fbpx
অলসতার বিরুদ্ধে যুদ্ধ (পেপারব্যাক)
অলসতার বিরুদ্ধে যুদ্ধ (পেপারব্যাক)

অলসতার বিরুদ্ধে যুদ্ধ (পেপারব্যাক)

Author : ড. খালিদ আবু শাদি
Translator : হাসান মাসরুর
Publisher : রুহামা পাবলিকেশন
Category : অনুপ্রেরণা মোটিভেশন আত্ম-উন্নয়ন আত্মশুদ্ধি

140

You Save TK. 60 (30%)

অলসতার বিরুদ্ধে যুদ্ধ (পেপারব্যাক)

Share This Book:

ক্যাশ অন ডেলিভারী

৭ দিনের মধ্যে রিটার্ন

ডেলিভারী চার্জ ৬০ টাকা থেকে শুরু

Author

Author

ড. খালিদ আবু শাদি

হাসান মাসরুর

Reviews (1)

1 review for অলসতার বিরুদ্ধে যুদ্ধ (পেপারব্যাক)

  1. কামরুননাহার মীম

    কর্মহীন সকাল, অলস একটা দুপুর এভাবেই অজস্র সময় গড়িয়ে যায় জীবন থেকে। একটার পর একটা মুহুর্ত আমার আলসেমির মাঝেই কেটে যায়। আমার বহু কাজ “আজ করব, কাল করব” ভেবে ভেবেই শেষ মুহুর্ত এসে পড়ে। অতঃপর হারিয়ে যাচ্ছে জীবনের গুরুত্বপূর্ণ সময়, অলস থেকে আরেকগুণ বেশি অলস হওয়ার প্রতিযোগিতা চলছে আমার নফসের মাঝে। ইলম, আমলের ঘাটতিতে জীবন থেকে দ্বীনের দিশা হারিয়ে যাচ্ছে। কিছুতেই অলসতাকে কাটিয়ে উঠতে পারছিনা, কিছুতেই আমলে মনযোগী হতে পারছিনা। কোনোভাবেই অলসতা কাটিয়ে নিজের উন্নয়নে মনোনিবেশ করতে পারছিনা। আর আমার এই কাজকে সহজ করতে অবশেষে হাতে এলো ” অলসতার বিরুদ্ধে যুদ্ধ” বইটি।

    বইটিতে অলসতার পার্থিব লাভ ক্ষতি নিয়ে কিছু কথা, ইসলামের দৃষ্টিতে অলসতার পরিণাম বা প্রতীককে তুলে ধরেছেন। সালাফগণের কথা, রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস দ্বারা অলসতার নানা বিষয় আলোকপাত করা হয়েছে সংক্ষেপে। অলসতা নামক ব্যধিকে জীবন থেকে তাড়িয়ে দেওয়ার মোট দশটি উপায় বাতলে দিয়েছেন লেখক। প্রতিটি উপায়কে ভিন্ন ভিন্ন অধ্যায়ে আবার নতুন নতুন শিরোনামে যুক্ত করে সাজিয়েছেন বইটিকে। অলসতার বিদায়ের জন্য কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লার কাছে দু’আ করবো। মুনাফিকদের আলামত ‘অলসতা’-কে কীভাবে পরাজিত করে নিফাকের ভয় থেকে বেঁচে থাকব, প্রতিদানের বিশ্বাসকে বুকেধারণ করে অলসতাকে দূর করে কীভাবে জান্নাতের দিকে অগ্রসর হওয়া যায় সেসকল বিষয় হাদিসের আলোকে ফুটিয়ে তুলেছেন। শাস্তির ভয় থেকে বেঁচে থাকতে অলস মস্তিষ্ককে প্রোডাক্টিভ করার উপায় আলোচনা করেছেন হাদিসে হাদিসে কিংবা কুরআনের আয়াতের মাধ্যমে। অলসতাকে পরাজিত করতে লক্ষ্য স্থিরের ভূমিকা আলোকপাত করে জীবনে উন্নতি করার পথ সম্পর্কে জানিয়েছেন। এছাড়াও মুহাসাবা সহ আলস্যের বীজকে উপড়ে ফেলতে নানা উপায় চমৎকার শিরোনামে সাজিয়েছেন লেখক। অলসতা কেবল ইহকালীন নয় বরং পরকালীন জীবনের জন্যেও হুমকীস্বরুপ। আর সেই ব্যধির ক্ষতিকর প্রভাব কেমন আর নিরাময় কীভাবে ঘটবে তা জানতে বইটি পড়তেই হবে।

