পবিত্র কুরআনুল কারীমের যে সকল আয়াতসমুহে আল্লাহ্ তা’আলা আমাদেরকে ‘হে মুমিন অর্থাৎ يَـٰٓأَيُّہَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ বলে সম্বোধন করেছেন সেই আয়াতগুলোর তরজমা ও ব্যাখ্যা বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে এই বইটিতে। পবিত্র কুরআন শরীফে যখনই আমাদের মুমিন বলে সম্বোধন করা হয়েছে তখনই এর পর পরই এসেছে কোন না কোন জরুরি নির্দেশ বা হুকুম আহকাম। এই ব্ইটি পাঠকদের ব্যপকভাবে উপকার করবে বলেই আমাদের বিশ্বাস। আয়াতের তরজমা ও তাফসির নেয়া হয়েছে ভারতবর্ষের বিখ্যাত আলিম মুফতি শফি উসমানি সাহেব (রহ,)- এর সর্বজনবিদিত তাফসির মা’আরিফুল কুরআন হতে।
Copyright © 2025 Seanpublication.com
Reviews
There are no reviews yet.