শিশুরা ফুলের কলির মতো। কলি থেকে যেমন একটি পূর্ণাঙ্গ ফুলের জন্ম হয়, তেমনই শিশুদের থেকেই আলোকিত মানুষের জন্ম হয়। যারা আলোকিত করে সমাজকে, দেশকে; আলোকিত করে পৃথিবীকে। কিন্তু এই শিশুর বিকাশ যদি সুষ্ঠুভাবে সম্পন্ন না হয়, তবে ওর থেকে জন্ম হয় ভয়ংকর কোনো দানবের। যে শুধু নিজেই কলুষিত হয় না, কলুষিত করে সমাজকেও।
.
শিশুর বেড়ে ওঠা, সুষ্ঠুভাবে বিকশিত হওয়া—পুরোটাই নির্ভর করে পরিবারের ওপর। কোনো শিশুই জন্মগতভাবে পঙ্কিল চিন্তা-চেতনার অধিকারী থাকে না। তার পরিবার, তার সমাজ, তার পরিবেশ—তাকে অপরিচ্ছন্ন চিন্তা-চেতনার অধিকারী বানায়। তাই বোধশক্তি জন্ম নেওয়ার আগেই শিশুমনে রোপণ করতে হয় পরিশুদ্ধতার বীজ। যত্নে আগলে রেখে সে বীজকে অঙ্কুরোদ্গমের সুযোগ করে দিতে হয়। ঠিকমতন পরিচর্যা করলে সে অঙ্কুর একসময় পরিণত হতে পারে বিশাল মহীরুহে। আর যদি অবহেলায় অনাদরে সে বীজকে বেড়ে উঠতে দেওয়া হয়, তবে মহীরুহ হওয়া তো দূরের কথা, অঙ্কুরিত হওয়ার আগেই নষ্ট হয়ে যায় বীজ।
.
এ ক্ষেত্রে বাবা-মায়ের ভূমিকাটাই মূখ্য। বাবা-মা যেভাবে বাচ্চার পরিচর্যা করবে, সে অনুযায়ীই শিশুর মনস্তত্ত্ব গড়ে উঠবে। অনেক বাবা-মাই শিশু-পরিচর্যার নিয়মকানুন জানেন না। সময়-সুযোগ থাকা সত্ত্বেও শিশুর পরিচর্যায় মনোনিবেশ করেন না। ফলে বখে যায় অনেক শিশুই। বখে যাওয়ার পর পিতা-মাতার হুঁশ ফিরে আসে। কিন্তু তখন জল অনেক দূর গড়িয়ে যায়। কিছুতেই কিছু হয় না। কড়া শাসন-চাপ-ধমক কোনোটাই অন্ধকার থেকে ফেরাতে পারে না সন্তানকে।
.
তাই বাচ্চাকে গড়ে তোলার প্রকৃত সময় হলো বাল্যকাল। এ সময়েই আপনাকে নীতি-নৈতিকতা, ঈমান, ইসলামের বীজ বুনে দিতে হবে ওর অন্তরে। যেন সে বড়ো হওয়ার পর সেগুলোর শাখা-প্রশাখা গজায়। শিশুমনে ঈমানের পরিচর্যা বইটি মূলত পিতা-মাতাদের জন্যে একটি গাইডলাইন। বাবা-মায়েদের যারা তার আদুরে সন্তানকে ঈমানের নুর দ্বারা, ইসলামের রশ্মি দ্বারা ছোটবেলা থেকেই লালন-পালন করতে চান, তাদের জন্যে অসাধারণ সব দিক-নির্দেশনা দেওয়া হয়েছে এখানে। বইটি লিখেছেন বিখ্যাত মুসলিম সাইকোলজিস্ট ড. আইশা হামদান। যিনি কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত ছিলেন না, কর্মজীবনের বাস্তব অভিজ্ঞতাও ছিল তার ঝুলিতে। আর সর্বোপরি তিনি ছিলেন একজন সচেতন মা। যিনি সন্তান প্রতিপালনের পদ্ধতি সম্পর্কে আমাদের চেয়ে ঢের ওয়াকিবহাল ছিলেন। জীবনের পরতে পরতে জমে-থাকা অভিজ্ঞতাগুলো একত্র করে তিনি লিখেছেন Nurturing Eeman in Chlidren. শিশুমনে ঈমানের পরিচর্যা বইটি মূলত এরই বাংলা অনুবাদ।
Copyright © 2025 Seanpublication.com
Mahbuba Islam Disha –
ড. আইশা হামদান রহিমাহুল্লাহ এর “Nurturing Eeman In Children” গ্রন্থের বাংলা অনুবাদ “শিশুমনে ঈমানের পরিচর্যা”।
বইয়ের নামের প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো এখানে বলা হয়েছে “ঈমানের পরিচর্যা” বলা হয়নি “ঈমানের বপন” কারণ প্রতিটা শিশুর মনে ঈমানের বীজ সৃষ্টিগত ভাবেই বপন করা থাকে, প্রয়োজন শুধু পরিচর্যার। আর এই পরিচর্যার জন্য প্রয়োজন সঠিক দিকনির্দেশনার। আশা করা যায় “শিশুমনে ঈমানের পরিচর্যা” বইটি সেই দিকনির্দেশনার খোরাক মেটাতে সহায়ক হবে, ইনশাআল্লাহ।
গ্রন্থটির আলাদা বিশেষত্ব হলো এটি কেবল মাত্র ইসলামের দৃষ্টিকোণ থেকে প্যারেন্টিং এর ওপর রচিত কোনো গ্রন্থ নয়। এটি মূলত মুসলিম পিতা-মাতাদের ঈমানের ব্যাপারে প্রশিক্ষিত করার প্রচেষ্টা যার মাধ্যমে তারা তাদের সন্তানদের ইখলাস ও তাকওয়ার ধাপগুলো উন্নীত করাতে পারেন। ঈমানের ওপর জোর দেওয়ার কারণ হলো একমাত্র বিশুদ্ধ ঈমান থাকলেই পরিপূর্ণরূপে নিজের জীবনে ইসলামের প্রয়োগ ঘটানো সম্ভব।
প্রত্যেক বাবা-মায়ের আকাক্ষা থাকে তার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ হোক আর শুধুমাত্র ঈমানেরর প্রকৃত শিক্ষা পেলেই সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে দুনিয়ার জীবনেতো বটেই আখিরাতের অনন্ত জীবনেও, ইনশাআল্লাহ।
“শিশুমনে ঈমানের পরিচর্যা” বইটি সেই আকাক্ষা অর্জনে বাবা-মায়ের জন্য এক অসামান্য গাইডলাইন।
আল্লাহ সুবহানাহু তায়ালা লেখিকাকে উত্তম প্রতিদান দান করুন, বইটি প্রকাশনার জন্য যারা শ্রম দিয়েছেন তাদেরকেও।
লেখিকার পরিচয়:
ড.আইশা উটজ হামদান রহিমাহুল্লাহ একজন রিভার্টেড আমেরিকান মুসলিমাহ। West Virginia University Of Morgantown থেকে Clinical Psychology -এর উপর পি.এইচ.ডি ডিগ্রি অর্জন করেন।
American Open University Of Falls Crurch হতে গ্রহণ করেন ইসলামিক স্টাডিজ- এর উপর ব্যাচেলর ডিগ্রি।
তিনি আরব আমিরাত ও সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও মেডিকেল সেন্টারে পেশেগত অবদান রেখেছেন।
Saud bin Abdul Aziz University for Health Science ছিল তার সর্বশেষ কর্মস্থল।