কখনো ব্যক্তিগত আক্রোশ মেটাতে, কখনো কারও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে, কখনো অজ্ঞতায়, কখনো দলান্ধতায় আমরা নিজেদের মধ্যেই চারপাশে অনেক শত্রু তৈরি করে ফেলি। নিজেদের ব্যক্তিগত এই ক্ষোভকে আমরা ‘দ্বিনের স্বার্থ রক্ষা’, ‘সত্য উন্মোচন করা’, ‘উম্মাহর বৃহত্তর স্বার্থে’ নানান মোড়কে আড়ালও করে রাখি। দ্বিনকে ঢাল বানিয়ে নিজেদের মধ্যকার শত্রুতা বছরের পর বছর জিইয়ে রাখি। অতি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ঘণ্টার পর ঘণ্টা অহেতুক তর্ক, আক্রমণ-পাল্টা আক্রমণ, একে অপরকে খণ্ডনে আমরা ব্যস্ত হয়ে পড়ি। অথচ দিন শেষে এর কোনোটিরই কোনো ফায়দা নেই—না নিজের, না উম্মাহর।
আলোচ্য বইটি মূলত শাইখ সালমান আল আওদাহর কিছু প্রবন্ধ সংকলন, যেখানে তিনি সমালোচনা, সমালোচনাকে কেন্দ্র করে তৈরি হওয়া পারস্পরিক শত্রুতা, সমালোচক ও সমালোচনার শিকার হওয়া ব্যক্তিদের সমস্যা, এ থেকে উত্তরণের উপায়, এসব মতপার্থক্যকে মেনে নিয়েও কীভাবে একটি উম্মাহ হিসেবে আমরা এক থাকতে পারি তার কিছু মূলনীতি বয়ান করেছেন। এই আক্রমণ-পাল্টা আক্রমণের মাঝেও নিজেদের মধ্যে ইসলামের নৈতিক শিক্ষার চর্চার প্রতি গুরুত্ব আরোপ করেছেন।
বইটিতে মোট ২৯টি লেখা আছে। একেকটি লেখাকে সমালোচকদের কাছে এক একটি খোলা চিঠি বলা যায়। প্রতিটি লেখাই এমন, মনে হবে যে আপনার কথাই বলা হচ্ছে, যেন আপনাকেই কেউ চিঠি লিখেছে।
অশান্ত এই ফিতনার সময়ে আমরা আশাবাদী, এই বইটি আমাদেরকে নতুন কিছু শেখাবে। বাড়াবাড়ি আর ছাড়াছাড়ির মাঝামাঝি নববি আদর্শের কিছু পাঠ আমরা এখান থেকে পাব, যা আমাদের চলার পথের পাথেয় হতে পারে, ইনশাআল্লাহ।
সূচি :
১. ধন্যবাদ, প্রিয় শত্রু
২. বাহাসে নামেন না কেন?
৩. ধন্যবাদ, হে আবু বকর ও উমর!
৪. ভাই ইবনু জিবরিনের চিঠি
৫. ঈমান সবার আগে..
৬. প্রতিপক্ষ সঠিক হলে সন্তুষ্ট থাকুন
৭. কটাক্ষ করা : একটি আধুনিক কালচার
৮. কথা সত্য, মতলব খারাপ
৯. দ্বিনের ঢালে স্বার্থ হাসিল
১০. চলতি চিন্তাধারা
১১. যাহা বলিব, ন্যায় বলিব
১২. সমালোচনা ও সৌজন্য
১৩. সমালোচনা ও আত্মজিজ্ঞাসা
১৪. সমালোচনা ও আত্মনিয়ন্ত্রণ
১৫. নিরপেক্ষতা
১৬. এ পথ, ও পথ
১৭. অস্থির মানসিকতা
১৮. অন্তরের শান্তি
১৯. সহাবস্থান করতে শেখা
২০. সহাবস্থানই শক্তি
২১. সত্যিকারের অংশগ্রহণ
২২. সকল নবির সুন্নাহ
২৩. ব্যক্তিগত দায়িত্ব
২৪. মনে রবে কি না রবে আমারে?
২৫. শান্তসৌম্য
২৬. নৈতিক চরিত্রের পরীক্ষা
২৭. রাগের সময় আত্মসংবরণ
২৮. আমি তো ছিলাম ভালো
২৯. চলুন, সম্প্রীতি গড়ি
Reviews
There are no reviews yet.