fbpx
কিয়ামুল লাইল (পেপারব্যাক)
কিয়ামুল লাইল (পেপারব্যাক)

কিয়ামুল লাইল (পেপারব্যাক)

Author : শাইখ আহমাদ মুসা জিবরিল
Category : ইবাদত-বন্দেগি


আবু হুরাইরা থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,‘আল্লাহ সেই পুরুষের ওপর সন্তুষ্ট হন, যে রাতের বেলা ঘুম থেকে জাগে ও ইবাদত করে। তারপর সে তাঁর স্ত্রীকে ডেকে দেয়। আর যদি সে উঠতে অস্বীকৃতি জানায়, তাহলে মুখে পানির ছিটা দিয়ে তার ঘুম ভাঙায়।’
.
হাদিসের অপর অংশে বলা হয়েছে, ‘সেই নারীর ওপর আল্লাহ সন্তুষ্ট হন, যে নিজে রাতে জাগে, ইবাদত করে এবং স্বামীকে ডেকে দেয়। আর যদি সে উঠতে অস্বীকৃতি জানায়, তাহলে তার মুখে পানির ছিটা দিয়ে ঘুম ভাঙায়।’

আমরা যেন আল্লাহর প্রিয় হতে পারি, সব সমস্যার কথা আল্লাহকে বলে সমাধান নিতে পারি, সে জন্য শাইখ আহমাদ মুসা জীবরিল হাফিযাহুল্লাহ-এর লেকচার থেকে সংকলিত বই কিয়ামুল লাইল।

37

You Save TK. 10 (21%)

কিয়ামুল লাইল (পেপারব্যাক)

Share This Book:

ক্যাশ অন ডেলিভারী

৭ দিনের মধ্যে রিটার্ন

ডেলিভারী চার্জ ৬০ টাকা থেকে শুরু

Description

কিছু মানুষ বাড়িতে ফিরে ঘণ্টার-পর-ঘণ্টা, এমনকি সারা রাত টিভি কিংবা ইন্টারনেটে ব্রাউজিং-এ সময় নষ্ট করে আর তাহাজ্জুদ ছেড়ে দেওয়ার পক্ষে হাজারটা অজুহাত দাঁড় করায়। তাদের সেসব অহেতুক কাজের কারণ জিজ্ঞেস করা হলে বলে, তার ভালো লাগে বলে তা করে। স্ত্রীর সাথে একা সময় কাটানো আপনাকে আনন্দ দেয়, বন্ধুদের সাথে অলস সময় কাটানো আপনাকে আনন্দ ও প্রশান্তি দেয়। এর কারণ, তাদের সঙ্গ আপনি উপভোগ করেন। বন্ধু চলে যেতে চাইলে বলেন, একটু বসো, আমি তোমার সঙ্গ উপভোগ করছি, পারলে আরও কিছুক্ষণ বসে যাও। কেউ যদি আল্লাহর সাথে রাতের বেলা নির্জনে, একাকী সময় কাটানোকে উপভোগ না করে, তাহলে কীভাবে বলা যাবে সে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে?!
.
আমরা তো শুধু পাঁচ ওয়াক্ত নামাযেই নিজেকে সীমাবদ্ধ করে রেখেছি; কিন্তু আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে বড় মাধ্যম তো তাহাজ্জুদ। ঘুমকে যদি সামান্য সময়ের জন্য পরিহার করতে না পারি, তাহলে প্রশ্ন থেকে যায়, আমি আল্লাহকে কতটুকু ভালোবাসি! তাহাজ্জুদের মাধ্যমে সাহাবি-তাবেয়িরা আল্লাহর প্রতি কতটা ভালোবাসার প্রকাশ ঘটাতেন, তার অনেকগুলো উদাহরণ এই বই দিয়েছে।
.
আমরা তাহাজ্জুদ নামাযকে এখন এমনভাবে দেখি, যেন এটা পড়লে পড়লাম না পড়লে নাই। কিন্তু এই বইটা পড়লে আপনার ধারণা পাল্টে যাবে। আর আফসোস হবে, আহ! তাহাজ্জুদ তো মাসে একবারও পড়ি না! অথচ একটা সময়ে এই দাস-দাসীরাও নামযটা ফরজের মতো করে দেখত।
.
আপনার বিবাহিত জীবনে সমস্যা চলছে, তাহলে তাহাজ্জুদই সমাধান। আপনি ও আপনার স্ত্রী উঠুন। একটি পরিবারে স্বামী তার স্ত্রীকে ইবাদতের জন্য পানির ছিটা দিয়ে ঘুম থেকে জাগাতে চায়, স্ত্রীও তার স্বামীকে এভাবে জাগাতে চায়, তাহলে এমন একটি পরিবারে কীভাবে কলহ-বিবাদ থাকতে পারে! এই ধরনের পরিবারের সন্তানদের বেড়ে ওঠার সাথে সালাহউদ্দিন আইয়ুবিউমার ইবনুল খাত্তাব-এর সন্তানদের বেড়ে উঠার মাঝে কি কোনো পার্থক্য থাকতে পারে? ভবিষ্যতে তাদের সন্তানদের ওপর এটি কী ধরনের প্রভাব ফেলতে পারে?

