অনেকটা অন্যরকম করে লেখা হয়েছে বইটি। বিশেষত আধুনিক এ সময়ের নারীদের কথা মাথায় রেখেই রচনার মধ্যে নতুন একটা ফ্লেভার যোগ করা হয়েছে। যারা একই সঙ্গে আধুনিক এবং ইসলামকেও মান্য করতে চায়; কিন্তু দুটোর মধ্যে সমন্বয় সাধনে ভীত, তাদের জন্য মসিহা রয়েছে এ বইয়ে।
বই থেকে একটি উদ্ধৃতি—
প্রিয় নাজিফা—
তুমি হয়তো একটু আনন্দ পেতে ফেসবুক ব্যবহার করবে। বান্ধবীদের সঙ্গে চ্যাট করতে সবার অলক্ষে ফেসবুকে প্রবেশ করবে। কিন্তু আমার এ কথাটা খুব মন দিয়ে শোনো এবং মনের মধ্যে চিরস্থায়ী করে গেঁথে ফেলো—ফেসবুক হলো একধরনের নেশা, এক প্রকারের ওয়ানওয়ে এন্ট্রি—একবার ঢুকলে বেরোতে পারবে না।
সময়ের কোনো এক আলবেলা মুহূর্তে অকস্মাৎ চোখে পড়বে কারও একটা লেখা কিংবা ছবির ওপর। তোমার মনের মধ্যে তার জন্য সামান্য হলেও খানিকটা দুর্বলতা সৃষ্টি হবে। না না… আমি তেমন কোনো দুর্বলতার কথা বলছি না, তুমি যেমনটি ভাবছো। দুর্বলতা বলতে আমি বোঝাচ্ছি খানিকটা ভালো লাগা, একটুখানি প্রশংসিত দৃষ্টি, সামান্য সহানুভূতি।
প্রত্যেক মানুষেরই কোনো না কোনো দুর্বলতা থাকে, থাকাটাই স্বাভাবিক। ফেসবুকে প্রবেশ করে কৌতূহলবশতই এদিক-সেদিক ঘুরতে ঘুরতে চোখ পড়ে যাবে তোমার নিজের কোনো দুর্বলতার দিকে। কারও কোনো লেখা পড়ে বুকে একটু চিনচিনে ব্যথা অনুভূত হবে, হয়তো এক চিমটি সহমর্মিতা জাগবে মনের মধ্যে। ব্যস, শুরু হলো মনের মধ্যে এক ইঁদুর-বিড়াল খেলা। এ খেলা বড় ভয়ঙ্কর!
Reviews
There are no reviews yet.