fbpx
মা, মা, মা এবং বাবা (পেপারব্যাক)
মা, মা, মা এবং বাবা (পেপারব্যাক)

মা, মা, মা এবং বাবা (পেপারব্যাক)

Editor : আরিফ আজাদ 
Publisher : সমকালীন প্রকাশন
Category : পিতা-মাতা

187

You Save TK. 48 (20%)

মা, মা, মা এবং বাবা (পেপারব্যাক)

Share This Book:

ক্যাশ অন ডেলিভারী

৭ দিনের মধ্যে রিটার্ন

ডেলিভারী চার্জ ৬০ টাকা থেকে শুরু

Description

মা, মা, মা এবং বাবা  বইয়ের ফ্ল্যাপ থেকে :  

পিতা-মাতা এবং সন্তানের মধ্যকার সম্পর্কটাই পৃথিবীর সবচেয়ে মধুর এবং সবচেয়ে সুন্দর সম্পর্ক। এই সম্পর্কের কোথাও কোনো খাঁদ নেই। নেই স্বার্থ কিংবা স্বার্পরতার ছোঁয়া। মায়া, মমতা, আদর, যত্ন এবং নিখাঁদ ভালোবাসার এক অদ্ভুত চক্রে আবর্তিত এই সম্পর্কের প্রতিটি মুহূর্ত। আমাদের জন্ম, বেড়ে ওঠা, শৈশব এবং কৈশোরের গল্পে, আমাদের যুবক হয়ে ওঠার চিত্রপটে তারাই থাকেন মূল ভূমিকায়।
.
অথচ নিয়তির নির্মম পরিহাসে আমাদের জীবনের সেই মহানায়ক আর মহানায়িকা, যারা নিজেদের সবটুকু ঢেলে দিয়ে আমাদের আগলে রাখেন, আমাদের মানুষ করেন, তাদেরকে আমরা আস্তাকুড়ে ছুঁড়ে ফেলি। পরিত্যক্ত জঞ্জালের ন্যায় ভাগাড়ে নিক্ষেপ করি। এমনসব কঠিণপ্রাণ সন্তান, যারা দুনিয়ার লোভ আর মোহে পড়ে বাবা-মাকে ভুলে যায়, ভুলে যায় তাদের অবদান, ত্যাগ আর তিতিক্ষার গল্প, কেমন হয় তাদের পরিণতি?
.
অথবা, এমনসব সৌভাগ্যবান সন্তান, যারা সবকিছুর বিনিময়ে বাবা-মাকে আগলে রাখে, ভালোবাসে, যেভাবে শৈশবে তাদের আগলে রেখেছিল তাদের পিতা-মাতা, কেমন হয় সেসকল সন্তানদের যাপিত জীবনের গল্প? সেরকম একঝুঁড়ি গল্পের সমাহার নিয়ে রচিত মা, মা, মা এবং বাবা

Author

Author

আরিফ আজাদ

Reviews (7)

7 reviews for মা, মা, মা এবং বাবা (পেপারব্যাক)

