পরীক্ষায় ভালো রেজাল্ট, হ্যান্ডসাম ক্যারিয়ার, অতঃপর একটি সুন্দর সংসার—আমাদের অধিকাংশের জীবনের লক্ষ্য থাকে এরকমই। সুন্দর সংসার খুবই গুরুত্বপূর্ন একটি ফ্যাক্টর। কেননা, একটি সুন্দর সংসার আমাদের দ্বীন পালন অনেকটাই সহজ করে দেয়।
তাই, সংসার নিয়ে ভাবনার ডালপালায় ঘুরে বেড়ানো আমাদের জন্য অপ্রয়োজনীয় বা অহেতুক কিছু নয়। বরং এটি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ইস্যু। বিয়ে তো আমাদের অর্ধেক দ্বীন।
‘সংসার ভাবনা’ বইয়ের আবির্ভাব সেই প্রয়োজন থেকেই। জীবনসঙ্গী কেমন হওয়া উচিত, নারীবাদের বিষাক্ত ক্যান্সার থেকে তাকে মুক্ত রাখা, পরিবার পরিকল্পনা ও সন্তান প্রতিপালন ইত্যাদি বিষয়ের উপর বাস্তবধর্মী আলোচনা ওঠে এসেছে এই বইতে। ইন শা আল্লাহ, আমাদের পারিবারিক জীবন আরও মধুময় করে তুলতে বইটি সহায়ক ভূমিকা পালন করবে বলেই আমাদের বিশ্বাস।
প্রকাশের সম্ভাব্য তারিখ ২১ আগস্ট, ২০২১
Din Muhammad Sheikh –
পাশ্চাত্যসংস্কৃতির অবাধ আমদানির ফলে আমাদের সমাজব্যবস্থা আজ ধ্বসে পড়ছে। কমে যাচ্ছে শালীনতা, ভদ্রতা। ঢিলে হয়ে যাচ্ছে পারিবারিক বন্ধন। বাড়ছে বিবাহবিচ্ছেদ। বাড়ছে বিবাহবহির্ভূত অবৈধ যৌনসম্পর্ক। নারীরা ব্যবহৃত হচ্ছে পন্য হিসেবে। এ আগ্রাসী ফেতনার প্রতিকূলে দাঁড়িয়ে একটি সুন্দর ও পবিত্র সমাজব্যবস্থা গড়ে তুলতে প্রয়োজন ইসলামি বিধিবিধানের পূর্ণপ্রয়োগ। আর এ মহান লক্ষ্যকে সামনে রেখেই নবপ্রতিষ্ঠিত প্রকাশনী ‘সন্দীপন প্রকাশন’ আমাদেরকে উপহার দিয়েছে ‘সংসার ভাবনা’।
▪️ কী কী আছে বইটিতে :
বইটি মূলত চারজনের লেখার সংকলন — ড্যানিয়েল হাকিকাতযু, উম্মে খালিদ, শাইখ ইউনুস কাথরদা ও গুল আফশান। অনুবাদ করেছেন মাহজাবিন খান।
মূলত সূচিপত্রই কোনো বইয়ের আদর্শ প্রিভিউ। এ বইটির সূচিপত্রে চোখ বোলালেই আমরা বুঝতে পারবো, কী কী বিষয় আলোচিত হয়েছে এখানে।
বইটিতে আলোচিত হয়েছে শালীনতার গুরুত্ব, দ্রুত বিয়ের গুরুত্ব, বিবাহইচ্ছু ব্যক্তির করণীয়, সৎ ও সঠিক পাত্র বাছাইয়ের গুরুত্ব সম্পর্কে। আরও আলোচিত হয়েছে নারীত্বের গুরুত্ব ও প্রয়োগ, নারীর চাকরি করার হাল-হাকিকত সম্পর্কে। এ আলোচনাটুকু ফেমিনিস্টদের গালে চপেটাঘাত করবে, তাদের গায়ে জ্বলন ধরাবে। বইটিতে আরও আছে পারিবারিক কলহে করণীয়, বিবাহবিচ্ছেদে সোশ্যাল মিডিয়ার প্রভাব ও বহুবিবাহ সম্পর্কিত আলোচনা। আছে স্ব-স্ব ক্ষেত্রে বাবা-মায়ের ত্যাগ-তিতিক্ষা ও তাদের গুরুত্ব সম্পর্কিত আলোচনাও। সন্তান প্রতিপালনের টিপ্সও দেওয়া হয়েছে বইটিতে। প্যারেন্টিং নিয়ে যারা বই খুঁজছেন, এ বইটি তাদের জন্যও উপকারী হবে। বইটি শেষ হয়েছে স্ক্রিন-আসক্তি থেকে মুক্তি পাওয়ার দশটি উপায় সংবলিত আলোচনার মধ্য দিয়ে। বর্তমান জামানায় আমাদের তরুণপ্রজন্ম মারাত্মকভাবে স্ক্রিনাসক্ত। এ আসক্তি থেকে বাঁচার উপায় জানতে বইটি আপনাকে সাহায্য করবে, ইনশা আল্লাহ।
