মানুষের কাজের সুবিধার্থে আল্লাহ সময়কে দুইভাগে ভাগ করেছেন। সময়ের একটি অংশকে আমরা বলে থাকি দিন। আরেক অংশকে বলে থাকি রাত। দিন-রাতের আবর্তে ৭ দিনে হয় এক সপ্তাহ। ৩০ দিনে ১ মাস। ৩৬৫ দিনে ১ বছর। ১ বছরে মাস হলো মোট ১২টি।
আল্লাহ তাআলা অনুগ্রহ করে বিশেষ কিছু দিবস আর রজনীকে আমাদের জন্য সম্মানিত করে দিয়েছেন, যে দিবস বা রজনীর মর্যাদা আল্লাহ তায়ালার নিকট অন্যান্য দিবস ও রজনী থেকে অনেক বেশি। যেমন, শবে কদর হাজার মাস থেকে উত্তম। আরাফার দিনের রোজা পূর্বের এবং পরের ২ বছরের গোনাহের (সগিরা) কাফফারা হয়ে যায়। কিছু মাসের বিশেষ আমল যেমনভাবে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, ঠিক তেমনিভাবে আমাদের সমাজে কিছু কিছু মাসে এমন বহু আমল প্রচলিত আছে—যেগুলো সম্পূর্ণ বানোয়াট। কুরআন-হাদিসের সাথে যেগুলোর কোনো সম্পর্ক নেই।
বিশেষ কোনো মাস বা দিনের কোন ফজিলত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কোনটা প্রমাণিত নয়; এ বই আমাদেরকে সে সম্পর্কে পথপ্রদর্শন করবে ইনশাআল্লাহ। বইটিতে উক্ত বিষয়ের প্রত্যেকটি আয়াত, হাদিস, আসার-এর তথ্যসূত্র উল্লেখ করা হয়েছে। হাদিস নিয়ে পর্যালোচনা করা হয়েছে।
Reviews
There are no reviews yet.