  1. Khadijatul kubra

    বইটার মনকাড়া প্রচ্ছদ,দৃষ্টি আকর্ষণী নাম,সম্পাদকের পরিচয় আর কিছু চমৎকার রিভিউ এ মুগ্ধ হয়ে কিনেছি।কিন্তু আসল চমক তখনো বাকি ছিল।একেকটা পৃষ্ঠা,একেকটা গল্প নতুন করে পৃথিবীর সাথে পরিচিত করছিল। বইয়ের আকার খুব বড় নয়,একদিনে পড়ার মতো। কিন্তু এই বইটা অন্যরকম, কি যেন ঘোর আর আবেশ ঘিরে রাখে।প্রতিদিন একটু একটু করে পড়েছি আর ভাবনায় ভিতরের প্রবল নাড়া বেড়েছে। . জীবন থেকে নেওয়া ৩৫ টি গল্প ও কুরআন হাদিস থেকে নেওয়া ৯ টির প্রত্যেকটি ই স্বয়ংসম্পূর্ণ ও অসাধারণ। . সালেম,তবুও সৌভাগ্যবান, হারিয়ে ফেলার পরে, এমন সুন্দর শিরোমানের সাজানো হয়ে গল্পগুলো। . একটি ধার্মিক ছেলের মনে অহংকার জন্ম নিল,পিতামাতার সব হক ই সে পূরণ করেছে ভাবতে শুরু করলো। একদিন তার বাবার কাছে গিয়ে বললো,বাবা,শৈশবে আমার প্রতি আপনি সহানুভূতি দেখিয়েছেন,আমার সাথে ভালো ব্যবহার করেছেন। তাই প্রতিদানে আমিও আপনার সাথে ভালো আচরণ করতে চাই। . বাবা উত্তরে বললেন,”….প্রিয় পুত্র,জীবনে আমার তেমন শখ আহ্লাদ নেই;শুধু একটি ইচ্ছে বাকি আছে।তুমি কি শুনতে চাও,কী সেই ইচ্ছে? . ছেলেটি বলল,অবশ্যই,দয়া করে আপনার সেই ইচ্ছের কথা আমাকে বলুন,আমি আমার জীবন দিয়ে হলেও তা পূরণ করবো, ইনশাআল্লাহ। . বাবা বললেন,আমার খুব আপেল খেতে ইচ্ছে করছে।পারবে এনে দিতে? . এই শেষ ইচ্ছে এতো সহজ কেন ছিল?ছেলে কি পূরণ করতে পেরেছিল সেই ইচ্ছে? জানতে হলে পড়তে হবে বাকি অংশ মা,মা,মা এবং বাবা বই থেকে। এটা এমন একটি বই যা পড়ে থাকলে সময়টুকুর জন্য মুহূর্তেক ও আফসোস করতে হবে না,তবে না পড়ে থাকলে আপনি অনেক কিছু থেকেই বঞ্চিত।

  2. Muhammad Tamimul Ihsan

    ||বুক রিভিউ||

    ▪︎ মা,বাবা পৃথিবীর শেষ আশ্রয়স্থল।হাজারটা অপরাধ করেও তাদের কাছে ক্ষমা চাইলে তারা ক্ষমা করে দেন অনায়াসেই। আকাশ যখন কোনো সন্তানের মাথায় ভেঙ্গে পড়তে চায় তখন এই মানুষরাই কাছে টেনে নেন পরম আদরে। কি ভার্সিটি,কি কলেজ আর কি স্কুল লাইফ সর্ব সময়ই আমাদের নিয়ে দুশ্চিন্তায় যাদের কাটে রাত…??ছেলেটা কী করবে, মেয়েটা কী করবে এই চিন্তা নিয়েই যারা পার করে হাজারটা দিন-রাত।অথচ নিয়তির নির্মম পরিহাস আমাদের জীবনের সেই মহানায়ক মহানায়িকা, যারা নিজেদের সবটুকু ঢেলে দিয়ে আমাদেরকে আগলে রাখেন, আমাদের মানুষ করে বড় করে তোলেন আমারাই তাদেরকে আস্তাকুঁড়ে ফেলে দেই।পরিত্যক্ত ময়লার ন্যায় ভাগাড়ে নিক্ষেপ করে থাকি। আবার এমন সন্তানও আছে, যারা নিজেদের সবকিছুর বিনিময়ে হলেও মা-বাবাকে আগলে রাখে। তাদের মুখের দিকে তাকিয়ে হলেও যারা বিসর্জন দিয়ে থাকে সবকিছু, কেমন হয়ে থাকে তাদের গল্পগুলো…?? এভাবেই কঠিনপ্রাণ আর সৌভাগ্যবান সন্তানদের একঝুঁড়ি গল্পগুলো নিয়েই রচিত “মা,মা,মা এবং বাবা” বইটি।