▪️ বইটির বিশেষ কিছু বৈশিষ্ট্য :
দারুণ একটি বই ‘সংসার ভাবনা’। বইটির লক্ষণীয় কিছু বৈশিষ্ট্য :
• চারজন স্কলারের লেখা স্থান পেয়েছে এখানে। তার মানে, এক মলাটেই চার হাতের স্বাদ চেখে দেখা যাবে।
• বইটির উপস্থাপনা বেশ সহজসরল। নেই তাত্ত্বিক আলোচনা। সরল গদ্যের উপস্থাপনায় বইটি দারুণ হবে, ইনশাআল্লাহ।
• ড্যানিয়েল হাকিকাতযু এ সময়ের অত্যন্ত জনপ্রিয় একজন স্কলার। বিশেষত ইসলামবিরোধী বিভিন্ন মতাদর্শের বিরুদ্ধে তাঁর যৌক্তিক জবাব ইতোমধ্যেই বেশ সাড়া ফেলেছে। সুতরাং এ বইটিতেও আমরা ড্যানিয়েল সাহেবের সেই মণিমুক্তার ছোঁয়া পাবো ব’লে আশা রাখছি।
• অনুবাদকের প্রশংসা না করে পারা যাচ্ছে না। অনুবাদ এতোটাই সাবলীল হয়েছে যে, আপনি বুঝতেই পারবেন না, আপনি মূল লেখা পড়ছেন, নাকি অনুবাদ। শুরু করলে এক বসাতেই তরতর করে শেষ পর্যন্ত চলে যেতে পারবেন, ইনশাআল্লাহ।
• প্রচ্ছদ, কাভার, বাইন্ডিং ও পৃষ্ঠামান অত্যন্ত দারুণ।
▪️বইটির প্রয়োজনীয়তা :
ঠিক এ সময়ে এ জাতীয় বইয়ের গুরুত্ব অপরিসীম। পাশ্চাত্যের আগ্রাসী ফেতনার কবল থেকে পরিবার ও সমাজকে হেফাজত করতে এ জাতীয় বই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ। বইয়ের বিষয়বস্তু ও অনুবাদের সৌন্দর্যের পাশাপাশি এর বাইন্ডি ও পৃষ্ঠামানও প্রশংসনীয়। তাই বইটি যে-কারো কাছেই ভালো লাগার মতো হবে ইনশাআল্লাহ।
▪️ একনজরে বইটি :
• বই : সংসার ভাবনা
• লেখক : ড্যানিয়েল হাকিকাতযু, উম্মে খালিদ, শাইখ ইউনুস কাথরদা ও গুল আফশান
• অনুবাদক : মাহজাবিন খান
• সম্পাদক : আহমাদ ইউসুফ শরীফ ও আশিক আরমান নিলয়
• প্রকাশনী : সন্দীপন প্রকাশন
• পৃষ্ঠাসংখ্যা : ১২৮
• প্রচ্ছদমূল্য : ২০০ টাকা
Shahidul Islam –
বিয়ে মানবজীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। জীবনের অর্ধেক এরও বেশি সময় অতিবাহিত হয় একটা মানুষের বিয়ের পর তার সংসার জীবনের মধ্য দিয়ে। অথচ বিয়ে, সংসার, দাম্পত্য জীবন এইসব ব্যাপারে আমাদের তথাকথিত আধুনিক সমাজ একেবারেই উদাসীন। তাই আমাদের উদাসীনতা, অসাবধানতা ও অলসতা থেকে মুক্ত করতে সন্দীপন প্রকাশন এর এবারের আয়োজন ‘সংসার ভাবনা’।
📗 পাঠ প্রতিক্রিয়া :
আলহামদুলিল্লাহ আমার বইটি পড়ার সৌভাগ্য হয়েছে। সে অভিজ্ঞতার আলোকে বলতে পারি, বর্তমান সমাজ, সময় এবং পরিবেশ পরিস্থিতির জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও সময়োপযোগী একটি বই। বইয়ের অনুবাদও অত্যন্ত সহজ সাবলীল। এককথায় বলতে গেলে বইটি প্রত্যেক বিবাহিত দম্পতির জন্য আবশ্যকীয়।
📙 বইটির বৈশিষ্ট্য :
✅ বইটি অত্যন্ত সহজ সাবলীল ভাষায় সংকলন করা হয়েছে।
