fbpx
নবীজির দিনলিপি ﷺ (হার্ডকভার)
নবীজির দিনলিপি ﷺ (হার্ডকভার)

নবীজির দিনলিপি ﷺ (হার্ডকভার)

Author : আব্দুল ওয়াহহাব ইবনু নাসির আত-তুরাইরি
Translator : মুহাম্মাদ আব্দুল্লাহ, তাহিরা আমাতুল্লাহ
Publisher : মাকতাবাতুল আসলাফ
Category : সিরাহ ও সুন্নাহ

168

You Save TK. 72 (30%)

নবীজির দিনলিপি ﷺ (হার্ডকভার)

Share This Book:

ক্যাশ অন ডেলিভারী

৭ দিনের মধ্যে রিটার্ন

ডেলিভারী চার্জ ৬০ টাকা থেকে শুরু

Author

Author

আব্দুল ওয়াহহাব ইবনু নাসির আত-তুরাইরি

আব্দুল ওয়াহহাব ইবনে নাসির আত-তুরাইরী

তাহিরা আমাতুল্লাহ

মুহাম্মাদ আব্দুল্লাহ

Reviews (2)

2 reviews for নবীজির দিনলিপি ﷺ (হার্ডকভার)

  1. সিরাজাম বিনতে কামাল

    সিরাহ পড়ার লোভ আমি সামলাতে পারি না। কারণ, সিরাহ পড়ার ক্ষেত্রে প্রায় প্রতি লাইনে লাইনেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দরুদপাঠ করা যায়। আলহামদুলিল্লাহ! যে কোন সিরাহ আমার পছন্দের, অবর্ণনীয় ভালোবাসার। আজকের আলোচ্য বইটিও সিরাহ।

    🍁প্রারম্ভিকা:
    ——————–

    নবীজী মুহাম্মদ ﷺ!
    নবীজী ﷺ কে ভালবাসা ঈমানের দাবি। নবীজীকে ভালবাসা ব্যতীত একজন মুসলিমের ঈমান কখনো পূর্ণ হবে না। হাদীসে এসেছে, “তোমাদের কেউ পূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ না আমি তার কাছে স্বীয় পিতা, সন্তান ও সকল মানুষ থেকে বেশি প্রিয় না হব।” [বুখারী: ১৫]

    অপরিচিত কাউকে ভালবাসা যায় না। যার সম্পর্কে আমরা কিছু জানিই না সে’ই মানুষটার প্রতি আমাদের ভালবাসা জন্মাবে না। নবী ﷺ কে আমরা দেখিনি, কিন্তু সীরাত- নববী জীবনের ক্যানভাস। সীরাত পড়ে পড়েই আমরা জানতে পারব কেমন ছিলেন আমাদের প্রিয় নবী, মহান আদর্শ, শ্রেষ্ঠ মানব নবী মুহাম্মদ ﷺ!

    🍁বই অভ্যন্তরে:
    ————————

    “নবীজির ﷺ দিনলিপি” সীরাত বিষয়ক বইটি নবীজির প্রতিদিনকার কার্যকলাপ নিয়ে। নবীজির প্রতিদিন একই রকম কাটেনি তবে কিছু কিছু কাজ একই রকম ছিল। বইয়ের সূচিপত্রের দিকে তাকালে আমরা সহজেই তা বুঝতে পারবো। নিচে সূচিপত্রের কিছু অংশ তুলে ধরা হলো:

    ১/ দিনের প্রথম প্রহর
    ২/ সাত-সকালে নবীর সাথে
    ৩/ ফের মসজিদে
    ৪/ প্রিয় নবীর ক্বায়লুলা
    ৫/ পড়ন্ত দুপুরে
    ৬/ আসরের ওয়াক্তে
    ৭/ সূর্যাস্তের পর
    ৮/ রাতের প্রথম প্রহরে
    ৯/ গভীর রাতের ভ্রমণবীথি
    ১০/ ভোরের পূর্বে ঈষৎ ঘুম ইত্যাদি।

    🍁বইটি পড়ে যা জানতে পারব:
    ——————————————–

    বইটি পড়লে জানতে পারব পৃথিবীর শ্রেষ্ঠ মানব হয়েও আমাদের প্রিয় নবী ﷺ কত সাধারণ, মানবেতর জীবনযাপন করতেন। বইটি পড়তে পড়তে একসময় অজান্তেই দীর্ঘশ্বাস চলে আসে, হায়! কেন আমি নবীজির পবিত্র শহরে নবীজির সময়কালে জন্ম নিই নি।