    ▪︎ মা,মা,মা এবং বাবা বইয়ের নামটা অদ্ভুত না…??হ্যাঁ,একটু বিদঘুটেই বটে..তবে আল্লাহ ও তার রাসূল ﷺ যেখানে মায়ের অধিকার সবার উপরে দিয়েছেন সেখানে অন্য কেউ হাত দেয়ার কে?মূলত রাসূল ﷺ -র কাছে একবার এক লোক এসে প্রশ্ন করেছিলো,ইয়া রাসূলাল্লাহ,কে আমার উত্তম আচরণ পাওয়ার বেশি হকদার?তিনি বললেন,তোমার মা।লোকটি দ্বিতীয়বার জিজ্ঞেস করল,তারপর কে?তিনি বললেন,তোমার মা
    সে তৃতীয়বার জিজ্ঞেস করল,তারপর কে?তিনি বললেন, তোমার মা।এরপর চতুর্থবারও লোকটি জিজ্ঞেস করলে তিনি বললেন,তোমার বাবা। এই হাদীস থেকে অনুপ্রাণিত হয়েই মূলত বইটির নাম দেয়া মা,মা,মা এবং বাবা।

    ▪︎ মূলত বইটি কেউ এককভাবে রচনা করেননি। বিভিন্ন জায়গা থেকে গল্পগুলো নিয়েই সম্পাদনা করেছেন আমাদের সবার প্রিয় আরিফ আজাদ ভাই। লেখালেখির জগতে যার অর্জন সম্পর্কে বলার কোনো প্রয়োজনই নেই। একের পর এক বেস্টসেলার বই বের করে মুগ্ধ করেছেন পাঠককে।

    ▪︎ বইটিকে মূলত দুইভাগে বিন্যস্ত করা হয়েছে। একভাগে মানুষের জীবন থেকে নেওয়া গল্পগুলো দিয়ে অসাধারণভাবে সাজানো হয়েছে।অন্যভাগ সাজানো হয়েছে কুরআন হাদীস থেকে নেওয়া গল্পগুলো দিয়ে। প্রথম ভাগ সাজানো হয়েছে মোট ৩৫ টি গল্প দিয়ে এবং দ্বিতীয়ভাগ সাজানো হয়েছে মোট ৯ টি গল্প দিয়ে।

    ▪︎ বইটিতে সাধারণ গল্পগুলো ছাড়াও আছে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের গল্পও। কীভাবে তারা মাকে,বাবাকে সন্তুষ্ট করে জীবনের সফলতার শীর্ষে আরোহন করেছেন তা বইটির মধ্যে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে।মা কে লেখা ইমাম ইবনে তাইমিয়া (রাহি.)-র দরদমাখা চিঠিটিও বইটির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।

    ▪︎ বইটি কারা পড়বেন এবং কেন পড়বেন..??বইটি মূলত তারাই পড়বেন যাদের হৃদয়টা মা,বাবার দিকে ধাবিত করতে চান।মা,বাবা আমাদের জন্য হাজারটা কষ্ট করলেও আমরা তার প্রতিদান কি দিচ্ছি?বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে নিক্ষেপ করা।এভাবে অনেক কঠিনপ্রাণ ছেলের গল্পগুলো উঠে এসেছে বইটিতে।যারা পরবর্তীতে কীভাবে অনুতপ্ত হয়েছিলেন।নিজেকে অনুতপ্ত করার জন্য হলেও বইটি সকলের পড়া দরকার।বইটি পড়লে বুঝা যাবে মা,বাবা আমাদের জন্য কতোটা অমূল্যবান সম্পদ।

    ▪︎ ব্যক্তিগত অনুভূতি : বইটা যখন পড়ছিলাম,তখন রাত বারটার কাছাকাছি বাজে। বইটি পড়ার সময় চোখ দিয়ে এত পরিমাণ পানি পড়েছে যে তা হয়তো কোনোদিন ভাষায় বুঝানো সম্ভব না। বইটি পড়ার সময় মা,বাবার জন্য কী করলাম আর তারা আমাদের জন্য কতটা করেছে এই কথাগুলো ভাবতেই বুকটা ভারি হয়ে উঠেছিল। যাইহোক আমি মনে করে থাকি প্রত্যেকটা যুবকের বইটা পড়া উচিৎ এবং যারা মা,বাবাকে তুচ্ছতাচ্ছিল্য করে থাকে তাদেরকে বইটা হাদিয়া দেওয়া উচিৎ।হয়তো বইটি পড়ে থাকলে তাদের মনটা কিছুটা হলেও মা-বাবার প্রতি অনুগত থাকবে।

    ব্যক্তিগত রেটিং :৫/৫

    মাআসসালাম…………!!