আমরা যেন আল্লাহর প্রিয় হতে পারি, সব সমস্যার কথা আল্লাহকে বলে সমাধান নিতে পারি, সে জন্য শাইখ আহমাদ মুসা জিবরিল হাফিযাহুল্লাহ-এর লেকচার থেকে সংকলিত বই কিয়ামুল লাইল

Author

Author

শাইখ আহমাদ মুসা জিবরিল

Reviews (4)

4 reviews for কিয়ামুল লাইল (পেপারব্যাক)

  1. Din Muhammad Sheikh

    বই : কিয়ামুল লাইল
    লেখক : শাইখ আহমাদ মূসা জিব্রিল (হাফি:)
    __________________

    ▪️ প্রাককথন :

    কিয়ামুল লাইল বা রাত্রিকালীন নামাজ মুমিনজীবনে অত্যন্ত দামি এক নিয়ামত। আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে গভীর রজনীতে রবের সাথে একান্তে সাক্ষাৎ করা মুমিনের জন্য আবশ্যক।

    আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। আল্লাহ্‌র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,”আমাদের রব প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করে ঘোষণা করতে থাকেন : কে আছে এমন, যে আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দিব। কে আছে এমন যে, আমার নিকট চাইবে। আমি তাকে তা দিব। কে আছে এমন যে আমার নিকট ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করব।” [সহীহ বুখারী : ১১৪৫]

    প্রতি রাতে মহান আল্লাহ রব্বুল আলামীন আমাদেরকে ডাকেন। আমরা যদি তাঁর ডাকে সাড়া দিই, তিনি আমাদেরকে ক্ষমা করবেন, আমাদের জন্য কল্যাণকর ফয়সালা নির্দিষ্ট করবেন। তাই কিয়ামুল লাইলের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করা মুমিন মাত্রই জরুরি।
    .

    ▪️ বইয়ের আলোচ্য বিষয় :

    আজ আমরা যে বইটি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব, তার নাম ‘কিয়ামুল লাইল’। বইটি মূলত শাইখ আহমাদ মুসা জিব্রিলের বিখ্যাত লেকচার The Ultimate Pleasure of a Believer on this Earth (Qiyam Al Layl) এর বঙ্গানুবাদ। বইয়ের নাম থেকেই তার বিষয়বস্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। জ্বি, বইটিতে কিয়ামুল লাইল নিয়েই নাতিদীর্ঘ আলোচনা উপস্থাপিত হয়েছে। বইটি আমাদেরকে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ আদায়ে প্রবলভাবে অনুপ্রাণিত করবে ইনশাআল্লাহ।
    .

