বিশিষ্ট সুফি শায়খ আবু আব্দুর রহমান সুলামি ছিলেন হিজরি পঞ্চম শতকের একজন বিখ্যাত মুফাসসির, মুহাদ্দিস এবং তাসাউফ শাস্ত্রের ইমাম। সমসাময়িক আলিমদের মধ্যে লেখালেখিতে তিনি ছিলেন অগ্রণী। ইসলামি জ্ঞান-বিজ্ঞানের অনেক বিচিত্র, অভিনব ও মূল্যবান বিষয়ে তিনি কলম ধরেছিলেন। বিশেষ করে সুফিদের জীবন ও দর্শন নিয়ে লেখা তাঁর তাবাকাত শ্রেণির গ্রন্থগুলো অসাধারণ বৈশিষ্ট্যপূর্ণ।
নারীদের তাসাউফচর্চা সম্পর্কে ‘যিকরুন নিসওয়াতিল মুতাআব্বিদাতিস সুফিয়্যাত’ শায়খ সুলামির এক মৌলিক গ্রন্থ। তাঁর মা ও নানি- দুজনেই বড় মাপের সুফি ছিলেন। হয়তো তাঁদের দ্বারা প্রভাবিত হয়েই তিনি এ বিষয়ে লেখালেখি করেছেন। কারণ সমকালীন ও পূর্বযুগের লেখকদের এ বিষয়ে স্বতন্ত্র কোনো গ্রন্থের কথা জানা যায় না। নারীদের তাসাউফ চর্চার ক্ষেত্রে তাই গ্রন্থটি এক ঐতিহাসিক দলিল।
এ গ্রন্থে তাবেই যুগ থেকে শায়খ সুলামির যুগ পর্যন্ত মোট ৮০ জন নারী সুফির পরিচয়, আধ্যাত্মিক অবস্থা ও শিক্ষা তুলে ধরা হয়েছে। শায়খ সুলামি এ গ্রন্থটি না লিখলে হয়তো চিরকালের জন্যই তাঁদের অনেকের নাম হারিয়ে যেত। তাঁদের আধ্যাত্মিক মর্যাদা ও মুজাহাদা সম্পর্কে জানাও আর সম্ভব হতো না।অমূল্য এ গ্রন্থটি আসলে এতদিন লোকচক্ষূর অন্তরালেই ছিল।
Copyright © 2024 Seanpublication.com
Reviews
There are no reviews yet.