  3. Shahriar Mohammad Aqib

    সন্তানের জীবনে মা বাবার ভূমিকা নতুন করে বলার অপেক্ষা রাখে না।বুদ্ধিমান মানুষ মাত্রই বিষয়টি বুঝেন ও হৃদয় থেকে উপলব্ধি করেন।কিন্তু সমাজে দেখা যায় এক শ্রেণীর মানুষ মা বাবার মর্যাদা ও গুরুত্ব বুঝে না।এদের অধিকাংশ কিংবা প্রায় সবাইই শিক্ষিত বরং উচ্চ শিক্ষিত।তাদের হৃদয়ে মা-বাবার স্থান নেই।অথচ কুরআন হাদীসে মা বাবা বিশেষ করে মায়ের সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা,খেদমত- এসকল বিষয়ে ব্যাপক গুরুত্ব প্রদান করা হয়েছে।একটি হাদিসে মায়ের অধিকারকে বাবার অধিকারের চেয়ে তিনগুণ বেশি গুরুত্বারোপ করা হয়েছে। লেখক মূলত নামটি এখান থেকেই নিয়েছেন। গল্পের মাধ্যমে মা বাবার প্রতি ভালোবাসার অনুভূতি ফুটিয়ে তুলেছেন। এতে পাষাণ হৃদয়ও কিছুটা হলেও বিগলিত হতে বাধ্য।বস্তুত আমাদের মা বাবা আছে তাই আমরা মা বাবার কদর বুঝি না। যাঁরা হারিয়েছেন তারাই মা বাবার গুরুত্ব বুঝেন। মা বাবা আমাদের মাথার ছাদ,হতাশার আশার আলো,অসহায় অবস্থার নিঃস্বার্থ সংগী। আসুন মা বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে নয় নিজের হৃদয়ের মণিকোঠায় স্থান দেই।

  4. Shahriar Ahammed

    📚 বই নিয়ে আলোচনা 📚

    বই – মা, মা, মা এবং বাবা
    সম্পাদনা – আরিফ আজাদ

    অনেক বই আছে যা পাঠককে ভাবায়। তার চেয়েও কম বই আছে যা পাঠককে কাঁদায়।
    কিন্তু এই বইটি যে কী এক অমূল্য রত্ন তা বইটি না পড়লে উপলব্ধি করা সম্ভব নয়।

    মোট ৪৪ টা লেখা আছে বইটিতে, যার মধ্যে ৯টি হাদীস ও কুরআন থেকে নেয়া।

    প্রথমে হাদীস কুরআন বহির্ভূত লেখাগুলো নিয়ে কথা বলবো। প্রথম দিকের গল্পগুলো যদি খেয়াল করি, খেয়াল করব যে, গল্প সাজানোর ক্ষেত্রে সম্পাদক সাহেব বেশ বুদ্ধিমত্তা দেখিয়েছেন। কিছু বইয়ে দেখা যায় ভালো লেখাগুলো বইয়ের একটা জায়গায় চলে আসে। প্রথমে, মধ্যে বা শেষে। বইয়ের সবগুলো লেখার মান একই হবে না, এটাই স্বাভাবিক। লেখক যেহেতু দুই-তিনটা গল্প পর পর ভালো গল্পগুলো দিচ্ছিলেন। এতে করে পাঠকের একঘেয়েমি আসবে না। এই বইয়ের ক্ষেত্রে যেটা খুব জরুরি। কারণ, কিছুটা একঘেয়েমির জন্য এরকম বই যদি কেউ না পড়েন তাহলে আপনি বড়োই দূর্ভাগা!

