fbpx
রাসূল সা: এর বাড়িতে একদিন
রাসূল সা: এর বাড়িতে একদিন

রাসূল সা: এর বাড়িতে একদিন

লেখক : শাইখ আব্দুল মালিক আল কাসিম
প্রকাশনী : উদ্দীপন প্রকাশন
বিষয় : সীরাতে রাসূল (সা.), সুন্নাত ও শিষ্টাচার

অনুবাদক: রাশেদুল আলম

118

You Save TK. 42 (26%)

রাসূল সা: এর বাড়িতে একদিন

Share This Book:

ক্যাশ অন ডেলিভারী

৭ দিনের মধ্যে রিটার্ন

ডেলিভারী চার্জ ৬০ টাকা থেকে শুরু

Description

বইটি মূলত খুব সংক্ষেপে রাসূল সা: এর দৈনদিন্দন জীবন এর সুন্নাহ নিয়ে লেখা।
কেমন ছিল তাঁর আচরন, খাবার, ঘুম, নামাজ, দোয়া ইত্যাদির সুন্দর বিবরন নিয়েই সাজানো বইটি

Author

Author

শাইখ আব্দুল মালিক আল কাসিম

Reviews (1)

1 review for রাসূল সা: এর বাড়িতে একদিন

  1. সিরাজাম বিনতে কামাল

    🌿প্রারম্ভিকা:
    ——————-

    কেমন হয় যদি আমরা ফিরে যাই আমাদের সোনালী অতীতে। চৌদ্দ-শত বছর পূর্বে আমাদের প্রিয় নবী (সা:) জীবনে। আমরা হাঁটব সেই পথে যে পথে আমাদের পিয়ারা নবী(সা:) হাঁটতেন। কখনো কখনো সাহাবাগণের মত আমরাও মজলিসে বসে যাবো নবীর(সা:) সান্নিধ্যে। হৃদয় জুড়াবো নবীর(সা:) পবিত্র মুখ নিঃসৃত পবিত্র কথকতায়। খুবই ভালো হবে তাই না!

    আসুন আমরা চৌদ্দ-শত বছর পূর্বে একবার ফিরে যাই ও ইতিহাসের পাতা উল্টাই, তা পড়ে প্রতিটি পৃষ্ঠার লাইনগুলির বাস্তবতা অনুধাবন করি এবং প্রতি পৃষ্ঠায় ও লাইনে চিন্তা ফিকির করি। আর আমরা যিয়ারতের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করি। সরাসরি পর্যবেক্ষণ করি তাঁর অবস্থা ও ঘটনাবলি এবং শ্রবণ করি তাঁর বাণী। নবীর ঘরে শুধু একদিন অবস্থান করি। একদিনই আমাদের জন্য যথেষ্ট। সেখান থেকে আমরা শিক্ষা ও উপদেশ গ্রহণ করি এবং তাঁর কথা ও কর্ম দ্বারা নিজের জীবন উজ্জ্বল করি।

    🌿রিভিউ কথন:
    ——————–

    মানুষের শিক্ষা- দীক্ষার দ্বার উন্মুক্ত হয়েছে এবং তাদের পাঠ অভ্যাসও বৃদ্ধি পেয়েছে, এবং তারা কিতাব, পত্র-পত্রিকা, ফিল্ম ও অন্যান্য মিডিয়ার মাধ্যমে পাশ্চাত্য ও প্রাচ্যে তড়িৎ যিয়ারত করে থাকে। অথচ তাদের সে যিয়ারতের চেয়ে শরীয়ত সম্মত আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যিয়ারত অগ্রাধিকার প্রাপ্ত, সেখানে আমরা যা দেখব ও যা জানব তার প্রতিটি ঘটনার শিক্ষাকে স্বীয় জীবনে বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হবো। আমরা এ অল্প পরিসরে তাঁর ঘরের বিশেষ বিশেষ অবস্থারই অবতারণা করব। যেগুলি আমাদের অন্তরে লালন ও আমাদের ঘরে বাস্তবায়ন করা অপরিহার্য।

    ♦ এই বইয়ের মাধ্যমে আমরা এক ভ্রমণে বের হবো। প্রিয় নবীজির বাড়িতে প্রবেশ করব। দেখবো কেমন ছিলেন প্রিয় নবীজি! কেমন ছিলেন তিনি দেখতে, তাঁর হাসি, কান্না, চালচলন, কথাবার্তা, খানা, ঘুম, আমল, ইবাদাত!

    রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনাদর্শ, পরিবারের লোকদের সাথে, স্ত্রী-কন্যাদের সাথে, ছোট শিশুদের সাথে, পাড়াপ্রতিবেশীদের সাথে, নিকটাত্মীয়দের সাথে এবং দূরের ও কাছের মানুষের সাথে তাঁর আচরণ কেমন ছিল, কেমন ছিল তাঁর ব্যক্তিগত জীবন ও রাষ্ট্রীয় জীবন! এ-সব কিছুই আমরা জানতে পারবো এই বই পড়ার মাধ্যমে।

    এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রায় পুরো জীবনের আদর্শকে সংক্ষেপে কিন্তু সুনিপূণভাবে, নির্ভরযোগ্যতার সাথে আরব বিশ্বের সুপরিচিত লেখক শাইখ আব্দুল মালেক আল কাসিম ‘ইয়াওমুন ফি বাইতির রাসূল’ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামে একটি গ্রন্থে একত্র করেছেন।

    উক্ত গ্রন্থেরই বাংলা অনুবাদ ‘রাসূল সা. এর বাড়িতে একদিন’।

    বইটি খুবই সহজ ও সাবলীল ভাষায় অনুবাদ করা হয়েছে । অনুবাদে কোন ধরণের কাঠিন্যতা ও দূর্বোধ্যতা নেই।

    আল্লাহ তাআলা আমাদের সকলকেই দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ করার তাওফিক দান করুন এবং আখেরাতে তাঁর পবিত্র হাতে হাউজে কাউসার পান করার মাধ্যমে তৃপ্ত করুন। আমীন।

    🌿অবশেষে:
    —————–

    প্রিয় নবীজির বাড়িতে প্রিয় নবীজির সাথে একটা দিন কাটাতে চায়লে বইটি আপ্নিও পড়ে নিতে পারেন।

    আমাদের আদর্শ আমাদের প্রিয় নবী (সা:)। আমরা তাঁর সুন্নাহ আঁকড়ে ধরে থাকবো, তাঁকে জানার চেষ্টা করবো। নবীজিকে ভালোবাসা ঈমানের দাবি। কারণ হাদীসে এসেছে, যে পর্যন্ত কেউ তার জীবন, পরিবারের চেয়েও অধিক ভালোবাসা নবী (সা:) কে ভালোবাসতে না পারবে ততদিন সে প্রকৃত মুমিন হবে না।

    আমাদের প্রিয় নবী (সা:) যিনি ঘোর বিপদের দিনে আমাদের জন্য ‘ইয়া উম্মতি’ ‘ইয়া উম্মতি’ বলতে থাকবেন, সেই প্রিয় নবীকে জানতে চাইলে বইটি পড়া শুরু করে দিন।

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

ধন্যবাদ, আপনার প্রি-অর্ডারটি গ্রহণ করা হয়েছে।

আপনার যে কোন প্রশ্ন অথবা অর্ডারে কোন পরিবর্তনের জন্য ০১৮৪৪২১৮৯৪৪ নাম্বারে কল করুন ।