‘প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে।’ পবিত্র কুরআনের এ আয়াতটি আমরা প্রায় সকলেই মুখস্থ পারি; কিংবা এর অর্থটুকু হলেও জানি। কিন্তু কতটুকু আমরা মৃত্যুর মর্ম অনুধাবন করি? মৃত্যু নিয়ে কি আদৌ আমরা ভাবি? অথচ একটা সময় আসবে, যখন আমাদের মৃত্যু নিয়ে ভাবতে হবে; ভাবতে হবে মৃত্যু-পরবর্তী জীবন নিয়ে। সে জীবনে নিজের অবস্থা কেমন হবে—এমন সকল প্রশ্ন নিয়ে আমরা ভাবব; ভাবতে বাধ্য হব। সে সময়টাই আমাদের এ জীবনের অন্তিম মুহূর্ত।
–
এ দুনিয়া থেকে যত মানুষ বিদায় নিয়েছে, সবাইকে অন্তিম মুহূর্তের কষ্ট-যন্ত্রণা সয়ে যেতে হয়েছে। নবী-রাসুল আলাহিমুস সালামের জন্যও কষ্ট-যন্ত্রণার এ অন্তিম মুহূর্তটি এসেছিল। এসেছিল সালফে সালেহিনের জীবনেও। জীবন-সায়াহ্নে আসা সে সময়টা নিয়ে আমাদের বিভিন্ন প্রশ্ন, নবী-রাসুল ও সালফে সালেহিনের শেষ সময়ের চিত্রগুলো উঠে এসেছে ‘অন্তিম মুহূর্ত’ বইটিতে। এটি শাইখ আব্দুল মালিক আল-কাসিমের الأنفاس الأخيرة গ্রন্থের অনুবাদ।
অনুবাদ : আব্দুল্লাহ ইউসুফ
বইটির পৃষ্ঠা সংখ্যা : ৮৮
Umme Suraiya –
বিসমিল্লাহির রহমানির রহিম
বই:অন্তিম মুহূর্ত
লেখক:শাইখ আব্দুল মালিক অাল কাসিম
প্রকাশনী:রুহুমা পাবলিকেশন
মূল্য :১১৫ টাকা (মুদ্রিত)
”দুনিয়া… জীবনের শেষ মুহূর্ত…আখিরাত”যখনই শব্দ গুলো নিয়ে ভাবি হৃদয়ের মাঝে ভীষণ জোরে একটা ধাক্কা দেয়। রোজ রাতে ঘুমানোর আগে একটি আয়াত একবার হলেও পড়ি।তাহলো;
کل نفس ذاٸقة الموت
অর্থ:প্র্যতোক প্রণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
কিন্তু মৃত্যুকে নিয়ে আমরা বাস্তবে কতটুকুই বা চিন্তা করি?কতটুকুই বা মৃত্যুর স্বাদকে অনুভবের চেষ্টা করি? কতটুকু…..?
” অন্তিম মুহূর্ত “বইটি মূলত এমন একটি বই, যেখানে জীবনকে তুলনা করা হয়েছে একজন সফরকারী পথিকের জীবন হিসেবে এবং মৃত্যুকে স্টেশন। যে স্টেশন আমাদেরকে অতিক্রম করতেই হবে। একান্ত একাকি…একাকি-ই অতিক্রম করতে হবে।
আলহামদুলিল্লাহ বইটির প্রতিটি পেইজ মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়।স্মরণ করিয়ে দেয় অন্তিম মুহূর্তের কথা। এ দুনিয়া থেকে যতজন বিদায় নিয়েছে সবাইকে অন্তিম মুহূর্তের কষ্ট যন্তণা সহ্য করে যেতে হয়েছে। নবী-রাসূলগণ,সালাফা সালেহীনদের জীবনেও এ কষ্টকর মুহূর্ত এসেছিল। তারাও অন্তিম মুহূর্তের তিক্ত স্বাদ অনুভব করেছেন।কেমন ছিল সেই তিক্তর কঠোরতা…তা নিয়েই বইটি তে আলোচনা করা হয়েছে।
আমরা জানিনা, মৃত্যু আমাদের জন্য কোথায় অপেক্ষারত?মুহূর্তের মধ্যে যেকোনো সময় হয়ে যেতে পারে আমাদের অন্তিম মুহূর্ত। তাই উত্তম পরিণতির লক্ষ্যে সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকার তৌফিক যেন আল্লাহ আমাদের দেন।(আমিন)
রিভিউ দাতা :
Umme Suraiya