সিয়ান আত্মোন্নয়ন প্যাকেজ

Original price was: ৳1,178.00.Current price is: ৳930.00.

আপনি সাশ্রয় করছেন 248 টাকা। (21%)

আমরা জীবনে সবচেয়ে ফলপ্রসূ যে বিনিয়োগটি করি—তা হলো নিজের প্রতি বিনিয়োগ। নিজের জ্ঞানগত ও আধ্যাত্মিক উন্নতির পেছনে চেষ্টা ও শ্রম দেওয়ার মতো বেস্ট ইনভেস্টমেন্ট আর হতে পারে না। আমাদের প্রিয় পাঠকদের আত্মোন্নয়নের সঙ্গী হতে আমরা সিয়ান থেকে নিয়ে এসেছি আত্মোন্নয়নমূলক পাঁচটি বইয়ের একটি চমৎকার প্যাকেজ।

সিয়ানের এই প্যাকেজটিতে থাকছে :

 

টাইম ম্যানেজমেন্ট

তথ্যপ্রযুক্তির অক্টোপাসে জড়ানো আধুনিক এই সময়ে জীবনটাকে আরেকটু যারা অর্থবহ করতে চান; পৃথিবীতে রেখে যাওয়ার মতো কিছু করতে চান তাদের জন্য সিয়ানের বই “Time Management” বাংলা অনূদিত হয়ে এসেছে “টাইম ম্যানেজমেন্ট” নামে।

একেবারে সহজ সরল সমীকরণে বইটি লিখেছেন ইসলামিক অনলাইন ইউনিভার্সিটির হেড টিউটরিয়াল এসিসট্যান্ট উস্তাদ ইসমাইল কামদার।

 

সেলফ কনফিডেন্স

আমরা মুসলিম। মুসলিম হিসেবে আমরা কিছু মৌলিক বিশ্বাস এবং আদর্শ ধারণ করি। আমাদের এই বিশ্বাস মোতাবেকই আমরা আমাদের জীবন পরিচালনা করি। তাই আত্মবিশ্বাস অর্জনের যেসব পদ্ধতি আছে, তার চেয়ে আমাদের অনুসৃত পদ্ধতি ভিন্ন হবে।  আমরা তা নিরূপণ ও অনুসরণ করব আমাদের আদর্শের আলোকে।

সেক্যুলার চিন্তাবিদরা মানুষকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্তিত্বশীল সত্তা মনে করেন। মানুষের যাবতীয় চাহিদা পূরণ করাটাকেই তারা জীবনের মূল উদ্দেশ্য মনে করেন। অন্যদিকে ইসলামি দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করলে আমরা কেবলই আল্লাহর দাস। তাঁর দেওয়া বিধান অনুসরণ করে তাঁর সন্তুষ্টি অর্জন করাটাই হলো আমাদের জীবনের আসল উদ্দেশ্য।

জীবন সম্পর্কে আমাদের এই ধারণা আত্মবিশ্বাসের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গিতেও প্রভাব ফেলে। ‘আমরা নিজেরাই নিজেদের চালানোর জন্য যথেষ্ট’—এ ধরনের ভাবনা আমরা লালন করি না। বরং আমরা আল্লাহর দাস। তাই নিজেদের যোগ্যতার ওপর আমাদের যে বিশ্বাসটুকু আছে, সেটা সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহর ওপর আমাদের বিশ্বাস থেকে আসে। আমরা এই বিশ্বাসটুকু পাই তিনি আমাদের যেভাবে সৃষ্টি করেছেন, তা থেকে এবং তাঁর করা ওয়াদা থেকে।

ইসলামি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে আত্মবিশ্বাস থাকাটা আরো বেশি শক্তিশালী ব্যাপার মনে হয়। কারণ, এক্ষেত্রে আমরা শুধু আমাদের নিজস্ব ক্ষমতার ওপর নির্ভর করছি না। আমাদের আত্মবিশ্বাসের শক্তিকে আরো বেশি বলীয়ান করছে আল্লাহর ওয়াদা। তিনি ওয়াদা করেছেন আমরা কল্পনাও করতে পারব না, এমনসব উপায়ে তিনি আমাদের সাহায্য করবেন। তাই আমাদের লক্ষ্য অর্জন করতে গিয়ে এমন অলৌকিক কিছুও ঘটতে পারে, যা অন্য কারো ক্ষেত্রে হয়তো হবে না।

 

ইসলামিক ম্যানেজমেন্ট

ইসলামের শিক্ষা মানুষকে এই জীবনে সফলতার জন্য প্রয়োজনীয় সব দিকনির্দেশনাই যথাযথভাবে দেয়—এই নিগূঢ় বিশ্বাসকে কেন্দ্র করে লেখা হয়েছে বইটি। অন্য কথায়, ইসলাম আমাদের যে নির্দেশনা দিয়েছে তা একেবারেই নিখুঁত। এর যথাযথ প্রয়োগ এই জীবনে এবং পরকালেও আমাদের সাফল্য এনে দেবে। ইসলামের শিক্ষাকে যদি আমরা একটা সামগ্রিক পরিকল্পনা হিসেবে দেখি, তবে সেখান থেকে আমরা ম্যানেজারিয়াল শিক্ষার অনেক গুরুত্বপূর্ণ উপাত্ত আহরণ করতে পারি।