✅ বিয়ে, সংসার, সন্তান প্রতিপালন ইত্যাদি বিষয় সবিস্তারে বর্ণনা করা হয়েছে।
✅ সমাজে প্রচলিত নারীবাদ, লিভটুগেদার, ব্যাভিচার ইত্যাদি বিষয় নিয়ে পশ্চিমা দর্শন এবং ইসলামের দৃষ্টিভঙ্গি আলোচনা করা হয়েছে।
✅ বইটিতে ছেলেমেয়েদের যথাসময়ে বিয়ের ব্যবস্থা করা, বহুবিবাহ নিয়ে সমালোচনার জবাবও দেওয়া হয়েছে অত্যন্ত জোরালোভাবে।
✅ বইটির প্রচ্ছদ, কভার, বাইন্ডিং, অলঙ্করণ ইত্যাদি অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয় হয়েছে।
📖 বইটি কেন পড়বেন :
পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা ইরশাদ করেন-
وخلقنكم أزواجا
“তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে জোড়ায় জোড়ায়”। (সূরা নাবা, আয়াত ৮)
অন্যদিকে হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিয়েকে ‘দ্বীনের অর্ধেক’ হিসেবে আখ্যায়িত করেছেন। তাই ইসলামে বিয়ের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। কিন্তু আমরা আজ পশ্চিমা দর্শনে প্রভাবিত হয়ে বিয়ে, সংসার, সন্তান জন্ম, লালনপালন ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজগুলোকে বোঝা মনে করছি। একইভাবে সম অধিকারের নামে নারীরা নিজেদের জীবনকে ধাবিত করছে অনিশ্চিত, অনিরাপদ এক ভবিষ্যতের দিকে। এছাড়া বহুবিবাহ সমাজে সমালোচনার শিকার। এসব বিষয়ে সমস্যা, সমাধান, সম্ভাবনা ইত্যাদি জানতে বইটি হবে আপনার অমূল্য সম্পদ ইনশাআল্লাহ।
📘 একনজরে বইটি :
নাম : সংসার ভাবনা
লেখক : ড্যানিয়েল হাকিকতযু, উম্মে খালিদ, শাইখ ইউনুস কাথরাদা ও গুল আফশান
অনুবাদ : মাহজাবীন খান
সম্পাদনা : আশিক আরমান নিলয়, আহমেদ ইউসুফ শরীফ
পৃষ্ঠা সংখ্যা : ১২৮
মুদ্রিত মূল্য : ২০০
প্রথম প্রকাশ : আগষ্ট ২০২১
প্রকাশক : সন্দীপন প্রকাশন
ধরন : হার্ডকভার।
Muhammad Rashed Ahmad –
বই : সংসার ভাবনা
লেখক : ড্যানিয়েল হাকিকাতযূ, উম্মে খালিদ, শাইখ ইউনূস কাথরাদা ও গুল আফশান
অনুবাদ : মাহজাবিন খান
অন্যান্য ধর্মের ন্যায় ইসলাম শুধু কয়েকটি রীতিনীতির নাম নয়। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থার নাম। বৈরাগীর স্থান ইসলামে নেই। জীবনের প্রতিটি পর্যায়ে ইসলামের দিকনির্দেশনা বিদ্যমান। পৃথিবীতে ইসলাম ছাড়া এমন একটি ধর্ম কেউ দেখাতে পারবে না যেখানে, পারিবারিক, অর্থনৈতিক, সামাজিক, বৈবাহিক, কূটনৈতিক ও আন্তর্জাতিক এ সকল বিষয়ে পরিপূর্ণ আইন লিপিবদ্ধ আছে। ইসলামই একমাত্র ধর্ম যেখানে কিয়ামত পর্যন্ত সকল বিষয়ে সমৃদ্ধ। আপনি হিন্দু ধর্মের নিকট পারিবারিক আইন তালাশ করুন, আপনাকে ফেরত আসতে হবে। খ্রিস্টান যাজকদের নিকট পারিবারিক বিধিনিষেধ জানতে আগ্রহ প্রকাশ করুন; আপনাকে হতাশ হতে হবে। যেকোনো যুগের যাবতীয় সমস্যার সমাধান দিতে শুধুমাত্র ইসলাম প্রস্তুত।
