fbpx
সবর ও শোকর: পথ ও পাথেয় (হার্ডকভার)
সবর ও শোকর: পথ ও পাথেয় (হার্ডকভার)

সবর ও শোকর: পথ ও পাথেয় (হার্ডকভার)

Author : আবুল ফারাজ ইবনুল কাইয়্যিম জাওযি  
Translator : আমীমুল ইহসান
Publisher : রুহামা পাবলিকেশন
Category : আমল ও আমলের সহায়িকা

533

You Save TK. 287 (35%)

সবর ও শোকর: পথ ও পাথেয় (হার্ডকভার)

Share This Book:

ক্যাশ অন ডেলিভারী

৭ দিনের মধ্যে রিটার্ন

ডেলিভারী চার্জ ৬০ টাকা থেকে শুরু

Author

Author

আবুল ফারাজ ইবনুল কাইয়্যিম জাওযি র.

আমীমুল ইহসান

মুফতি তারেকুজ্জামান

Reviews (1)

1 review for সবর ও শোকর: পথ ও পাথেয় (হার্ডকভার)

  1. mahmud03

    বাগানে যেমন বসন্ত আসে তেমনি আসে শীত এবং হেমন্তও। গাছে গাছে যেমন সবুজ পাতা, মনোরম ফুল আসে তেমনি সেগুলো আবার ঝরেও যায়। আমাদের জীবনটাও এমনি; কখনো থাকে আনন্দ, উৎফুল্লতা আবার কখনো ছেয়ে যায় বিপদের কালো মেঘ। সামান্য বিপদ-সমস্যায় আমাদের অন্তরটা কচুপাতার উপর পানির মতো একটু আঘাতেই নুইয়ে পড়ে। হতাশায় বুক ভারি হয়ে আসে, কিছুতেই মনে প্রশান্তি পাওয়া যায় না। আমাদের উপর আপতিত সমস্যাগুলো কখনো আসে শাস্তিস্বরূপ আবার কখনো আসে রবের নেয়ামতের অফুরন্ত ভান্ডার নিয়ে। তবুও আমরা বুঝতে চেষ্টা করি না প্রবাহমান নদীর স্রোতের মতো জীবনের গতিপথ সরল-সোজা নয়। মুমিনের সকল সমস্যার অন্যতম সমাধান ‘সবর এবং শোকরের’ আদ্যপ্রান্ত সকল বিষয়াদির নির্যাস তুলে ধরে ‘ইবনুল কায়্যিম জাওযিয়্যাহ রহ.’ রচনা করেছেন ‘উদ্দাতুছ ছবিরীন ওয়া যাখীরতুশ শাকিরীন’। যার অনুদিত বই-ই হচ্ছে “সবর ও শোকর: পথ ও পাথেয়”।
    .
    বিষয়বস্তু:
    বইটিতে সর্বমোট ২৬টি অধ্যায়ের আলোচনা রয়েছে। প্রথমাংশে উঠে এসেছে সবর এবং জীবনের বিভিন্ন পর্যায়ে সবরের ভিন্নতার স্বরূপ। ধীরে ধীরে সবরের অভ্যাস গড়ে তোলা, যেকোনো পরিস্থিতিতে তাওয়াক্কুলের উপায়, স্বীয় নফসকে দমন করার বেশ কিছু টিপস পাওয়া যাবে। সবর এবং শোকর উভয়ের মধ্যে কোনটি বেশি কার্যকরী এবং অধিক মর্যাদার তারও চিত্রকল্প নির্মিত হয়েছে। প্রস্ফুটিত হয়েছে সূরা তাকাসুরের তাফসীর। ‘কৃতজ্ঞ ধনী উত্তম নাকি ধৈর্যশীল গরিব’— শীর্ষক শিরোনামে উঠে এসেছে এক প্রাণবন্ত বিতর্ক। আছে হারাম সবরের নানা দৃষ্টান্ত, এখন এই ‘হারাম সবর’ কী তা জানতে পড়তে হবে উক্ত বইটি। সালাফদের পেশ করা বিভিন্ন উপমা এবং দৃষ্টান্তের দ্বারা দুনিয়াবি বিপদাপদের মর্ম উদঘাটনের চেষ্টা চালানো হয়েছে। সবশেষে আল্লাহর দুটি গুণবাচক নামের বর্ণনা দ্বারা সুবিশাল বইটির ইতি টানা হয়েছে। কুরআনের আয়াত এবং রাসূলের কথামালার সংকলনের দ্বারা জোরালো করা হয়েছে বইয়ের দালিলিক আলোচনাকে।
    .
    পাঠ অভিমত:
    সবর ও শোকর হচ্ছে মুমিনের জীবনবৃত্তের সাথে জড়িত অত্যন্ত নিবিড় দুটি বিষয়। হোক তা পরকালের পাথেয় জোগাড় কিংবা দুনিয়াবি অর্জন, উভয় জগতের সাফল্যের জন্যই চাই সবর। সুখপাঠ্য গদ্য, সুগঠিত ভাষাশৈলী, প্রামাণ্য বক্তব্য আপনাকে চুম্বকের মত ধরে রাখবে বইটির আদি থেকে অন্ত পর্যন্ত। অনুবাদ এতটাই প্রাঞ্জল হয়েছে যে মনে হবে স্বয়ং ‘ইবনুল কাইয়্যিম’ এর দারসে বসে আলোচনা শুনছি। তাছাড়া বক্ষ্যমাণ বইটির অনুবাদ হয়েছে বিভিন্ন প্রকাশনী থেকে, তবে সেগুলো সবই ছিল সংক্ষিপ্ত। একে তো অনূদিত, তার উপর সংক্ষেপিত হওয়ায় আত্মতৃপ্তি পাওয়া যায়নি। কিন্ত কেবল ‘রুহামা পাবলিকেশন’ই এনেছে সম্পূর্ণ গ্রন্থের প্রাঞ্জল অনুবাদ। জটিল থেকে জটিলতর সময়েও বইটির একটুকুন পাঠ নমনীয়তার পরশ বুলিয়ে দিয়ে অন্তরকে প্রশান্তিতে ভরিয়ে দেবে। সংকীর্ণতা ও সীমাবদ্ধতা কাটিয়ে আলোর পথে যাত্রা করার একরাশ প্রেরণা দোলা দিবে আপন হৃদয়ে।

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

ধন্যবাদ, আপনার প্রি-অর্ডারটি গ্রহণ করা হয়েছে।

আপনার যে কোন প্রশ্ন অথবা অর্ডারে কোন পরিবর্তনের জন্য ০১৮৪৪২১৮৯৪৪ নাম্বারে কল করুন ।