    ▪️ যা আছে বইটিতে :

    সাধারণত রমাদানে আমরা কিয়ামুল লাইল বা রাত্রিকালীন নামাজ আদায়ে কমবেশি নিয়মিত ঠিকই। কিন্তু রমাদান চলে গেলে কিয়ামুল লাইল আদায় করা আমাদের অনেকের জন্যই অসম্ভব হয়ে যায়। অথচ কিয়ামুল লাইল এমন এক ফজিলতপূর্ণ ইবাদত, যা বোধসম্পন্ন কোনো মুসলিমের জন্য ত্যাগ করা উচিত নয় মোটেও। রমাদানের পরেও আমাদের কিয়ামুল লাইলে নিয়মিত হওয়ার পথে উৎসাহ দেওয়ার জন্যই শাইখ আহমাদ মূসা জিব্রিল (হাফি:) অত্র বিষয়ে বক্তৃতা দিয়েছেন। আর এ বক্তৃতার সংকলিত রূপই আমাদের আজকের নির্বাচিত বইটি।

    কিয়ামুল লাইলের ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না। লেখক এ ছোট্ট বইয়ে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ সম্পর্কে এত এত অনেক দলিল উল্লেখ করেছেন যে, সেগুলো আপনাকে কিয়ামুল লাইলের প্রতি উৎসাহিত করেই ছাড়বে ইনশাআল্লাহ।

    কিয়ামুল লাইল কী, কখন আদায় করতে হয়, এর ফজিলত কী, কিয়ামুল লাইলে অনভ্যস্ত বান্দারা কতটা হতভাগা, পক্ষান্তরে যারা কিয়ামুল লাইলে অভ্যস্ত, তাদের মর্যাদা কতটুকু, রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ তাহাজ্জুদকে কেমনভাবে আমল করতেন, আমাদের সালাফরা তাহাজ্জুদকে কীভাবে দেখতেন এবং তাহাজ্জুদের প্রতি তাঁরা কতটা পাগল ছিলেন – এ সম্পর্কিত আলোচনাই স্থান পেয়েছে ছোট্ট এই বইটিতে।
    .

    ▪️ কেন পড়বেন বইটি :

    রব্বুল আলামীনের সান্নিধ্য পাওয়ার, তাঁর নিকটবর্তী হওয়ার শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ। অথচ বর্তমানে আমরা বেশিরভাগ মুসলিমই তাহাজ্জুদ আদায়ে গাফেল। আমাদের এ গাফেল কলবটাকে ঝাঁকুনি দিতে, আমাদের অসচেতন এ বিবেকটায় বোধ জাগাতে অত্র বইটি আমাদের জন্য বেশ উপকারী হবে ইনশাআল্লাহ। এ বইটি আমাদেরকে তাহাজ্জুদ আদায়ে অনুপ্রাণিত করবে। তাই বইটি আমাদের জন্য বেশ জরুরি।
    .

    ▪️ পাঠমূল্যায়ন :

    শাইখ আহমাদ মুসা জিব্রিলের বইয়ের বৈশিষ্ট্য হচ্ছে, দলিলপত্রের ব্যপক উপস্থিতি এবং ভাষার হৃদয়গ্রাহী গাঁথুনি। তিনি হৃদয় নিংড়িয়ে লিখেন বা বক্তৃতা দিয়ে থাকেন। তাঁর ভাষায় কী মাধুর্য! উপমায় কী সৌন্দর্য! নিজ কথা শক্তিশালী করার জন্যে তিনি কুরআন-হাদিস থেকে প্রচুর দলিল এনে থাকেন। বরাবরের মতো এ বইটিতেও রয়েছে একই বৈশিষ্ট্য। বইটি বর্ণনার বাহুল্য মুক্ত। হৃদয়গ্রাহী ভাষার উপস্থাপনা সত্যিই বেশ অবাক করার মতো। উপমার যথার্থ প্রয়োগ বইটিতে দিয়েছে ভিন্ন মাত্রা। পর্যাপ্ত নুসুস এবং সালাফদের ক্বওল উল্লেখ করে শাইখ তাঁর কথাকে করেছেন আরো শক্তিশালী।
    .

