টেলিভিশনে দেখেছি, গল্প শুনেছি কিংবা বইয়ে পড়েছি অনেক; কিন্তু গতকালই প্রথম সরাসরি নিজের চোখে দেখলাম—আমাদের মাসজিদে জুমুআর নামাযের পর এক শ্বেতাঙ্গ ক্যানাডিয়ান ইসলাম গ্রহণ করলেন। ইমামের সাথে প্রথমে আরবিতে এবং অতঃপর ইংরেজিতে শাহাদাহর বাক্যগুলো উচ্চারণ করলেন। সাথে সাথে পুরো মাসজিদ ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে প্রকম্পিত হলো। নবাগত মুসলিম ভাইটি কান্নায় ভেঙে পড়লেন। ইউসুফ এস্টেস সাহেব একবার এক ব্যক্তির শাহাদাহ কবুলের পর ব্যাখ্যা করলেন, কোনো ব্যক্তি যখন সত্যকে গ্রহণ করে, তখন তার হৃদয়ে আল্লাহর পক্ষ থেকে যে করুণাধারা বর্ষিত হয়, সে কারণেই তার দুচোখ প্লাবিত হয়, এর দ্বারা তার অতীতের সব পাপ পঙ্কিলতা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। হয়তো তাই শুধু তিনিই নন; বরং যে ভাইয়েরা তাকে জড়িয়ে ধরে নতুন জীবনের আহ্বান জানাচ্ছিলেন, তাদের চোখেও অশ্রু বাধা মানছিল না।
কী আশ্চর্য, একটু আগেও যিনি আমাদের কাছে আর দশজন শ্বেতচর্ম ব্যক্তি থেকে আলাদা কিছুই ছিলেন না, তিনিই মাত্র কয়েকটি শব্দ উচ্চারণ করে বনে গেলেন পৃথিবীব্যাপী রংবেরঙের কোটি কোটি মানুষের ভাই! এখন তিনি পৃথিবীর যেখানেই যাবেন, সেখানেই পাবেন হাস্যোজ্জ্বল মুখে ‘আসসালামু আলাইকুম’ অভিবাদন, সাহায্যের হাত নিয়ে এগিয়ে আসবে সাদা কালো লাল হলুদ আরও কত রকম মানুষ। আত্মার বন্ধনে আবদ্ধ হবেন পৃথিবীর নাম না জানা কোনো একটা প্রান্তরের নাম না জানা কোনো এক চেহারার সাথে শুধু এ কারণে যে, তারা দুজনেই বিশ্বাস করেন এবং বলেন ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ!’
Reviews
There are no reviews yet.