম্ভব অথচ এর অগণিত বিনিময় রয়েছে। একইভাবে কুরআন তিলাওয়াত, যিকর-আযকার, সালাত-সিয়াম-হজ্জ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়েও স্বল্প আমলে কী কী নেকির হাসিলের উপায়ন্তর রয়েছে, সেগুলোও বিস্তারিত আলোচনা করা হয়েছে।

আমরা আশা করি, পাঠকমহলে বইটি সমাদৃত হবে। বইটি পড়ে পাঠকবর্গ ক্ষণস্থায়ী জীবনের প্রতিটি মুহূর্তকে আমলে ভরিয়ে তুলতে চাইবে। স্বল্প আমলে অধিক নেকি হাসিলের জন্য বেশি বেশি ফিকির করবে। সুন্নাহভিত্তিক উত্তম আমলের প্রতি উম্মাহ একধাপ এগিয়েও যাবে, ইন শা আল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ!

Author

Author

ইয়াযিদ ইবন মুহাম্মদ আলু-রাদআন

Reviews (2)

2 reviews for স্বল্প আমলে অধিক নেকি

  1. Ruponti Shahrin

    বই: স্বল্প আমলে অধিক নেকি
    মূলঃ : ইয়াযিদ ইবন মুহাম্মদ আলু-রাদআন
    ভাষান্তর ও সংযোজনঃ শাইখ আব্দুল হাসীব বিন রইস উদ্দীন।
    পৃষ্ঠাঃ ১৪৪টি

    প্রচুর কাজের চাপ? ব্যস্ততায় দিন কাটছে? রিযিকের তালাশ করতে গিয়ে আমলের পরিমাণ কমে গেছে?
    কিন্তু মুমিনের জন্য তো প্রত্যেক কাজের মাঝেই আমল ও নেকী বিদ্যমান। এমন অসংখ্য আমল রয়েছে যার দরুন আপনি অধিক নেকী হাসিল করতে পারেন। যা মীযানের পাল্লাতেও ভারী। আপনি কি জানেন আমাদের নেকীর পরিমাণ সংখ্যায় নয়, বরং ওজনে পরিমাপ করা হবে। তাহলে দেরী না করে। হতাশ হয়ে পড়বেন না। বরং আপনার সময়ের প্রতিটি মুহুর্ত সওয়াব হাসিলের মাধ্যমে রুহের পরিচর্যার জন্য আযান প্রকাশনীর নতুন বই ‘স্বল্প আমলে অধিক নেকি’।

    স্বল্প আমলে অধিক নেকি লাভের দুটি পন্থা রয়েছে। সে ব্যাপারে বিস্তারিত আলোচনা তো রয়েছেই। তাছাড়াও বইটিকে সাতটি অধ্যায়ে ভাগ করা হয়েছে, যেন আপনি সহজেই বুঝে নিতে পারেন আপনার চাহিদা মাফিক কর্মপন্থা। সাতটি অধ্যায় হলো-
    ১. পবিত্রতা অধ্যায়।
    ২. কুরআনুল কারীম তিলাওয়াত অধ্যায়।
    ৩. যিকর-আযকার অধ্যায়।
    ৪. সালাত অধ্যায়।
    ৫. সিয়াম অধ্যায়।
    ৬. হজ ও উমরা অধ্যায়।
    ৭. বিবিধ সৎকাজ সংক্রান্ত অধ্যায়।

    আল্লাহর ভালোবাসার ও ক্ষমার অন্যতম নিদর্শন হলো, তিনি বান্দার দুয়া কবুল করেন, তওবা কবুল করেন, গুনাহ মাফ করেন এবং স্বল্প আমলে অধিক নেকি দান করেন। কিন্তু তবুও আমরা বেখবর। দুনিয়াবি তালাশ করতে গিয়ে, কিংবা রুটি-রুজির ঠিকানা খুঁজতে, রিযিকের পেরেশানিতে কত আমল-আখলাক বিনষ্ট করছি। অথচ আমাদের দৈনিক কাজের পরিকল্পনাই পারে অনেক নিয়মিত কাজকে আমাদের আমল বানিয়ে দিতে। আবার অন্যান্য কাজের মাঝে যিকর-আযকার পারে আমাদের নেকি পাল্লাকে ভারী করে তুলতে। সুখের সময় আল্লাহর শুকরিয়া আদায় মুমিনের জন্য যেমন ইবাদত হয়ে যায়, তেমনি দুখের সময় ধৈর্য ধারণ হয়ে যায় রহমত। অথচ আমাদের চরম উদাসীনতা ইবাদতে নেকি হাসিলের মাধ্যমগুলোকে ভুলিয়ে দিয়েছে।