সাইয়েদ কুতুব শহিদ তার তাফসির ‘ফী যিলালিল কুরআনে’ গনিমত ভাগ-বাটোয়ারার ফিক্‌হ নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছিলেন যে, আগে গনিমত প্রাপ্তির উপায় নিয়ে আলোচনা হোক, গনিমত অর্জিত হোক, তারপর ভাগ-বাটোয়ারার আলোচনা করা যাবে। সালাফদের ফিক্‌হের কিতাবে এগুলো তো সব বলাই আছে। মুসলিমদের এখন ম্যানেজমেন্ট নিয়ে অধিক পরিমাণ অধ্যয়নের সময় হয়েছে। আশা করা যায় খুব শীঘ্রই তারা গোটা পৃথিবীকে আবার নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ।

 

নবিজীবনে নেতৃত্বের শিক্ষা

সেক্যুলার রাজনীতিতে নেতৃবৃন্দের যে আনুগত্যের কথা বলা হয়, সেখানে মানুষকেই মানুষের প্রভু-উপাস্য বানিয়ে নেওয়া হয়; কারণ সেখানে মানুষই চূড়ান্ত, মানুষই সর্বোচ্চ, মানুষই সার্বভৌম—তাহার ওপরে নাই। পক্ষান্তরে ইসলামে নেতৃত্ব একটি ইবাদাত। নেতৃত্ব দেওয়া ও নেতৃত্বের আনুগত্য—উভয়টিই ইবাদাত। ইসলামে নেতৃবৃন্দের আনুগত্যকে সম্পৃক্ত করা হয়েছে আল্লাহর ইবাদাতের সঙ্গে—আর তা ততক্ষণ কার্যকর থাকবে, যতক্ষণ নেতৃবৃন্দ সৃষ্টিকে স্রষ্টার বিধানমতে পরিচালনা করবেন। তাই এখানে নেতৃত্ব অর্থ হলো, নিজে স্রষ্টার ইবাদাত করা এবং সকলের জন্য তাঁর ইবাদাতকে সহজ করে দেওয়া।

একটি জাতির উত্থানপতনের সঙ্গে নেতৃত্বের সংযোগ-সম্পর্ক অত্যন্ত গভীর। নেতৃত্বের অধঃপতন একটি জাতির পতন যেমন অনিবার্য করে তোলে, তেমনি নেতৃত্বের সংকটই একটি জাতির উত্থানকে করে বিলম্বিত। নেতৃত্বের লোভ ধনসম্পদ ও অর্থবিত্তের লোভের চেয়েও ভয়ংকর। ইসলামের ইতিহাসে মুসলিম জাতির যে উত্থানপতন দেখা যায়, তাতেও নেতৃত্বই মূল অনুঘটক। নেতৃবৃন্দের কারণেই জাতি মুখ থুবড়ে পড়েছে, আবার তাদের অবদানেই মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

মুসলিম জাতির সামনে নেতৃত্বের শিক্ষাগ্রহণের জন্য যে বিশুদ্ধ উৎস রয়েছে, তা অন্য কোনো জাতির নেই। আসমানি উৎস—স্বয়ং আল্লাহর নবি মুহাম্মাদ (সা.) এর বাস্তব জীবন। তাঁর জীবনের পরতে পরতে নেতৃত্বের যে শিক্ষা রয়েছে তাকে মুক্তা আহরণকারীদের মতো নিপুণতার সঙ্গে এই বইয়ে তুলে এনেছেন সমকালীন প্রথিতযশা লিডারশিপ ট্রেইনার মির্জা ইয়াওয়ার বেইগ। আশা করি আপনাকে জীবনে আরও এক ধাপ এগিয়ে নিতে বইটি অসামান্য ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।

 

ওয়া ইয়্যাকা নাস্তাইন : সকাল-সন্ধ্যা এবং নিরাপত্তা লাভের দুআ

দুআ হলো ইবাদতের মগজ। আমরা নানান কারণে অবাধ প্রসঙ্গে আল্লাহর শরণাপন্ন হই—হতে হয়। তাসবিহ-তাহলিলের মাধ্যমে আল্লাহর কাছে সাওয়াব ও নিরাপত্তা কামনা করি।

জিন শয়তান, মানুষ শয়তান—অনিষ্টের যত দিক; সেসব থেকে আমরা আল্লাহর আশ্রয় চাই। বিপদ থেকে মুক্তির প্রার্থনা করি। স্বাভাবিক জীবনাচারে অস্বাভাবিক কিছু আঁচ করতে পারলে তার থেকে উত্তরণে আল্লাহর সাহায্য চাই।

দুআ হলো ইবাদাত। বান্দার সমস্ত দুআ আল্লাহ কবুল করুন। কোনো দুআ সঙ্গে সঙ্গে কার্যকর হয়, কোনো দুআ তোলা থাকে এর চাইতে উত্তম প্রতিদানের জন্য। কিছু দুআ আবার সরাসরি প্রতিফল ঘটায় না।

আমরা আল্লাহর বান্দা। আল্লাহর কাছেই বলি হৃদয়ের যত কথা; সমস্ত যাতনা। তিনি শোনেন, বান্দাকে কবুল করেন। তার সমীপে দুআ পেশ করে আমাদের নিরাপত্তা ও কল্যাণ চেয়ে নেবার নিয়মিত পাঠের জন্য—ওয়া ইয়্যাকা নাস্তাঈন (সকাল-সন্ধ্যায় এবং নিরাপত্তা লাভের দু’আ)।

এই বইটি কমিউনিটিতে গিফট দিন

বইটি কিনে কমিউনিটিতে শেয়ার করুন—যাতে অন্যরাও সম্পূর্ণ বিনামূল্যে এর জ্ঞান ও আনন্দ উপভোগ করতে পারে!

আপনার ছোট্ট এই উপহার অনেকের জন্য খুলে দিতে পারে নতুন শেখার দরজা।

রিভিউ এবং রেটিং

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “সিয়ান আত্মোন্নয়ন প্যাকেজ”

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড বই