fbpx
মেঘ কেটে যায় (হার্ডকভার)
মেঘ কেটে যায় (হার্ডকভার)

মেঘ কেটে যায় (হার্ডকভার)

Author : ড. হুসামুদ্দীন হামিদ
Translator : আব্দুল্লাহ মজুমদার
Publisher : সমকালীন প্রকাশন
Category : অন্ধকার থেকে আলোতে


মেঘগুলো কেমন যেন! দলবেঁধে এসে ছেয়ে ফেলে আকাশটাকে। মেঘের আড়ালে ফিকে হয়ে যায় আকশের নীল। মেঘেরা তৈরি করে এক বিদ্ঘুটে পরিবেশ। নীল আকাশ ছেয়ে যায় এক গুমোট আবহাওয়ায়। থমথমে। নীরব। নিস্তব্ধ। হঠাৎ কোথা থেকে যেন এক টুকরো আলোক রশ্মি এসে মুহূর্তেই পাল্টে দেয় সব। কেটে যায় মেঘ। ফিকে হয়ে যাওয়া নীল ফিরে পায় তার রং। আলোতে আলোতে আবার ভরে ওঠে আকাশ।

আমাদের হৃদয়টাও নীল আকাশের মতো। আর, সন্দেহগুলো হলো কালো মেঘের প্রতিচ্ছবি। সেই প্রতিচ্ছবিগুলো যখন হৃদয়ের আকাশে এসে জমাট বাঁধতে শুরু করে, তখন হৃদয়ের পরিবেশ হয়ে ওঠে অশান্ত। তাতে ভর করে অবিশ্বাস। সন্দেহ আর অবিশ্বাসের দোটানায় ভাসতে থাকা হৃদয়, আস্তে আস্তে ভঙ্গুর হয়ে পড়ে।

এরপর? এরপর একদিন তাতে এক টুকরো আলো এসে পড়ে আর মুহূর্তেই কেটে যায় হৃদয়ের সকল অন্ধকার। সেই আলোতে পরিশুদ্ধ হয়ে আমাদের হৃদয় আবার বিশ্বাসের পথে চলতে শুরু করে। সকল সন্দেহ, অবিশ্বাস আর জড়তার বন্ধন ছিন্ন করে হৃদয়ের গহীন থেকে কেবল বিশ্বাসের সুর প্রতিধ্বনিত হয়।
হৃদয়ের মেঘ কেটে যাওয়ার সেই উপাখ্যান দিয়েই সাজানো হয়েছে মেঘ কেটে যায়

বইটির মূল বিষয়বস্তু একজন মুমিন ও একজন সংশয়ীর কথোপকথন; কিন্তু সংশয়ীর খোরাকের চেয়ে ঈমানওয়ালাদের খোরাক এই বইয়ে বেশি। তাওহিদ-রিসালাতের সত্যায়নের সঙ্গে আমার সত্তা যেন মিলেমিশে একাকার হয়ে যায়, আমার প্রতিটা নিঃশ্বাস যেন বলে তাওহিদ ও রিসালাত সত্য—এই আলোচনাই এখানে মূল প্রতিপাদ্য। আল্লাহর সিফাত ও রিসালাতের সত্যতা খুলে খুলে বিস্তারিত উঠে এসেছে এ বইতে, যা নাড়িয়ে দেবে আমাদের ভেতরটাকে।

188

You Save TK. 80 (30%)

মেঘ কেটে যায় (হার্ডকভার)

Share This Book:

ক্যাশ অন ডেলিভারী

৭ দিনের মধ্যে রিটার্ন

ডেলিভারী চার্জ ৬০ টাকা থেকে শুরু

Description

মানুষের হৃদয়টা খোলা আকাশের মতো। তাতে যেমন ভোরের সূর্যরশ্মি উছলে পড়ে, তেমনিভাবে সেই আকাশ ছেয়ে যেতে পারে সন্ধ্যার গাঢ়, নিকষ কালো অন্ধকারে। সেই আকাশে খেলা করতে পারে মুক্ত গাঙচিল। আবার, তাতে নেমে আসতে পারে রাজ্যের স্থবিরতা। নীলে নীলে নীলাভ হয়ে যাওয়া আকাশ মুহূর্তেই হয়ে পড়তে পারে কৃষ্ণগহ্বরের মতো অন্ধকার।

আমাদের হৃদয় হলো আকাশের মতো। তাতে যখন বিশ্বাসের ধ্বনি প্রতিধ্বনিত হয়, তখন আমাদের হৃদয়ের আকাশে খেলা করে সকালের সোনা রোদ। যখন বিশ্বাসের সুরে আমরা আমাদের হৃদয় আকাশকে রাঙিয়ে নিই, তখন হৃদয়ের ক্যানভাস হয়ে ওঠে আলো ঝলমলে।
আবার, যখন আমাদের হৃদয়ের আকাশে ভর করে অবিশ্বাসের মেঘ, তখন হৃদয়জুড়ে নেমে আসে অন্ধকার। সেই বিষাক্ত অন্ধকার গ্রাস করে নেয় সবকিছুকে। গিলে খায় সব নীল, সব সুন্দর।