    এই কিতাব থেকে পাঠক এই আশা করতে পারেন যে, সাধারণ লোকেরা খুব সহজেই কোন ইবাদতে কী নেকি রয়েছে, তা আমল করতে ও জানতে উৎসাহী হবে। জীবনের অভ্যাসে পরিণত করতে সহজ আমলগুলো অধিক জরুরি। কারণ প্রতিটি মুহুর্ত খুব গুরুত্বপূর্ণ। অথচ হেলায় হারিয়ে ফেলছি যেন!

    আল্লাহ আমাদের সময়ের বরকত দেন তখনি, যখন আমরা সময়ের সঠিক ব্যবহার করি। নতুবা আমাদের হাতকে নিয়ে ব্যস্ততায় ভরিয়ে দেন। মূল কিতাবটি সাতটি অধ্যায়ে সীমাবদ্ধ হলেও কর্মচঞ্চলতার যুগে ইমান ও আমল ধরে রাখতে দোয়া, দরুদ ও ইস্তেগফারের মত চমৎকার আরো তিনটি কিতাব এতে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি অধ্যায়ের সাথে মিল রেখে লেখকের সংকলিত হাদিসের সাথে আরো বেশ কিছু হাদিস যুক্ত করে ধারাবাহিক উপস্থাপনায় পেশ করা হয়েছে অনন্য বইটি।

    কুরআন ও সুন্নাহভিত্তিক আমলে আরো একধাপ এগিয়ে যেতে বইটি আপনার জন্য হাদিয়াস্বরুপ।

  2. সিরাজাম বিনতে কামাল

    ❀ স্বল্প আমলে অধিক নেকি ❀

    মহান রব্বুল আলামিনের এক নাম অনুগ্রহশীল। তিনি যাকে ইচ্ছা অনুগ্রহ করে থাকেন। তিনি উম্মতে মুহাম্মাদীকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে আখ্যায়িত করেছেন এবং উম্মতে মুহাম্মাদীর জন্য স্বল্প আমল দ্বারা অধিক নেকি কুড়ানোর সুযোগ করে দিয়েছেন। আবার তিনি অনুগ্রহ করে কোন কোন ক্ষেত্রে নেকি বহুগুণে বৃদ্ধি করে দেন।

    কিন্তু আফসোসের কথা হচ্ছে, আমরা উম্মতে মুহাম্মাদীরা এতটাই গাফেল কোন আমলে অধিক নেকি, কোন আমলে কতটুক নেকি আমরা তা জানি না। জানার চেষ্টাও করি না। আবার জানলেও গুরুত্ব দেয় এমন মানুষের সংখ্যাও কম।

    আযান প্রকাশনীর এবারের বই “স্বল্প আমলে অধিক নেকি”। যেখানে অধিক নেকি সমৃদ্ধ ছোট ছোট আমলগুলো একসাথে লিপিবদ্ধ করে মলাটবন্দী করা হয়েছে। একজন ইসলামি বইয়ের পাঠক হিসেবে এমন একটি বই আমরা উপহার পাচ্ছি বলে আমি যারপরনাই আনন্দিত।
    ইন শা আল্লাহ! এই বইটি আমাদের বাংলা ভাষাভাষী প্রত্যেক মুসলিম পাঠকের মনেই জায়গা করে নিবে।