    ▪️ বই থেকে কুড়ানো মুক্তো :

    বই থেকে যদি কিছু গুরুত্বপূর্ণ লাইল তুলে দিতে বলেন, তাহলে তা আমার জন্য বেশ কষ্টকর হয়ে যাবে। কেননা বইটির আগাগোড়াই গুরুত্বপূর্ণ। তবুও ‘কিছু’ লাইন উল্লেখ করছি।

    “যদি আপনি নিয়মিতভাবে তাহাজ্জুদ আদায় করতে পারেন, তবে নিশ্চিত থাকুন, আপনি আল্লাহর কাছে মর্যাদাবানদের অন্তর্ভুক্ত।”

    “রাতের সালাতে আল্লাহর সামনে দাঁড়ানো এমন এক সম্মান, পাপীরা যা পাওয়ার যোগ্যতা রাখে না।”

    “এটা নির্দ্বিধায় বলা যায়, এই উম্মাহর মাঝে এমন একজন শহীদ কিংবা হকপন্থী আলিমও পাওয়া যাবে না, যিনি রাতে ঘুম থেকে ওঠেননি, তাহাজ্জুদ আদায় করেননি।”

    “সাবিত আল বানানি (রহি:) বলেন, কিয়ামুল লাইল ও নফল সাওম পালন না করা পর্যন্ত কোনো ব্যক্তিকে ইবাদাতগুজার বলা যাবে না।”
    .

    মহান আল্লাহ আমাদের অন্তরে তাহাজ্জুদ আদায়ে আরো দৃঢ়তা দান করুন। আমীন।
    .

    ▪️ একনজরে বই পরিচিতি :

    • বই: কিয়ামুল লাইল
    • লেখক : শাইখ আহমাদ মুসা জিব্রিল
    • অনুবাদ : সুবুত টিম
    • প্রকাশনী : সমর্পণ প্রকাশন
    • প্রথম প্রকাশ : নভেম্বর, ২০১৮
    • পৃষ্ঠা সংখ্যা : ৩২
    • প্রচ্ছদ মূল্য : ৪৭
    • ধরণ : ইবাদত