    বইয়ের সব গল্প নিয়ে আলাদাভাবে না লিখে আমার সবচেয়ে বেশি ভালো লাগা গল্পগুলো নিয়ে লিখছি। কখনো বইটা হাতের নাগালে পেলে অন্তত এই গল্পগুলো পড়ার চেষ্টা করবেন।

    প্রথমেই “একজন মায়ের চিঠি”। এই লেখাটা পড়ার পর আমি আর আগাতে পারিনি। চোখ ঝাপসা হয়ে আসছিলো বারবার। আমি কখনও আমার মায়ের সেই রাতজাগার অনুভূতি, প্রসববেদনা অনুভব করতে পারব না। তবে, আমার মধ্যে আমার মাকে অবহেলা করার ক্ষমতাও এই লেখা চিরতরে শেষ করে দিয়েছে।

    “সালেম” গল্পটা ফেসবুকে কোথাও পড়েছিলাম। বইয়ের সবচেয়ে ভালো গল্প এটি।

    কিছু লেখা আছে আপনার হৃদয় ছিদ্র করে দেবে। ”বৃদ্ধাশ্রমে রেখে আসুন” তেমনই একটা গল্প।

    আমরা যে আমাদের বাবাদের কাছে ঠিক কতোটা ঋণী তা উপলব্ধি করতে হলে “এই ঋণ শোধ হবার নয়” গল্পটি পড়তে হবে।

    সন্তানের জন্য মায়ের ত্যাগের আরেকটি উপাখ্যান হলো “মায়ের চোখে পৃথিবী”। এই গল্পটিও আমাকে খুব নাড়া দিয়েছে।

    বাবা-মায়ের কত-শত ত্যাগ আছে আমাদের জন্য যা আজও অজানা। তবুও আমরা তাদের অবহেলা করার দুঃসাহস দেখাই! রব্বীর হামহুমা কামা রব্বাইয়ানী সগিরা।

    যদি কথায় কথায় মা-বাবাকে মিথ্যা বলার বদঅভ্যাস থাকে তাহলে ‘তবুও সৌভাগ্যবান’ গল্পটি পড়ে দেখতে পারেন।

    সমাজের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে ‘অবহেলা’ গল্পটিতে। আমাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে এই গল্পটি। খুব ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ।

    বইয়ের প্রায় সবগল্পই ভালো লেগেছে। রক্তাক্ত আলেক্সেন্ড্রিয়া, আত্মত্যাগ, পুরষ্কার, সঠিক পথের দিশা, ফযল বিন ইয়াহইয়া, বাবা-মায়ের স্মৃতি, সহানুভূতির সত্য রূপ ইত্যাদি।

    আর কুরআন-হাদীসভিত্তিক লেখাগুলোর কথা বললে প্রতিটি লেখাই শিক্ষনীয় ছিল। এর মাঝে সেরা লেখা বাছাই করা যাবে না। প্রতিটি লেখাই অবাধ্য সন্তানের দম্ভ গুড়িয়ে দেয়ার জন্য যথেষ্ট।

    শুকরিয়া মহান রবের, আমাকে এমন একটি বই পড়ার সুযোগ করে দেয়ার জন্য। এই বইয়ের কাজের সাথে সংশ্লিষ্ট সকল ভাইকে আল্লাহ উত্তম বদলা দান করুন। যারা এখনো বইটি পড়েননি, তাদের প্রতি আহ্বান থাকবে বইটা পড়ার এবং মা-বাবার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে রবের সন্তুষ্টি অর্জনের প্রতিযোগিতায় নামার। আসসালামু আলাইকুম।