    যুবক হোক বা বৃদ্ধ প্রায় সবার মাঝেই অলসতা এক মারাত্মক ব্যধি হয়ে দাঁড়িয়েছে। অলসতার বীজ উপড়ে দিতে বহু প্রচেষ্টার পরেও মানব ব্যর্থতায় নিমজ্জিত হচ্ছে। লেখকের অসাধারণ চিন্তাভাবনাকে কয়েকটি গুরুত্বপূর্ণ উপায়ের মাধ্যমে ইসলামের দৃষ্টিকোণ থেকে আলোচনা করা নিঃসন্দেহে বইটির বিশেষ দিক। গতানুগতিক প্রবন্ধের চেয়ে বেশ অনেকটা ভিন্নতা বহন করে এই বইটি। প্রতিটি চমৎকার শিরোনামই পাঠককে বইটির ভেতর হারিয়ে যেতে বাধ্য করে৷ প্রতি পৃষ্ঠা পড়তে গিয়ে মনে হয়, “এ লিখা যেন একান্ত আমারই জন্য লেখা।” অসাধারণ ভাবভঙ্গি, অনুবাদকের সহজ সাবলীল অনুবাদ, গুরুত্বপূর্ণ কন্টেন্ট, লেখকের লেখনশৈলী বেশ বিমোহিত করেছে। একটিবারের জন্যও মনে হয়নি এই বিরক্তিকর কোনো প্রবন্ধ পড়ছি।

    কেন পড়বেন বইটি এই প্রসঙ্গে বলার আগেই আমি প্রশ্ন জুড়ে দিতে চাই, “বইটি কেন পড়বেন না?” অলসতার অন্ধকারে তলিয়ে যেতে যেতে জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো হারিয়ে ফেলছি আমরা। এভাবে অলসতায় সময়গুলো অপাত্রে বিলিয়ে দিতে দিতে মালাকুল মউত এসে পড়লে উপায় থাকবে আমল, ইলমের ঘাটতি পূরণের? অলসতার দূরীকরণে নানা পদক্ষেপে ব্যর্থ হৃদয় এই বইটির মাঝে খুঁজে পাবে নতুন দিশা। কার জীবনে অলসতা নেই? আমাদের প্রত্যেকের জীবনজুড়ে এই অলসতা আর সে অনুযায়ী অলসতা পরিহারের উপায় বাতলে দেওয়া বই কমই আছে। পড়তে পড়তে উপলব্ধির দ্বার উন্মোচিত হবে, হয়তো পেয়ে যাবেন পরিবর্তনের আলোকচ্ছটা কিংবা সম্পূর্ণ একটা গাইডলাইন।

    উম্মাহর মাঝের ঝিমিয়ে ধরা এক ভাব, ইতিহাসের বিজয়ী জাতির পশ্চাতপদতার কারণটা খুঁজতে শুরু করলে, অলসতাকেও খুঁজে পাওয়া যাবে। সময় কাটলেও অলসতার রেশ কাটিয়ে উঠতে পারিনা আমরা। ভুল পথে হাঁটতে থাকলে কীভাবেই বা পাব! অলসতার বীজকে উপড়ে ফেলে উম্মাহর মাঝে ছড়িয়ে দিব প্রোডাক্টিভিটি। আর এভাবেই একদিন অলসতার বিদায় ঘটবে, আকাশে বাতাসে বইবে আবারও বিজয়ের জয়ধ্বনি।

    বই সম্পর্কে কিছু কথা-
    বই: অলসতার বিরুদ্ধে যুদ্ধ
    লেখক: ড. খালিদ আবু শাদি
    অনুবাদ: হাসান মাসরুর
    পৃষ্ঠা: ১৫০
    মূল্য: ২০০৳

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

ধন্যবাদ, আপনার প্রি-অর্ডারটি গ্রহণ করা হয়েছে।

আপনার যে কোন প্রশ্ন অথবা অর্ডারে কোন পরিবর্তনের জন্য ০১৮৪৪২১৮৯৪৪ নাম্বারে কল করুন ।