পাঠ্যপুস্তকে আমাদের শুধু ভালো কেরানী, পুঁজিবাদের ভালো সেবক হওয়া শেখায়। যেন জীবনে চাকরগিরির ক্যারিয়ারই সব। টাকা কামানোই একমাত্র উদ্দেশ্য। বেশি বেশি বস্তু কেনাই কামিয়াবি। ভেবে দেখুন, চাকরি যেমন একটা মেজর ইভেন্ট আমাদের জীবনে, বিয়েও কি একটা মেজর ইভেন্ট না? সন্তান জন্ম দেওয়া এবং পালন করাও কি জীবনের একটা মেজর টাস্ক নয়?
তাহলে আমাদের প্রচলিত শিক্ষা যদি ‘ভবিষ্যত জীবনের জন্য আমাদের গড়ে তোলা’রই দাবি করে, তবে ভালো চাকরের সাথে ভালো স্বামী/ভালো বাবা/ ভালো সন্তান হবার সিলেবাস কোথায়? তার মানে ওরা আপনার সুন্দর জীবন চায় না, চায় শুধু আপনার সুন্দর সার্ভিসটুকু। ষাট বছর হলে ছিবড়ে ছুঁড়ে ফেলে দেবে, ব্যস। ওদের কিচ্ছু যায় আসে না যে, আপনার ছেলে মানুষ হলো কি না। আপনার ডিভোর্সে ওদের কিচ্ছু আসে-যায় না।
আপনার স্ত্রীর কথা খেয়াল করুন। মেয়েটা সব ছেড়ে আমার কাছে এসেছে। বাপ-মা, বান্ধবী, ভাই-বোন, পরিচিত পরিবেশ—সবকিছু। এর বিপরীতে তো আমাকে কিছুই ছাড়তে হয়নি! আমি যদি তার বাপ-মা, ভাই-বোন, বান্ধবীর রিপ্লেসমেন্ট হতে না পারি, আমি মনে করি স্বামী হিসেবে আমি ব্যর্থ। একটা ছোট চারাগাছ জন্মভূমি থেকে উপড়ে এনে আমার বাগানে লাগালাম। আমাকে হতে হবে বেড়া। ইমোশনাল, মনস্তাত্বিক, ব্যক্তিত্বের প্রতিকূলতা আমি আগে ফেস করব। তার দুনিয়াবি শূন্যতা পূরণ না করলে সে আমার দ্বিনি শূন্যতা পূরণ করবে কীভাবে? মাইন্ড ইট, মেয়েটা শুধু আপনার জন্য এতগুলো ত্যাগ স্বীকার করেছে। আপনার কাস্টডিতে সে আছে, আর আপনি তাকে ইমোশনালি বা পরিবেশগতভাবে প্রোটেক্ট করতে পারছেন না। পুরুষত্বের গায়রতে লাগে?…
Shahriar Ahammed –
📚 বই নিয়ে আলোচনা 📚
বই – কুররাতু আইয়ুন যে জীবন জুড়ায় নয়ন
লেখক – ডা. শামসুল আরেফীন
কুররাতু আইয়ুন মানে এমন জীবন যেখানে নয়ন জুড়িয়ে যায়। আমাদের সবার কি এমন জীবন আছে? না নেই। তাহলে কীভাবে গড়ব এমন জীবন। জানতে হলে ঘুরে আসতে হবে ‘কুররাতু আইয়ুন’ বই থেকে।
বইয়ে বেশকিছু ভালো বিষয় নিয়ে লেখক লিখেছেন। আমাদের দৈনন্দিন জীবনকে আরও সুন্দরভাবে পরিচালনা করতে সবগুলো লেখাই আমাদের পড়া উচিত।
এই বই থেকে দাওয়াহ সম্বন্ধে একটা বেশ ভালো ধারণা পাবেন আপনারা। জানবেন বিবাহ পূর্ব ও পরবর্তী অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ। সন্তান পালনের আদর্শ উপায় সম্পর্কে জানতে পারবেন। আর একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বই নারীকে সম্মান জানিয়েছে “মানবশিল্পের কারিগর” হিসেবে আখ্যায়িত করে।
‘দ্বিতীয় ভাবনা’র বিষয়টিও খুব ভালো ছিল। এ বিষয়ে ইসলামী স্বেচ্ছাসেবক ভাইদের সাথে যোগাযোগ করা উচিত। এতে সমাজে সূক্ষ্মভাবে খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে, ইনশাআল্লাহ।
যারা নাস্তিকদের লেখা পড়ে বিভ্রান্তির মধ্যে আছেন, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ লেখা আছে এই বইয়ে।
আমার অনুরোধ থাকবে সবার প্রতি বইটা পড়ার জন্য। এখানে, সকল বয়সী মানুষের জন্যই পরামর্শ আছে, যেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারলে আমাদের জীবনও হয়ে উঠবে ‘কুররাতু আইয়ুন’।
Umme Suraiya –
কুররাতু আইয়ুন
ডা.শামসুল আরেফীন
——————————-
পাঠ্যপুস্তক আমাদের পুৃঁজিবাদের ভাল সেবক হতে শেখায়।যেন জীবনে চাকরির ক্যারিয়ারই সব।টাকা কামানোই একমাত্র উদ্দেশ্য। ভেবে দেখুন, চাকরি যেমন আমাদের জীবনে একটা মেজর ইভেন্ট, বিয়েও কি একটা মেজর ইভেন্ট না?সন্তান জন্ম দেওয়া,লালন-পালন করাও কি একটা মেজর টাক্স নয় জীবনের?
তাহলে আামাদের প্রচলিত শিক্ষা যদি ভবিষ্যৎ জীবনের জন্য আামাদের গড়ে তোলারই দাবি করে, তবে ভাল চাকরির সাথে ভাল স্বামী, ভাল বাবা,ভাল সন্তান হবার সিলেবাস কোথায়? এই বইটি আামাদের সেই সিলেবাসের অসম্পূর্ণ অংশটুকু নিয়েই।
গুরুত্বপূর্ন শিক্ষা :
————————-
👉দাওয়াহ
👉বিয়ে
👉সন্তান লালন-পালন
আমার মতামত :
————————
প্রত্যাবর্তন বইয়ে ‘ট্রাইট্রেশন’ শিরোনামে ডা.শামসুল আরেফীন স্যারের প্রত্যাবর্তনের গল্পটা যখন পড়েছিলাম তখনই তার লেখার আর্ট আমার পছন্দ হয়ে গিয়েছিল। আর কুররাতু আইয়ুন বইটা তাদের জন্য খুবই সাহায্য করবে যারা বিয়ের প্রস্তুতি নিচ্ছেন এবং যারা বাবা-মা হবেন অথবা বাবা-মা হয়েছেন। সব মিলিয়ে বইটি থেকে অনেক বাস্তব জীবনের জ্ঞান পেয়েছি আলহামদুলিল্লাহ।বইটি আমার অনেক ভাল লেগেছে ।
রিভিউ দাতা :Umme Suraiya