  5. Meher Afroz

    📗 বুক রিভিউ📕

    বইঃ মা মা মা এবং বাবা
    সম্পাদনাঃ আরিফ আজাদ।

    সন্তান জানে তার মা বাবা তাঁর জীবনের প্রথম বন্ধু। তার প্রথম শিক্ষক, বিশ্বাসের প্রধান কেন্দ্রবিন্দু, নিঃস্বার্থদাতা। সন্তান জানে দুনিয়ার সকল মানুষ একপ্রান্তে গেলেও তাঁর মা-বাবা তাঁর সাথে আছে।তবুও, সে তাঁদের খেদমত করার ক্ষেত্রে উদাসীন। খেদমত নাই বা করা হলো; তাদের সাথে রূঢ় আচরণ করতে পিছপা যেন না হতে হয় তারজন্য কত ব্যবস্থা! বউয়ের কথায় বৃদ্ধাশ্রমে তাদের রেখে আসা হয়। পৈত্রীক সম্পত্তি লুটে নিয়ে জন্মদাতা পিতাকে পথে বসানো হচ্ছে। এমনকি আজকাল পত্রিকার পাতা ঘাটলে এমনও পাওয়া যায় ‘অমুক নামের মেয়ে নিজ হাতে তার বাপমাকে হত্যা করেছে’। যদিও কিছু বাবা অনেক ক্ষেত্রে দায়িত্ত্বজ্ঞানহীন হয়। তবুও বেশিরভাগ বাবাই অনেক ভালো হন। দায়িত্ব বুঝে নিতে সময় হলেও দায়িত্বশীল হয়ে উঠেন।
    ‘মা মা মা এবং বাবা’ বইটি মূলত সে-ই মা, বাবা এবং সন্তানকে চরিত্রগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে।

    লেখক. অপু ভাইয়া যে চ্যালেঞ্জ দিয়েছিলেন সেই চ্যালেঞ্জকে সামনে রেখে বলা চলে- ‘ এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর হবে। যিনি বইটি পড়বেন অথচ কাঁদবেন না বা আবেগ আপ্লুত হবেন না। ’
    বইটি যে একবার পড়বে, তার বাবা মা বেঁচে থাকে তো সে বাবা মায়ের আনুগত হয়ে যাবে। যখনই বইটির কথা স্মরণে আসবে তখনই সন্তান বাবা- মায়ের জন্য খিদমত করার জন্য বেকুল হয়ে উঠবে। আর যাদের বাবা মা নেই তাঁরা আফসোস আর আক্ষেপ ভরা কন্ঠে শুধু কেঁদেই যাবে। আহ! ‘থাকিতে রতন করিলে না যতন
    যখন ভবে নাইকো সে এখন,
    কেঁদে কও তাঁরাই ছিলো আপন।’

    বই থেকে অংশ গুলোঃ—

    বললাম, ‘ সালেম,তুমি অন্ধ নও। তুমি অন্ধ হতেই পার না।অন্ধ তো আমি, চোখ থাকা সত্ত্বেও যে তার হীরার টুকরো ছেলেকে চিনতে পারেনি।’
    পৃষ্ঠা নং- ২৮।

    ‘লোকটি বলল,‘ আপনি অবশ্যই কিছু রেখে যাচ্ছেন। আপনি আজ এই রেস্টুরেন্টে প্রতিটি সন্তানের জন্য এই শিক্ষা রেখে যাচ্ছেন যে, ‘ কীভাবে বৃদ্ধ পিতা-মাতার সেবাযত্ন করতে হবে। কীভাবে তাদের শখ আহ্লাদকে প্রাধান্য দিতে হবে।সাথে সাথে আপনি সব পিতা-মাতার জন্য একটি আশা জাগিয়ে যাচ্ছেন যে, ‘ আপনার মতো সন্তান হলে পৃথিবীর কোনো বাবা-মাই অসুখী হবে না।’
    পৃষ্ঠা নংঃ ৫৬

    ‘যে পিতামাতাকে সন্তুষ্ট করবে, দুনিয়া ও আখিরাত উভয় জায়গায় আল্লাহ তার ওপর সন্তুষ্ট হবেন। আর যে ব্যক্তি পিতা- মাতাকে রাগান্বিত করবে, সে কেবল আল্লাহর ক্রোধই অর্জন করবে।’
    পৃষ্ঠা নং-১০৫।