    কেমন ছিল নবীজির ব্যবহার বাচ্চাদের সাথে! তিনি কেমন আচরণ করতেন সাহাবি, আনসার বা সমাজের অন্যান্যদের সাথে! তিনি তাঁর পরিবারের লোকজনের সাথে কেমন ছিলেন! কেমন হতো নবীজির সকাল, দুপুর, সাঁঝের বেলা রাতের প্রথম প্রহর বা গভীর রাত! কেমন ছিল নবীজির প্রতিটি মুহূর্ত! জানতে বইটি পড়ুন।

    বইটিতে কিছু হাদীস দু’তিনবার উল্লেখ হয়েছে। বর্ণনাসাপেক্ষে হয়তো এমনটা হয়েছে। তবে প্রথমে একটু বিরক্ত লাগলেও পরে ভাবলাম যাই হোক, এতে করে হাদীসগুলো বারবার পড়া হচ্ছে। এটা আরও সুবিধা, এতে সহজেই মনে থাকবে হাদীসগুলো।

    বইটিকে একটি সুন্নাহ এবং মাসনুন দু’আর বই বললেও কিন্তু ভুল হবে না। কারণ প্রিয় নবীর (সা:) প্রতিদিনকার কার্যক্রমগুলোই বইয়ে মলাটবদ্ধ হয়েছে। আলহামদুলিল্লাহ!

    🍁লেখক পরিচিতি:
    —————————-

    শায়খ আব্দুল ওয়াহহাব ইবনু নাসির আত-তুরাইরি সৌদি আরবের রিয়াদে অবস্থিত ‘ইমাম মুহাম্মদ বিন সাউদ ইসলামী বিশ্ববিদ্যালয়’ থেকে আলিমিয়্যাহ কোর্স সমাপ্ত করেন। পরবর্তীতে তিনি সেখানে ‘ঊলুমে শরীয়্যাহ’ ‘ঊলুমে সুন্নাহ আন নাবাবিয়্যাহ’ এর ওপর ইযাজাত লাভ করে একই বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে যোগ দেন। পাশাপাশি তিনি ‘জামে আল মালিক আব্দুল আজিজ’ মসজিদে খতিবের দায়িত্বও পালন করেন। তিনি সৌদি আরবের ব্যাংক অফ ফিন্যান্সের শরীয়াহ বোর্ডের সদস্য ছিলেন।

    তার বিখ্যাত গ্রন্থাবলির মধ্যে উল্লেখযোগ্য হলো: ইমাম কুরতুবী ওয়া মানহাজু ফী শারহ সহীহ মুসলিম, লাওহাত নাবাবিয়্যাহ, হাদীস আল ঘাদির, ক্বিসাস নাবাবিয়্যাহ, কাআন্নাকা মায়াহু ইত্যাদি।

    🍁পরিশেষে:
    ——————-

    কেমন হয় যদি একই মলাটে নবীজির (সা:) দিনলিপি আঁকা থাকে। ভোরের প্রথম প্রহর থেকে রাতের শেষ প্রহরের সামান্য এই সময়টুকুতেই আঁকা হয়েছে নবী-জীবনের সামগ্রিক চিত্র। যা মনে রাখাও খুব সহজ। চোখ বন্ধ করে কল্পনার ডানায় সওয়ার হয়ে শুধু দিবস-রজনি এই অল্প সময়ে নবীজির বিস্তর জীবনীর অবলোকন এককথায় অনন্য ও অসাধারণ অনুভূতি এনে দেবে পাঠককে।

  2. Rehmatullah Sojol

    বুদ্ধিমান মানুষ মাত্রই চায় নিজের দিনটাকে অনন্য সুন্দর ভাবে সাজাতে। আমরা সকলেই চাই যে, আমাদের পুরো দিনটা সুন্দর হোক, প্রোডাক্টিভ হোক। এইজন্য আমরা বিভিন্ন ওয়েবসাইট, বই, ম্যাগাজিন ইত্যাদি ঘাটি। আমরা এসব করি শুধুমাত্র নিজেদের সারাদিনে জন্যে একটা সুন্দর ফ্রেইমওয়ার্ক তৈরি করতে।
    .
    আচ্ছা, পৃথিবীর শ্রেষ্ঠ মানবের সারাদিনের ফ্রেইমওয়ার্ক কেমন ছিল? কেমন ছিল তাঁর সারাদিনের চিত্র যার আগেও তাঁর চেয়ে শ্রেষ্ঠ কেউ আসেনি এবং পরেও তাঁর চেয়ে শ্রেষ্ঠ কেউ আসবেনা? কেমন হয় যদি সেই মানুষটার সারাদিনের চিত্র আমরা জানতে পারি যার ব্যাপারে সৃষ্টিজগতের রব ঘোষণা দিয়েছেন যে, “যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্যে আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম নমুনা” [সূরা আল-আহযাব:২১]
    .
    আমাদের সামনে সেই মহামনবের সারাদিনের চিত্র একত্র করে ‘আলইয়াওম আন নাবাবিয়্যাহ’ নামক বইটি রচনা করেছেন আরবের বিখ্যাত আলিম – শাইখ আব্দুল ওয়াহহাব ইবনু নাসির আত-তুরাইরি। বাংলায় রুপান্তরের পর বইটিকে নাম দেওয়া হয়েছে– নবীজির দিনলিপি। বইটির বাংলা অনুবাদ করেছেন, মুহাম্মাদ আব্দুল্লাহ ও তাহিরা আমাতুল্লাহ। বইটির সম্পাদনা করেছেন, তরুণ আলিম আব্দুল্লাহ আল মাসউদ (হাফিযাহুল্লাহ)।

