মানবজাতির কল্যাণে প্রেরিত বিধান সমূহ প্রচার ও প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহ্ তায়ালা স্বীয় অনুগ্রহে আদম (আঃ) থেকে মুহাম্মাদ (সঃ) পর্যন্ত যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন । এর মধ্যে পঁচিশজনের নাম কুরআনে এসেছে যারা সত্য ,ন্যায় ও তাদের দৃঢ়চিত্ত সংগ্রামের হৃদয়গ্রাহী কাহিনী বর্ণনা করে মানবতার সামনে সত্য, ন্যায় ও সুন্দরের অনুপম মানদন্ড উপস্থাপন করেছেন।এসব কাহিনী কেবল চিত্তবিনোদনের খোরাক নয়, বরং এক অবিরাম বিচ্ছুরিত আলোকধারা, যার প্রতিটি কণায় বিচ্ছুরিত হয় মানবতার সর্বোচ্চ নমুনা। নবী ও রাসূলগণের জীবনলেখ্য জানা ও তা থেকে শিক্ষা গ্রহণ করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য কর্তব্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য বাংলা ভাষায় এটা নিয়ে সেরকমভাবে কাজ হয়নি। এক্ষেত্রে ড. আসাদুল্লাহ আল গালিব কতৃক তিন খন্ডে রচিত নবীদের কাহিনী অসাধারণ এক কাজ। এই পুস্তকে নবী রাসূলদের কাহিনী বর্ণনার পাশাপাশি বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে সেসব কাহিনীর শিক্ষনীয় দিকগুলো তুলে আনা হয়েছে যা এক নতুন মাত্রা যোগ করেছে। আমরা আশা করি এর মাধ্যমে পাঠক সমাজ মানবজাতির প্রাচীন ইতিহাসের পাদপীঠে নিজেদেরকে নতুনভাবে মূল্যায়ন করতে সক্ষম হবেন এবং নবীগণের উন্নত জীবনকে উত্তম আদর্শ হিসেবে গ্রহণ করার প্রেরণা লাভ করবেন।
Copyright © 2024 Seanpublication.com
আব্দুর রহমান –
মানুষকে অন্যায় ও ধ্বংসের পথ থেকে ইসলামের দিকে ফিরিয়ে আনতে আল্লাহ তায়ালা যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। তার মধ্যে মাত্র ২৫ জন নবী রাসূলের কথা মহাগ্রন্থ আল কুরআনে বর্ণিত হয়েছে। তাদের মধ্যে ১৩ জন নবী-রাসূলের জীবনী নিয়ে ড. মুহাম্মদ আসাদুল্লাহ আল গালিব রচনা করেছেন “নবীদের কাহিনী ১” বইটি।
.
➤ সার-সংক্ষেপঃ-
“নবীদের কাহিনী ১” বইতে লেখক ১৩ জন নবী-রাসূলের জীবন কাহিনী সংযুক্ত করেছেন। তারা হলেন- হযরত আদম (আ:), হযরত নূহ (আ:), হযরত ইদরীস (আ:), হযরত হূদ (আ:), হযরত সালেহ (আ:), হযরত ইবরাহিম (আ:), হযরত লূত্ব (আ:), হযরত ইসমাইল (আ:), হযরত ইসহাক্ব (আ:), হযরত ইয়াকুব (আ:), হযরত ইউসুফ (আ:), হযরত আইয়ুব (আ:) ও হযরত শোয়াইব (আ:) । মানুষকে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনতে যারা নিজেদের বিলিয়ে দিয়েছেন ইসলামের পথে।
এছাড়াও বইয়ের শেষে পাঠ্যবইয়ের মত করে একটি প্রশ্নমালা সংযুক্ত করা হয়েছে। সেখানে নবী-রাসূলদের জীবনী থেকে বিভিন্ন প্রশ্ন করার পর বই থেকে পৃষ্ঠা উল্লেখ করে উত্তর নির্দেশ করা হয়েছে।
.
➤ বইয়ের কিছু বিশেষ বৈশিষ্ট্যঃ-
১। প্রত্যেক নবী-রাসূলের ঘটনা শেষে তার জীবনী থেকে অামাদের জন্য শিক্ষণীয় বিষয় কি রয়েছে তা তুলে ধরা হয়েছে।
২। প্রতিটি ঘটনা নির্ভরযোগ্য রেফারেন্স দিয়ে আলোচনা করেছেন।
৩। কোথাও দুর্বল, ভিত্তিহীন, বানোয়াট কাহিনী থাকলে বর্ণনা চিহ্নিত করা হয়েছে।
.
➤ ব্যক্তিগত অনূভুতিঃ-
নবী-রাসূলদের জীবনী নিয়ে চমৎকার একটি বই বলে মনে হয়েছে। বইটি খুব সুন্দর, সাবলীল ও স্পষ্ট লেখা হয়েছে যার ফলে সকলের বুঝতে সহজ হবে। তাই যারা সকল সকল নবী-রাসূলের জীবনী পড়ার কথা ভাবছেন তাঁদের জন্য এই বইটি পড়া আবশ্যক।