    পাঠ্যনুভূতিঃ—
    আমার এখনও মনে পরে, প্রথম যেদিন বইটি পড়ার জন্য হাতে নিয়েছিলাম, সেদিন ছিলো ২০১৯ সালের পড়ন্ত কোনো বিকেল। সুন্দরবন কুরিয়ার থেকে বইগুলো এনে মাত্র টেবিলে রাখি। বড় আপা বলেন দুজন একসাথে পড়বো। আমি সব সময়ই একটু দুষ্টু টাইপের তাই মুখে ‘হ্যাঁ’ সূচক জবাব দিলেও, সে পাশের রুমে যাওয়ার সাথে সাথে পড়তে থাকি।একটানা সালামের গল্প অব্দি পড়া শেষ হলে বাঁধ ভাঙা চাপা কান্না শুরু হয়! এমন সময় হুট করে ছোটভাই রুমে আসে। সাথে সাথে নিজেকে গুটিয়ে নেই। যাক সিচুয়েশন স্বাভাবিক হয়। তারপর যতবার বইটা পড়েছি রাতে একাকি পড়েছি যেন সেই কান্না গুলো আব্বু আম্মু না শোনে। অজ্ঞাত কারণে তাদের সামনে তাদের কথা ভেবে কাঁদতে খুব লজ্জা করে। সত্যি বলছি, অপু ভাইয়া তাঁর চ্যালেঞ্জে জিতে গেছেন আর আমি সন্তান হয়ে আমার মা- বাবার অকৃত্তিম ভালোবাসার কাছে বারংবার হেরে গেছি।

    রিভিউ দাতাঃ Meher Afroz

  6. সিরাজাম বিনতে কামাল

    বইয়ের নাম: মা,মা,মা এবং বাবা
    সম্পাদনা: আরিফ আজাদ
    প্রকাশনী: সমকালীন
    পৃষ্ঠা সংখ্যা: ১৭৫
    মূল্য: ২৩৫/=


    দুনিয়াতে যারা আমাদের সবচেয়ে আপনজন, যারা আমাদের নিঃস্বার্থভাবে ভালবাসেন, সবসময় আমাদের নিয়ে ভাবেন, আমরা যত অন্যায়’ই করি না কেন সবকিছু ভুলে পরম মমতায় আবার বুকে টেনে নেন যারা; তারা আমাদের মা-বাবা।

    আমাদের জন্ম,বেড়ে ওঠা, আমাদের শৈশব,কৈশোর এমনকি যুবক-যুবতী হয়ে ওঠার গল্পেও তারাই থাকেন মূল ভূমিকায়। অতঃপর একসময় আমরা বড় হয়ে ব্যস্ত হয়ে পড়ি নিজেদের নিয়ে। আমাদের চলার গন্ডির মধ্যে যেনো মা-বাবাকে ভীষণ বেমানান লাগে। নিজেদের জীবনের অতিরিক্ত ঝামেলাগুলো চুকাতেই যেন, মা-বাবাকে ফেলে রাখি অবহেলার চাদরে। শত অবহেলা, অনাদরে রাখলেও মা-বাবা আমাদের ভুলে যাননা। প্রতিমুহূর্ত আমাদেরই মঙ্গল কামনা করেন।

    আবার কেউ কেউ মা-বাবাকে ঠিকই বানিয়ে রাখেন মাথার তাজ। কারণ, তারা হয়তো জানে মা-বাবার সন্তুষ্টিতে আল্লাহ্‌র সন্তুষ্টি।

    আমরা প্রতিনিয়ত ই ভুল করি। খুব কম সংখ্যক সন্তানই হয়তো আছে যারা মা-বাবার সাথে উত্তম আচরণ করে থাকে। মা-বাবার আদর্শ সন্তান হয়ে থাকে। তারা সবকিছুর বিনিময়ে মা-বাবাকে আগলে রাখে,ভালবাসে, যেভাবে শৈশবে তাদের আগলে রেখেছিল তাদের মা-বাবা।

    🔸বইটিতে মূলত দু’টি অধ্যায় রয়েছে। ১/ জীবন থেকে নেওয়া গল্প; ২/ কুর’আন ও হাদীস থেকে নেওয়া গল্প।

