একজন মুসলিম নারীর প্রধান ক্যারিয়ার হল তার সংসার। নিজের সংসারকে ইসলামের একটি শক্তিশালী দূর্গ এবং ইসলামী প্রজন্ম গড়ে তোলার পাঠশালা হিসেবে সাজিয়ে তোলাই একজন নারীর স্বার্থকতা। ইসলামী সমাজ বিনির্মাণে একজন নারীর এমন অবদান কোন অর্থকড়ি দিয়ে কেনা সম্ভব না। মহান আল্লাহ তা’য়ালা প্রকৃতিগতভাবেই একজন নারীর মাঝে প্রজন্ম গড়ে তোলার অদৃশ্য যোগ্যতা দিয়ে রেখেছেন।
প্রজন্ম গড়ে তোলার অন্যতম কেন্দ্র হল সংসার, পরিবার। আর এই সংসার ও পরিবারের গুরুত্বপূর্ণ খুঁটি হল নারীর স্ত্রী এবং মায়ের পরিচয় ধারণ। তবে সমাজে এটাই নারীর একমাত্র পরিচয় না। সমাজে তার আরো বিভিন্ন পরিচয় থাকতে পারে। আবার কোন কোন নারীকে স্ত্রী কিংবা মা পরিচয় থেকে বঞ্চিত থেকে অন্যকোন পরিচয় ধারণ করেই জীবন কাটিয়ে দিতে হয়। বিষয়টা প্রথমত সমাজের সাধারণ বাস্তবতা। দ্বিতীয়ত একটি সংকটও বটে।
এই পরিস্থিতিতে বাস্তবতা হিসেবে একজন নারী উল্লেখিত দুটি পরিচয়ের বাইরে থেকেও ইসলামী সমাজ বিনির্মাণ এবং প্রজন্ম গড়ার আন্দোলনে অংশগ্রহণ করতে পারে। নারীর ভিতর আল্লাহপ্রদত্ত এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে উপযুক্ত ক্ষেত্র ও পরিবেশ তৈরির প্রতি ইসলামপন্থীদের মনোযোগী হওয়া জরুরী। আবার সংকট হিসেবেও এর নিরসনের জন্য মুসলিমদের দায়িত্ব হল ইসলামী শরীয়ার আলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
সিরাজাম বিনতে কামাল –
▪️অবতরণিকা:
______________
কিতাবমেলায় গিয়ে স্টলে স্টলে ঘুরছিলাম। এক স্টলে যেতেই দোকানী আমার হাতে বইটি তুলে দিয়ে বললেন, এটি দেখতে পারেন। আমিও নেড়েচেড়ে দেখলাম। নতুন শব্দ সায়িদাত। বইয়ের শিরোনাম আর নির্মল একটা প্রচ্ছদ দেখে পছন্দ হয়ে গেলো। কিনে নিলাম। এখন বইয়ের কথা মাথায় আসতে প্রথমেই ওই দোকানীর কথা মনে পড়ে, যিনি বইটি সাজেস্ট করেছিলেন। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিক।
▪️বই: সায়িদাত – আইবুড়ো নারী সংকট ও ভাবনা
▪️সংকলক: মুহাম্মাদ রশিদ আল আওয়ীদ
▪️অনূদিত: ইফতেখার সিফাত
▪️প্রকাশনী: মাকতাবাতুস সাইফ
▪️পৃষ্ঠা সংখ্যা: ৯৩
▪️মূল্য: ১২০/-
▪️বই কথন:
__________
আমাদের সমাজে এমন অনেক মেয়েই রয়েছে কোন না কোন কারণে যাদের বিয়ে হচ্ছে না, হয়নি বা দেরিতে হচ্ছে। সাধারণত এই বোনদের নিয়েই বইটি।
সমাজের মানুষ ভাবে নারী বা মেয়ে মানেই তার বিয়ে হবে, সংসার হবে, সন্তান হবে, পরিবার হবে একটা। আচ্ছা মেয়েদের কি আর কোন পরিচয় নেই? বিয়ে না হওয়া মানেই কি জীবন ব্যর্থ! হ্যাঁ, পরিবারের গুরুত্বপূর্ণ খুঁটি হলো স্ত্রী এবং মা। তবে এটাই নারীর একমাত্র পরিচয় না। সমাজে নারীর আরো বিভিন্ন পরিচয় থাকতে পারে।