    • বইটির বিষয়বস্তু:

    সংক্ষেপে বলতে গেলে, আঠারোটির অধ্যায়ের সম্মিলনে গঠিত এই বইটিতে নবীজির ঘুম থেকে ওঠা থেকে নিয়ে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত কাজগুলোর বর্ণনা এসেছে। তাঁর সকাল কিভাবে হতো? ঘুম থেকে উঠে কি ছিল তাঁর প্রথম কাজ? তারপরেই বা কি করতেন? দুপুর বেলায় কাজ কি ছিল তাঁর? বিকেলটা কেমন ছিল নবিজির? সন্ধ্যা থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত সময়টা কিভাবে কাটাতেন তিনি?

    গল্পকথায় এইসব প্রশ্নের উত্তরমালারই সম্মিলন ঘটেছে– ‘নবিজির দিনলিপি’ বইটিতে।

    • পাঠানুভূতি:

    বইটির প্রতিটি অধ্যায়ের আলোচনাতেই খুব বেশি পুলকিত হয়েছি। পেয়েছি একটা ‘ইসলামিকলি প্রোডাক্টিভ’ দিনের আদর্শ চিত্র। দিনের কোন সময়টাতে নবিজি কি আমল করতেন সেগুলো জেনে যারপরনাই আনন্দিত হয়েছি। বিশেষ করে, একেবারে শেষ অধ্যায়ে ‘নবীজি সা. এর সমগ্র দিনের কার্যবিধির আলোকে একটি পর্যালোচনা’ নামে চব্বিশটি পয়েন্ট উল্লেখ করে দারুণ একটি পর্যালোচনা তুলে ধরা হয়েছে। যা পড়ে দারুন উপকৃত হয়েছি। তবে একটা কথা বলে রাখা ভালো। সেটা হলো, এই বইতে যেভাবে নবিজির দিনলিপি তুলে আনা হয়েছে; নবিজির জীবনের প্রত্যেকটা দিন যে সেভাবেই কেটেছে এমনটা কিন্তু নয়। বরং, তাঁর জীবনের সামগ্রিক চিত্র সামনে রেখে একটি দিনলিপি পাঠকের সামনে উপস্থাপন করাই ছিল বইটির উদ্দেশ্য। যেই উদ্দেশ্য পূরণে বইটি বেশ ভালোভাবেই সফল হয়েছে।

    • মন্তব্য:

    বইটির অনুবাদ ছিল বেশ চমৎকার; যা বইটি পাঠে আলাদা একটা মজা এনে দিয়েছে। আর সম্পাদকের প্রশংসা না করে তো পারাই যাবেনা। দক্ষ হাতে সম্পাদক সাহেব বইটিতে যোগ করেছেন গুরুত্বপূর্ণ অনেকগুলো টীকা। যা বইটিকে করেছে আরো বেশি সুখপাঠ্য। এছাড়াও বইটির দালিলিক পরিপক্বতা, অনুবাদের মান, পৃষ্ঠাসজ্জা এসবই গুণগত মান বজায় রেখেছে আলহামদুলিল্লাহ। বইটিতে সমালোচনাযোগ্য তেমন কিছুই চোখে পড়েনি।
    .
    পরিশেষে বলবো, নিজের দিনকে নববী আদর্শে সাজাতে চাওয়া প্রত্যেক মুসলিমের জন্যে ‘নবীজির দিনলিপি’ বইটি অবশ্যপাঠ্য।

    সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
    _____________________

    বই– নবীজির দিনলিপি
    প্রকাশনী– মাকতাবাতুল আসলাফ
    পৃষ্ঠাসংখ্যা– ১৫২ পৃষ্ঠা
    প্রচ্ছদ মূল্য– ২৪০ টাকা

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart

Sign in

No account yet?

ধন্যবাদ, আপনার প্রি-অর্ডারটি গ্রহণ করা হয়েছে।

আপনার যে কোন প্রশ্ন অথবা অর্ডারে কোন পরিবর্তনের জন্য ০১৮৪৪২১৮৯৪৪ নাম্বারে কল করুন ।