    এই বই পড়ে আমাদের করা ভুলগুলো আমাদের চোখে ধরা দেবে। ভুল শুধরানোর সুযোগ পাব। এছাড়াও বইটিতে এমন কিছু গল্প রয়েছে যেগুলো হৃদয়ে দাগ কাটবে। অনুগত সন্তানদের গল্পগুলো পড়ে আমরাও হয়তো মা-বাবার অনুগত সন্তান হয়ে ওঠার প্রতিজ্ঞা করব। বৃদ্ধ বয়সে মা-বাবাকে অবহেলায় ফেলে না দিয়ে, ঠিক সেভাবেই আগলে রাখব যেভাবে ওনারা আমাদেরকে আগলে রেখেছিলেন আমাদের অসহায় বয়সটাতে।

    প্রত্যেক সন্তানেরই বইটা পড়া উচিত।

  7. Umme Suraiya

    মা,মা,মা এবং বাবা
    সম্পাদনা :আরিফ আজাদ
    —————————————
    বইটি সম্পর্কে কিছু বলার আগে আমি আমার পাঠানুভূতি সম্পর্কে কিছু বলতে চাই……

    এই বই সম্পর্কে যতই শুনেছি সবাই বলেছেন “বইটি পড়ে কেঁদেছি “। তাই নিজের উপর ভরসা করতে পারছিলাম না।ভাবছিলাম যদি আমিও কেঁদে দিই তবে সবাই হাসবে। তাই রাতের আঁধারেই পড়ে শেষ করব।যাতে কেউ না দেখে…

    যাইহোক, মনটা খুব শক্ত করে বিসমিল্লাহ বলে হাতে নিলাম।মাত্র দুইটি গল্প পড়েই আমার চোখ ঝপসা হয়ে গেল।চোখ থেকে বিনা শব্দে টপ টপ করে জল পরতে লাগল।মুখের সব ভাষাও হারিয়ে গেল।তারপর কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর আবার মনকে শক্ত করলাম। আবার বইটা হাতে করলাম। এবার আমার মনে হচ্ছিল, চোখ থেকে শুধু জল নয় কলিজা থেকে রক্ত ফেঁটে বের হয়ে যাচ্ছে। তখন পৃথিবীর সবকিছু একপাশে রেখে শুধু আমার আম্মুর মুখটাই মনে পরছিল। আর কোন কিছুই যেন আমার পক্ষে ভাবা সম্ভব ছিল না…।

    পিতা-মাতা এবং সন্তানের মধ্যেকার সম্পর্কটাই পৃথিবীতে সবচেয়ে মধুর। এই সম্পর্কে কোথাও কোন খাঁদ নেই, নেই স্বর্থপরতার ছোঁয়া। তারাই থাকেন আমাদের জন্ম থেকে যৌবনের মূল ভূমিকায়।
    যেই মহানায়ক আর মহানায়িকা নিজেদের সবটুকু ঢেলে আমাদের আগলে রাখেন আর তাদেরই আমরা ছুঁড়ে ফেলে দেই অন্নেককক দূরে…।

    এমন সব কঠিন প্রান সন্তান যারা দুনিয়ার মোহে পড়ে বাবা-মাকে ভুলে যায় অথবা এমন কিছু সন্তান যারা সবকিছুর বিনিময়ে বাবা-মাকে আগলে রাখেন, কেমন হয় সেসকল সন্তানের যাপিত জীবনের গল্প? সেরকম একঝুড়ি গল্পের সমাহার নিয়েই রচিত মা,মা,মা এবং বাবা…

    অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইল তাদের জন্য, যাদের অক্লান্ত পরিশ্রমে এই অত্যন্ত সুন্দর বইটি পড়ার সুযোগ আমরা পেয়েছি… 😊

    বই সম্পর্কিত তথ্য :
    —————————
    বই:মা,মা,মা এবং বাবা
    সম্পাদনা :আরিফ আজাদ
    প্রকাশনী:সমকালীন
    মুদ্রিত মূল্য :২৩৫ টাকা

    রিভিউ দাতা :Umme Suraiya

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart

Sign in

No account yet?

ধন্যবাদ, আপনার প্রি-অর্ডারটি গ্রহণ করা হয়েছে।

আপনার যে কোন প্রশ্ন অথবা অর্ডারে কোন পরিবর্তনের জন্য ০১৮৪৪২১৮৯৪৪ নাম্বারে কল করুন ।