বৈবাহিক বন্ধন ইসলামের অন্যতম বিধান ও সৌন্দর্য। নারী-পুরুষের ভেতর স্বভাবজাত যে আকর্ষণ আছে, ইসলাম সেটাকে বিয়ের মাধ্যমে পবিত্র ঘোষণা করেছে। স্বামী-স্ত্রীর হক, সন্তান লালনপালন, তাদেরকে দ্বীনি শিক্ষায় মানুষ করে গড়ে তোলার তাগিদ আল্লাহ ও তাঁর রাসুল বারবার উম্মতকে দিয়েছেন। ইসলাম যদি বৈরাগী ধর্ম হতো, তাহলে আমাদের নবী হেরা গুহা থেকে নেমেই সংসারধর্ম পরিত্যাগ করতেন। কিন্তু নবুওয়ত প্রাপ্তির পর আমরা দেখতে পাই রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পারিবারিক বন্ধন আরও বৃদ্ধি করেছেন। হযরত আনাস বিন মালিক রা. বলেন :
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
مَنْ رَزَقَهُ الله امْرَأَةً صَالِحَةً فَقَدْ أَعَانَهُ عَلٰى شَطْرِ دِينِهِ فَلْيَتَّقِ الله فِي الشَّطْرِ الْبَاقِي
‘‘আল্লাহ যাকে পুণ্যময়ী স্ত্রী দান করেছেন, তাকে তার অর্ধেক দ্বীনে সাহায্য করেছেন। সুতরাং বাকী অর্ধেকের ব্যাপারে তার আল্লাহকে ভয় করা উচিত।’’ (তাবারানি হা/ ৯৭২, হাকেম হা/ ২৬৮১, বাইহাকি, সহীহ তারগীব ওয়াত তারহীব হা/ ১৯১৬)
উল্লিখিত হাদিসে বিয়ে করাকে রাসুল অর্ধেক দ্বীন বলে আখ্যায়িত করেছেন। অথচ বর্তমানে পশ্চিমা সংস্কৃতি আমাদেরকে এমনভাবে গ্রাস করে ফেলেছে যে, বিয়েকে আমরা নারীর স্বাধীনতায় বাঁধা বলে চিৎকার করছি। আমরা মুসলিম হয়েও তাদের এ স্লোগানে তাল মিলিয়ে ইসলামের বিধিবিধানকে অযৌক্তিক বলে প্রচার করছি। হায় আফসোস!
সন্দীপন প্রকাশন থেকে প্রকাশিত “সংসার ভাবনা” বইটিতে পশ্চিমার বিকৃত মস্তিষ্কের এ জাতীয় দাবিগুলোকে খণ্ডন করা হয়েছে। বইটিতে মোট চারজন ( ড্যানিয়েল হাকিকাতযূ, উম্মে খালিদ, শাইখ ইউনূস কাথরাদা ও গুল আফশান) মুসলিম গবেষক তাদের লেখাগুলোতে পারিবারিক সৌহার্দপূর্ণ পরিবেশ কতটা জরুরি ও উত্তম সেগুলো বিস্তারিত আলোচনা করেছেন।
তারা এ বইটিতে পাশ্চাত্যের বুলি আওড়ানো অর্ধনগ্ন সমাজকে বোঝাতে চেয়েছেন, ইসলাম বিয়ের মাধ্যমে একজন নারী-পুরুষকে শারীরিক ও মানসিকভাবে কতটা সুস্থ রাখতে পারে। এখন পশ্চিমার অসংখ্য অমুসলিমও তথাকথিত বিয়েবহির্ভূত সম্পর্কের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। উম্মে খালিদ তাঁর প্রবন্ধে এ বিষয়ে প্রমাণসহ বইতে আলোচনা করেছেন। বইটি পড়ে বোঝা গেল, বর্তমানে ইয়াং জেনারেশন যারা নাকি ক্যারিয়ারের পিছনে ছুটে জীবন পার করছে, হস্তমৈথুনকে বৈধ ভাবছে, বিয়েকে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ চিহ্নিত করে বসে আছে, তাদের জন্য বইটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি বইটি পড়ার দ্বারা তাদের অন্তরের চোখ খুলবে।
হেদায়েতের মালিক আল্লাহ তাআলা।