কিছু গল্প শুধু গল্প নয়। কিছু কাহিনি শুধু ইতিহাস নয়। কিছু গল্প থাকে জানার, শেখার, শেখাবার। কিছু গল্প থাকে ঈমানকে সজ্জিত করার। কিছু গল্প থাকে আমলকে সুসংহত করার। কিছু গল্প থাকে আখলাককে শিকড় থেকে শিখরে পৌঁছে দেবার। কিছু গল্প থাকে ধৈর্যকে অবিচল রাখার।
জীবনঘনিষ্ঠ এমন কিছু গল্পের শিরোনামই ‘রোদেলা দিনের গল্প’। যা আপনার ঈমান, আমল, সবর, শোকর, সালাত, সাওম; মোটকথা, ইসলামের নানা বিষয়কে করবে উজ্জীবিত-সুসংহত। আপনাকে পৌঁছে দেবে শিকড় থেকে শিখরে। গোলাম থেকে আল্লাহর প্রিয়দের কাতারে…
সিরাজাম বিনতে কামাল –
▪️অবতরণিকা:
_______________
কিছু গল্প শুধু গল্প নয়। কিছু কাহিনি শুধু ইতিহাস নয়। কিছু কিছু গল্প থেকে জানা যায় অজানা অনেক কিছু, কিছু গল্প বিবেক নাড়িয়ে দেয়, অন্তর্দৃষ্টি খুলে দেয়, ঈমান মজবুত করে, বিশ্বাস আর ভালোবাসার শেকড় প্রোথিত করে হৃদগভীরে।
ঠিক এমনই কিছু গল্পের সমন্বয়ে বই ❝রোদেলা দিনের গল্প❞। যেখানে গল্পগুলো সাজানো হয়েছে সালাত, সাওম, সবর, শোকর, ঈমান, আমল এ’সব নিয়ে।
▪️বই কথন:
____________
বইয়ে মোট ২৩টি গল্প রয়েছে৷ কিছু জনপ্রিয় মুখ লিখেছেন গল্পগুলো। ১৬ জন লেখক-লেখিকার গল্পপ্রবন্ধ মলাটবদ্ধ হয়েছে বইটিতে।
🔸লেখকবৃন্দ: মাহদি হাসান, আরিফুল ইসলাম, মুহাম্মদ মুশফিকুর রহমান মিনার, আলী আব্দুল্লাহ, আব্দুল্লাহ আল মাসউদ, মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ, সাইফুল্লাহ আল মাহমুদ, মাহমুদ আহমাদ, ইবনে আদহাম।
🔸লেখিকাবৃন্দ: সানজিদা সিদ্দিকা কথা, আনিকা তুবা, হামিদা মুবাশ্বিরা, তাহনিয়া ইসলাম খান, আফিফা আবেদিন সাওদা, শারিন সফি অদ্রিতা, নুসরাত জাহান মুন।
ছোট ছোট গল্পগুলো এক বসাতেই শেষ করে ফেলার মতো। কিছু গল্প পড়ে মুচকি হেসেছি, কিছু গল্প পড়ে মন খারাপ হয়েছে, কিছু গল্প থেকে অজানা কিছু জেনে বেশ অবাক হয়েছি, কিছু গল্প পড়ে বলে উঠেছি ‘আসলেও ঠিক তাই’। কিছু গল্পের আড়ালে রয়েছে ইতিহাসের শ্রেষ্ঠ ব্যক্তিবর্গ।
🔸প্রথম গল্প ‘সবর ও পুরস্কার’ যেখানে লেখিকা সানজিদা লিলিপুর আদলে দেখিয়েছেন নারী সাহাবী উম্মে সুলাইম বিনতে মিলহানকে রা.।
🔸আনিকা তুবা’র ‘খাদ’ গল্পটি পড়ে কান্না চলে আসছিল। যেখানে লেখিকা ২০এপ্রিল ১৯৮৫ সালে সোভিয়েত বাহিনীর শোচনীয়ভাবে পরাজয়ের কথা লিখেছেন। আর তখন যুদ্ধে শহীদ হয় নাবিলা নামের এক মায়ের কলিজার টুকরো ছেলে উমর।
🔸হামিদা মুবাশ্বিরা’র লেখা প্রবন্ধ বতাকদিরে বিশ্বাসের স্বরূপ: এটা কি কোন গোলকধাঁধা?’ – এই লেখাটা বেশ ইউনিক লেগেছে। মাশা’আল্লাহ। যার শেষ কথা ছিল, কাজের ফলাফলের জন্য নয় বরং কাজের চেষ্টার বিষয়েই আমাদেরকে জিজ্ঞাসা করা হবে।
🔸আনিকা তুবার ‘তুমি শক্ত হয়ে জমে থেকো’ গল্পটিতে সেকুলার শিক্ষাব্যবস্থায় মেয়েদের হিজাব নিকাব নিয়ে ভোগান্তির কথা আলোচনা করা হয়েছে।
🔸শারিন সফি অদ্রিতার ‘তাঁর মতো কেউ নেই’- সূরা ইখলাস পাঠের পর লেখিকার অনুভূতির কথা বলেছেন। আদলেই প্রিয় রব্বের মতো আর কেউ নেই।
‘আমাদের জন্য সমুদ্র কেন দুভাগ হয় না?’- এখানে বলা হয়েছে, নবী মূসা আ: এর জন্য সমুদ্র দুভাগ হয়েছিল, কিন্তু আমাদের বেলায় তা হয় না কেনো!
‘অন্ধকার থেকে আলোতে’ – ইউনুস আ: এর মাছের পেটে যাওয়ার কাহিনি থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় আলোচিত হয়েছে।
🔸তাছাড়া মাহদি হাসানের- সুখতত্ত্ব, আরিফুল ইসলামের- সত্য: শুনলাম এবং মেনে নিলাম, সাধারণ মানুষদের ইলম অর্জনের পথ ও পদ্ধতি- আব্দুল্লাহ আল মাসউদ, গুচ্ছ গুচ্ছ গল্প কিংবা অগল্প- মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ, শরিয়া আইনে ধর্ষকের বিচার ও সাক্ষ্যপ্রমাণ নিয়ে বিভিন্ন প্রশ্ন ও জবাব- মুহাম্মদ মুশফিকুর রহমান মিনার, তারাই হলো সফলকাম- ইবনে আদহাম এগুলোও উল্লেখযোগ্য এবং শিক্ষণীয়-ও বটে।
▪️অবশেষে:
_____________
যারা গল্প প্রবন্ধ পড়তে ভালোবাসেন, ছোট ছোট লেখার মাধ্যমে অনেক কিছু জেনে বুঝে নিতে চান তারা এই বইটি পড়তে পারেন। একেকটা গল্প আমাদের একেক ধরণের ম্যাসেজ দেয়। আলহামদুলিল্লাহ! প্রত্যেকটা গল্প প্রবন্ধই আমার ভালো লেগেছে। এক বসাতেই শেষ করে ফেলার মতো বইটি।
▪️বই পরিচিতি:
______________
বই: রোদেলা দিনের গল্প
লেখক: মুহাম্মদ টিম
প্রকাশনী: মুহাম্মদ
পৃষ্ঠা সংখ্যা: ১৫৯
মলাট মূল্য: ২৩৫