সহনশীলতার পাঠ। ধৈর্য নিয়ে ইমাম ইবনু তাইমিয়্যার একটি রিসালাহর অনুবাদ। ইসলামের বাতলানো অসংখ্য গুণাবলির অন্যতম একটি গুণ হল ‘সবর’। ধৈর্যধারণ। এ গুণ শুধু সাধারণ মানুষের জন্যই নয়। স্বয়ং আল্লাহ তাআল নিজে এ গুণ ধারন করেছেন। এই উম্মাহর জন্যও আল্লাহ তাআলা ধৈর্য্যকে অবধারিত করে দিয়েছেন। যার বিশদ বর্ণনায় বক্ষমান গ্রন্থটি সুসজ্জিত।
শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রহ. মুসলিম সভ্যতার অসামান্য কীর্তিমান এক ব্যক্তিত্ব। ইলম, আমল, তাকওয়া, মুজাহাদা ও লিখনিতে তিনি যে বিস্ময়কর ইতিহাস রচনা করেছেন, মুসলিম বিশ্বের জন্য তা এক বিরাট প্রাপ্তি। ধৈর্য্যের মত অতিগুরুত্বপূর্ণ একটি বিষয়ে তার লিখনি উম্মাহর পিপাসার সিংহভাগ মেটাবে বলেই আমাদের সুধারণা।
Amit Hasan –
■ বই রিভিউ- সহনশীলতার পাঠ
■ শুরুর কথা-
নদীর স্রোত কখনো স্বচ্ছ নিরবধির ধারায় বাহিত হয় আবার কখনো অশান্ত স্রোতে বিধ্বস্ত হয় তটিনীর হৃদয়। আমাদের জীবনটাও যেন নদীর স্রোতের মত কখনো সুখের ছোয়ায় আবেশিত হয় আবার কখনো বা বিষাদের সুরে ভারাক্রান্ত হয় মানবাত্না। নদীর অশান্ত স্রোত যেমন একসময় থেমে যায় তেমনি মানব মনে রচিত বিষাদগাঁথা অধ্যায়ের ও পরিসমাপ্তি হয় একসময়। তবে এই পরিসমাপ্তি সবার এক হয় না। এই পরিসমাপ্তি সুখের করতে নিজের মধ্যে ধারণ করতে হয় এমন এক মানবীয় গুণের যা মানুষকে সহনশীলতা বজায় রেখে সফলকাম হতে শেখায় আর তা হলো সবর বা ধৈর্য। আর সবর বা ধৈর্যের পথ ও পন্থার বিশদ বিবরণই বক্ষ্যমাণ গ্রন্থ “সহনশীলতার পাঠ”
■ বই কথন-
বইটিতে ধৈর্যের ৩টি স্তর, ধৈর্যের ওপর অবিচল থাকার ২০ টি উপায় সবিস্তার আলোকপাত করা হয়েছে। দীন ইসলামে ধৈর্যের অপরিহার্যতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। কীভাবে ধৈর্য নামক সুমিষ্ট গুণ অর্জনের মাধ্যমে জীবনটাকে সহনশীল করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় তারই সবক পাওয়া যাবে বক্ষ্যমাণ বইটিতে।
■ পাঠ পরবর্তী পর্যালোচনা-
ছোট কলেবরের বইটির প্রতিটি পাঠ অনুধাবনের মাধ্যমে যেকোনো পাঠক ধৈর্যের মতো সুমিষ্ট গণ অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। অনুবাদও যথেষ্ট সহজ, সরল ও প্রাঞ্জল মনে হয়েছে। প্রতিটি আলোচনাই কুরআন, হাদিস ও সালাফ-সালেহীনদের কথামালার আলোকে চয়িত হয়েছে এবং সেগুলোর যথাযথ রেফারেন্স উল্লেখ করা হয়েছে।
■ একনজরে বই-
বই- সহনশীলতার পাঠ
লেখক- ইমাম ইবনু তাইমিয়্যা রহ
ভাষান্তর- রাগিব হাসান
সম্পাদনা- শাইখ আহমেদ ইউসুফ শরীফ
পৃষ্ঠা- ৩২
নির্ধারিত মূল্য- ৩০৳
প্রকাশনী- চিঠি প্রকাশন