অবিশ্বাস আর সন্দেহের করাঘাতে পৃথিবী আজ জর্জরিত। প্রশ্ন আর সন্দেহের নামে বিশ্বাসী অন্তরগুলোতে অবিশ্বাসের বিষবাষ্প ঢুকিয়ে দিতে একটা মহল সদা তৎপর। তারা প্রশ্ন আর মুক্তচিন্তার নামে সাজিয়ে রেখেছে অবিশ্বাসের পসরা। বিশ্বাসীদের ‘মুক্তচিন্তক’ আর মুক্তচিন্তার নামে পরিণত করতে চাইছে ‘অবিশ্বাসী’তে। ধর্মবিদ্বেষের বিষ অন্তরে ঢুকিয়ে দিয়ে ধর্মবাদীদের এরা দাঁড় করিয়ে দিচ্ছে ধর্মবিদ্বেষীর কাতারে। তাদের অযাচিত মিথ্যাচার আর প্রোপাগান্ডার ফলে অনেক বিশ্বাসী তরুণ-তরুণী খেই হারিয়ে ফেলে। জড়িয়ে যায় একটা আত্মবিধ্বংসী কাজে। তলিয়ে যায় একরাশ অন্ধকারে। মিথ্যা মোহ আর অলীক মায়ার প্রেমে পড়ে এরা ছুটে চলে একটা মরীচিকার পেছনে…

সভ্যতার এই সংকট আমাদের জন্য নতুন কিছু নয়। পৃথিবীতে যুগে যুগে এরকম অনেক সংকট বিরুদ্ধবাদীরা তৈরি করেছে এবং করছে। তবে, বিশ্বাসী শিবিরও কখনো থেমে থাকেনি। যখনই বিশ্বাসের গায়ে আঘাত এসেছে, প্রতিঘাতে তার জবাবও দেওয়া হয়েছে সমানভাবে। যখনই বিশ্বাসকে চূর্ণ করতে চাওয়া হয়েছে, তখনই বিচূর্ণ হয়ে পড়েছে অবিশ্বাসের দেওয়াল। বিশ্বাসের স্রোতধারাকে থামিয়ে দিতে এসে স্তব্ধ হয়ে গেছে কত অবিশ্বাসের জোয়ার!

এক প্রচ্ছন্ন বিকেলে, মুন্তাদা-আত তাওহিদ নামক একটি অনলাইন ফোরামে ‘আবুল হাকাম’ নামের একজন অবিশ্বাসী একটি মন্তব্য করে। তার মন্তব্যের প্রতিউত্তর নিয়ে আসে একজন বিশ্বাসী। এরপর? এরপর শুরু হয় তাদের মধ্যে বাদানুবাদ, তর্কাতর্কি। অবিশ্বাসীর যত প্রশ্ন, যত জিজ্ঞাসা, যত কৌশল, সব প্রকাশ করে সে পরাজিত করতে চায় বিশ্বাসী প্রাণের ওই মানুষটিকে। কিন্তু পরম প্রজ্ঞা আর ধৈর্যের সাথে বিশ্বাসী প্রাণের মানুষটি একে একে সব প্রশ্নের উত্তর দেয়। ভেঙে দেয় অবিশ্বাসের দেয়াল। সেই বিশ্বাসী প্রাণের নাম ড. হুসামুদ্দীন হামিদ। উক্ত ফোরামে তার এবং আবুল হাকামের মধ্যকার উত্তর-প্রতিউত্তরের সংকলনের নামই হলো মেঘ কেটে যায়

বইটিতে ইসলামিক দৃষ্টিকোণ থেকে কেবল অবিশ্বাসীদের প্রশ্নের জবাব-ই দেওয়া হয়নি, সাথে সাথে তুলে ধরা হয়েছে ইসলামের সুমহান আদর্শ, মাহাত্ম্য এবং সর্বোপরি জীবন বিধান হিসেবে ইসলামের কার্যকারিতা। ইসলাম যে সর্বাকালে, সর্বযুগে এবং সর্বাবস্থায় একটি যুগোপযোগী জীবন বিধান, বইটির পরতে পরতে লেখক সেটা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। এমন না যে এই বইটি অথবা এই প্রশ্নগুলোর উত্তর কেবল একজন অবিশ্বাসীর জানা দরকার। এই জবাবগুলো সমানভাবে একজন বিশ্বাসী মানুষেরও জানা থাকা উচিত। ইসলাম কেন এবং কীভাবে সত্যধর্ম হবার দাবি রাখে, এই সত্য সকল মুসলিমের জানা থাকা অত্যাবশ্যক।

Author
Reviews (1)
Shopping cart
Sign in

No account yet?

ধন্যবাদ, আপনার প্রি-অর্ডারটি গ্রহণ করা হয়েছে।

আপনার যে কোন প্রশ্ন অথবা অর্ডারে কোন পরিবর্তনের জন্য ০১৮৪৪২১৮৯৪৪ নাম্বারে কল করুন ।