হার্ড কভার
যখন কোনো বস্তুর নকল রূপ ব্যাপক হারে ছড়িয়ে পড়ে, তখন বস্তুটির আসল পরিচয় হারিয়ে যায়। সাধারণ মানুষ, যারা এগুলোর মাঝে পার্থক্য করতে পারে না, তারা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। নবিজির ﷺ-এর হাদীসের ক্ষেত্রেও তাই হয়েছে। আমাদের সমাজে ফজিলতের নামে চালিয়ে দেয়া নানান মিথ্যা বানোয়াট হাদীস এত বেশি ছয়লাভ করেছে যে, জাল হাদীস বলা হলে মানুষ হতভম্ব হয়ে যায়। ‘আগে তো কখনো শুনিনি!’ বলে জাল হাদীসের ওপর অটল থাকে অনেকেই।
.
একে তো এগুলোর ওপর আমল করা বিপদজনক, দ্বিতীয়ত এগুলোর ভয়াবহতা মাঝে মাঝে এত প্রকট হয় যে, দ্বীনের ভারসাম্য ও ন্যায়বিচার প্রশ্নবিদ্ধ হয়। তাই এ সম্পর্কে জানা এবং অন্যদের জানানো আমাদের সকল দায়িত্ব। আল্লামা গোলাম আহমাদ মোর্তজা এবং মাওলানা ডক্টর শাহ্ মুহাম্মাদ আবদুর রাহীম সমন্বয়ে রচিত এই বইতে সেই হাদীসগুলো সংকলন করা হয়েছে। এছাড়া কীভাবে জাল হাদীসের পরিচয়, বিশুদ্ধ হাদীসের গুরুত্ব, যুগে যুগে এর সংরক্ষণ পদ্ধতি ইত্যাদি ইতিহাস নিয়েও আলোচনা করেছেন বিশদ আকারে।
Reviews
There are no reviews yet.