স্ত্রী কিংবা মা এই পরিচয়ের বাইরে থেকেও একজন নারী ইসলামি সমাজ বিনির্মাণ এবং প্রজন্ম গড়ার আন্দোলনে অংশগ্রহণ করতে পারে। এজন্য দরকার ইসলামপন্থী মনোযোগ, পরিবারের সহায়তা, সমাজের মানুষের দৃষ্টিভঙ্গি বদলানো, আইবুড়ো নারীর নিজের চিন্তা চেতনা বদলানো এবং ইসলামি শরীয়ার আলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ অংশ বটে। কিন্তু জীবনের একমাত্র লক্ষ্য নয়। একমাত্র লক্ষ্য তো রব্বের প্রিয় হয়ে ওঠা, তাঁর দাসত্ব করা। বিয়ে তাঁর দেওয়া একটা পরীক্ষাও বটে। বিবাহিত মানেই সুখী জীবন না। যদি তাই হতো সমাজে এত বিবাহ বিচ্ছেদ হতো না, সংসারে অশান্তি হতো না, বিবাহিত ভাই বোনেরা চোখের জল ফেলতো না।
▪️বই অভ্যন্তরে:
_______________
মোট ২৭টি শিরোনামে বইটি সজ্জিত হয়েছে। যেখানে আইবুড়োর সংজ্ঞা, আইবুড়ো বোনদের প্রতি পরামর্শ, বিবাহ বিলম্বের বাহ্যিক কারণ, ইসলামে এর সমাধান, বিবাহের শর্ত, মহর ইত্যাদি আলোচনা করা হয়েছে।
পাঠকের সুবিধার্থে বইয়ের আরও কিছু টপিক উল্লেখ করছি:
🔸 বড় মেয়েকেই কেন প্রথমে বিয়ে দিতে হবে?
🔸 আপনি কি আত্মহত্যার কথা ভাবছেন?
🔸 আইবুড়ো নারীর আহাজারি
🔸 প্রস্তাবকারীরা যেন ফিরে না যায়
🔸 একজন আইবুড়ো নারীর সাক্ষাৎকার
🔸 এক সুখী আইবুড়ো নারীর চিঠি
🔸 নিয়মতান্ত্রিক পড়াশোনা আগে নাকি বিবাহ
🔸 অনেকের চেয়েও সুখী আপনি ইত্যাদি।
▪️বইটি কে পড়বেন? কেন পড়বেন?
____________________________
▪️আপনি যদি বিবাহ বিলম্বে পড়া কোন বোন হোন, তাহলে এই বই আপনার সাহস জোগাবে। ডিপ্রেশন কাটিয়ে আপনার মূল্যবান সময়কে কাজে লাগাতে সাহায্য করবে। স্বস্তির পথ বাতলে দিবে।
▪️ আপনি যদি মুসলিম পুরুষ হোন, তাহলে এই বই আপনাকে একজন মুসলিম মুমিনা বোনের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করবে। সমাজের ঘৃণ্য প্রথা ভেঙ্গে আপনাকে সাহসী পদক্ষেপ নিতে অনুপ্রেরণা জোগাবে। কোন এক সালিহাতের হাত কবুলের মধ্য দিয়ে আপনি হতে পারবেন সময়ের সাহসী পুরুষ।
▪️আপনি যদি হোন অভিভাবক তো আপনার কিংবা আপনার ফ্যামিলির নেওয়া ভুল পদক্ষেপগুলো চোখে পড়বে, আপনি সচেতন হবেন ভবিষ্যতের জন্য।
▪️যবনিকাপাত:
_______________
বিবাহ মহান আল্লাহ তা’য়ালার একটি রিজিক। তিনি তাঁর বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা, তাকে দান করে থাকেন। জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা। তাঁর উবূদিয়্যাত বাস্তবায়ন করা, বিশেষ অর্থে এবং ব্যাপক অর্থে।
এক আইবুড়ো বোন বলেছিলেন, ❝খোদার শপথ! আমাদের সুখের ব্যাপারে আল্লাহ ছাড়া কারো অনুমান নেই। যদি দুনিয়াবাসী তা জানতো তবে তা ছিনিয়ে নেওয়ার জন্য তরবারি দিয়ে যুদ্ধ করতো।❞
তো বিয়ে হচ্ছে না ভেবে জীবন শেষ, মন খারাপ করে বসে না থেকে বরং অফুরন্ত সময়টা কাযে লাগানোই শ্রেয়। আল্লাহর সাথে হৃদ্যতা প্রাপ্তির এটাই শ্রেষ্ঠ সুযোগ।
আমি মনে করি বইটি সকলের জন্য অবশ্য পাঠ্য একটি বই। বইটি পাঠের মাধ্যমে কিছুটা হলেও মানুষের চিন্তা চেতনার পরিবর্তন হবে, ইন শা আল্লাহ!