    🎯রিভিউ কথন:
    ———————–

    বইয়ের সূচিপত্রে দৃষ্টিপাত করলে আমরা দেখতে পাই বইটি ১০টি অধ্যায়ে সাজানো হয়েছে।

    ১. পবিত্রতা অধ্যায় ২. কুরআনুল কারীম তিলাওয়াত অধ্যায় ৩. যিকর আযকার অধ্যায়
    ৪. সালাত অধ্যায় ৫. সিয়াম অধ্যায় ৬. হজ্ব ও উমরা অধ্যায় ৭. বিবিধ সৎকাজ সংক্রান্ত অধ্যায় ৮. দোয়া আধ্যায় ৯. দরুদ অধ্যায় ১০. ইস্তিগফার অধ্যায়।

    বইয়ের কুরআনুল কারীম তিলাওয়াত অধ্যায়, যিকর আযকার অধ্যায়, বিবিধ সৎকাজ সংক্রান্ত অধ্যায়, দোয়া, দরুদ ও ইস্তিগফার অধ্যায়। এই অধ্যায়গুলোর আলোচনার টপিকগুলোও মনে জায়গা করে নিয়েছে।

    কিছু টপিক: সালাতে কুরআন তিলাওয়াতের ফজিলত, কুরআন শিক্ষা ও প্রশিক্ষণের ফজিলত, যিকর এর পরিচয়, বিরাট ফজিলতপূর্ণ যিকর আযকার, যিকর না করার পরিণতি, চাষাবাদ ও বৃক্ষরোপণ করা, পানি পান করানো, সর্বোত্তম সাদকা, বিধবাদের প্রতি সদাচরণ করা, সহাস্য মুখে দেখা সাক্ষাৎ ইত্যাদি।

    🎯 বইটি পাঠের মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজের মাধ্যমে সহজেই নেকি অর্জন করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠতে পারব। যে কাজগুলো আমরা স্রেফ কাজ বা কর্তব্য হিসেবে সম্পন্ন করি, ঠিক এই কাজগুলোই আমরা আন্তরিকতার সাথে খুশিমনে আরও ভালোভাবে সম্পন্ন করার চেষ্টা করব, ইন শা আল্লাহ!

    সর্বোপরি, কোন কোন ছোট আমলের দ্বারা, কাজের মাঝে থেকেও আমরা কীভাবে অধিক নেকি অর্জন করতে পারবো তা সবিস্তারে আলোচনা করা হয়েছে বইয়ের দশটি অধ্যায়ে। বইয়ে উল্লিখিত হাদীস সমূহের রেফারেন্সও এড করা হয়েছে, যা দেখে আমরা নিঃসন্দেহে আমল করতে পারবো। মনে কোন কনফিউশান থাকবে না আমলটি সহীহ কি না!

    আশা করি বইটি উম্মতে মুহাম্মাদীর জন্য খুবই উপকারী হবে। এই বই পড়ে উম্মাহের প্রত্যেক ঘরে নেক আমলের প্রতি আগ্রহ সৃষ্টি হবে। স্বল্প আমলে অধিক নেকি অর্জনের জন্য বেশি বেশি ফিকির করবে। সুন্নাহভিত্তিক উত্তম আমলের প্রতি উম্মাতে মুহাম্মাদী আরও একধাপ এগিয়ে যাবে, ইন শা আল্লাহ!

    🎯বই পরিচিতি:
    ———————–

    বই: স্বল্প আমলে অধিক নেকি
    লেখা: ইয়াযিদ ইবন মুহাম্মদ আলে- রাদআন
    ভাষান্তর ও সংযোজন: শাইখ আব্দুল হাসীব বিন রইস উদ্দীন
    প্রকাশনায়: আযান প্রকাশনী
    পৃষ্ঠা: ১৪৪
    মূল্য: ২০০/-

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

ধন্যবাদ, আপনার প্রি-অর্ডারটি গ্রহণ করা হয়েছে।

আপনার যে কোন প্রশ্ন অথবা অর্ডারে কোন পরিবর্তনের জন্য ০১৮৪৪২১৮৯৪৪ নাম্বারে কল করুন ।