বড্ড কঠিন সময় পাড়ি দিচ্ছে মুসলিম উম্মাহ। প্রান্তিকতার এই অস্থির সময়ে তাই মধ্যমপন্থার আলোকমশাল জ্বালিয়ে দিতে হবে প্রতিটি অন্তরে। চরম কিংবা নরম; দুটোই বিপদ ডেকে আনতে পারে। প্রান্তিকতার দেয়াল ভেঙে মুক্তির নতিুন সূর্য আনতে “মধ্যমপন্থা” হতে পারে সফল মাধ্যম।
মধ্যমপন্থার ব্যাখ্যা, ক্ষেত্র, পরিসীমা ও প্রয়োগবিধি নিয়ে শায়েখ ইউসুফ আল কারজাভির চমৎকার উপস্থাপনা ‘মধ্যমপন্থা’ (ওয়াসিতিয়্যাহ) পড়ে নতুন করে ভাবার খোরাক পাওয়া যাবে।
Copyright © 2025 Seanpublication.com
Umme Suraiya –
বিসমিল্লাহির রহমানির রহিম
বই: মধ্যমপন্থা
লেখক :ইউসুফ আল কারজাভি
ভাষান্তর :শায়খুল আজম আকবর
প্রকাশনী:গার্ডিয়ান
মূল্য :১০০ টাকা
দুই ধরনের প্রান্তিকতার সাথে আমাদের বসবাস। একদিকে চরম বাড়াবাড়ি, অন্যদিকে চরম ছাড়াছাড়ি। বাড়াবাড়ি কিংবা শিথিলতার মাঝামাঝি কোনো অবস্থান কি আদৌ আছে?হ্যাঁ,আছে! আর আরবিতে আমরা এই মধ্যবর্তী অবস্থানের নাম হলো ওয়াসাতিয়্যাহ, বাংলায় যার অর্থ ‘মধ্যমপন্থা’।আর এটিই হলো বইটির আলোচনার মূল বিষয় বস্তু।
পাঠ পর্যালোচনা ও গুরুত্বপূর্ণ শিক্ষা সমূহ :
————————————————————-
আলোচ্য বইটিতে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ৫ টি অংশ রয়েছে। যার প্রতিটি আলোচনায় রয়েছে গুরুত্বপূর্ণ শিক্ষা। নিচে কিছু পয়েন্ট তুলে ধরা হলো-
১.মধ্যমপন্থার পরিচয়
২.ইসলামে মধ্যমপন্থা
৩.মধ্যমপন্থার সাথে আমাদের সম্পর্ক
৪.মধ্যমপন্থার বৈশিষ্ট্য
মতামত:
—————
ইসলামে মধ্যমপন্থার অবস্থান, পরিসীমা এবং প্রয়োগের প্রেক্ষিত বুঝতে এই গ্রন্থ আপনাকে দারুণ সহযোগিতা করবে, ইনশাআল্লাহ। আজকের এই কঠিন সময়ে মধ্যমপন্থার বোঝাপড়াটা খুব জরুরি। প্রান্তিকতার নামে কোনো বাড়াবাড়ি যেমন অপ্রত্যাশিত, ঠিক তেমন শিথিলতার নামে বুনিয়াদি ভিত্তিকে ধ্বংস করাটা বোকামি ও অনভিপ্রেত! মধ্যমপন্থি জাতি হিসেবে এই দুনিয়াকে গড়তে মুসলমানদের দায় ও দায়িত্ব অনেক বেশি।
শেষ কথন :
———————-
বইয়ের প্রচ্ছদ,পেইজ কোয়ালিটি, এবং বাইন্ডিং সবকিছুই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ।
বইটি আমাকে অনেক কিছু শিখিয়েছে। হৃদয়ের অন্তঃস্থল থেকে দোয়া সকলের জন্য যারা এই বইটি আমাদের হাত পর্যন্ত সাহায্য করেছেন।
রিভিউ দাতা :
Umme Suraiya