  2. mahmud03

    আমি একজনকে ভালোবাসি, লোকে জিজ্ঞাস করলেও আমি তারই নাম বলি, ফেসবুকের বায়ো তেও সেকথা উল্লেখ করে রেখেছি, নানান লেখালেখিও করি তাকে নিয়ে। আমার খুব কেয়ার করে, প্রতিনিয়ত আমার খেয়াল রাখে। একসময় রাতের অন্ধকার নেমে আসে, ঘরগুলোর দরজাগুলো বন্ধ হয়ে যায়, সকলে হারিয়ে যায় ঘুমের গহীনে। সে সময়ই আমার প্রিয় আমাকে স্মরণ করে, একাকী সময় কাটাতে চায়, আমার প্রয়োজনগুলো জিজ্ঞেস করে। সারাদিন ভালবাসি ভালবাসি বললেও এই সময় আমি তার ডাকে সাড়া দেইনা, আদরের ঘুম ভেঙে তার সাথে নির্জনে সময় কাটাতে অলস বোধ করি।
    .
    হ্যাঁ ঠিক এই কাজটিই আমরা করি আমাদের রবের সাথে। উনাকে উপেক্ষা করি নিস্তব্ধ রাতে তাহাজ্জুদের মাধ্যমে উনার ডাকে সাড়া না দিয়ে। তাই তাহাজ্জুদের মর্ম বুঝাতেই “শাইখ আহমদ মুসা জিবরিল” এর কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের উপর দেয়া লেকচার “The Ultimate Pleasure of a Believer on this Earth (Qiyaam Al-Layl)” এর অনুবাদ নিয়ে হাজির হয়েছে সমর্পণ প্রকাশনীর ‘কিয়ামুল লাইল’ বইটি।
    .
    ‖বিষয়বস্তু‖
    আমাদের অনেকেই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, কুরআন তেলাওয়াত করে। এগুলো একদম বেসিক এবং মৌলিক বাধ্যতামূলক ইবাদত। কিন্তু কেবল এগুলোই প্রমাণ করে না যে আপনি আল্লাহ কে ভালোবাসেন। কেননা কেবলমাত্র লোক দেখানো ইবাদতের জন্যও কেউ কেউ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, সাওম পালন করে, যাকাত দেয়। কিন্তু কেউ চাইলেই প্রতিরাতে আরামের ঘুম নষ্ট করে আল্লাহর ডাকে সাড়া দিতে পারে না। তখন লোকদের দেখানোর প্রয়োজনও পড়ে না কারণ সকলেই ঘুমে বিভোর থাকে। আর এটিই (তাহাজ্জুদ) নির্ধারণ করে দেয় যে বান্দা আল্লাহকে ভালবাসে কিনা।
    .
    ছোট কলেবরের এই বইটিতে তুলে ধরা হয়েছে তাহাজ্জুদের গুরুত্ব, যা জানার পর আপনি তাহাজ্জুদ আদায়ের জন্য ব্যাকুল হয়ে উঠবেন। আছে বিভিন্ন সাহাবী (রা.) এবং সালাফদের তাহাজ্জুদ সম্পর্কিত অনেক ঘটনা। তাহাজ্জত সম্পর্কে ইসলামের মহান ব্যক্তিবর্গের মনোভাব এমনভাবে তুলে ধরা হয়েছে যা আমাদের নিজেদের আমল নিয়ে চিন্তায় ফেলে দিবে। কিভাবে তাহাজ্জুদ একটি সুখী দাম্পত্য গড়তে ভূমিকা রাখে সেই আলোচনাও রয়েছে সংক্ষিপ্তাকারে। অন্তর প্রশান্তকারী আয়াত, হাদীস উল্লেখ করা হয়েছে বইটিতে। কেমন হতো সালাফদের চিন্তাধারা যদি একদিন তাহাজ্জুদ পড়তে না পারতেন, নিজেকে কতটুকু অসহায় মনে করতেন, কেনই বা আমরা রাতে জাগ্রত হয়ে আল্লাহর সাথে সময় কাটাতে পারি না— তার জবাবও পাবেন এই বইটিতে। তাহাজ্জুদের অভ্যাস গড়ে তোলার কিছু টিপসও দেওয়া হয়েছে।
    .
    ‖ভালো লাগা – মন্দ লাগা‖
    এটি একটি মোটিভেশনাল বই যা আমাকে মোটিভেট করেছে রাতে জাগ্রত হয়ে নির্জনে আল্লাহর ডাকে সাড়া দিতে। কিন্তু এর মোটিভেট করার পদ্ধতি ভিন্ন। বইটির প্রতিটি কথা আপনাকে লজ্জিত করবে, দেখিয়ে দিবে আমাদের মাঝের কমতিগুলোকে। বইটি এক বসায় শেষ করে ফেলা যায়। আর এমন বই আগে কখনো পড়িনি যা আমাকে পড়ার সাথে সাথেই অ্যাকশন নিতে বাধ্য করেছে।
    .
    বইটিতে রমাদানের তারাবীকেই তাহাজ্জুদ বলা হয়েছে, যা আমাদের মতের বিপরীত। যদিও এ ব্যাপারে আলিমদের মাঝে ইখতিলাফ রয়েছে। সারা বই খুঁজে কেবল একটি টাইপিং মিসটেক এবং একটি স্পেসিং মিসটেক পেয়েছি। কিয়ামুল লাইল বিষয়ক হওয়াতে বইয়ের প্রচ্ছদে রাত বিষয়ক কিছু থাকলে সুন্দর লাগতো যেমন- চাঁদ বা তারা।
    .
    ‖পাঠ প্রতিক্রিয়া‖
    বইটি হাতে নিয়েছিলাম পড়ে রিভিউ লেখার জন্য। কিন্তু বইটি আমাকে রবের সাথে সময় কাটানোর সুযোগ করে দিল, আলহামদুলিল্লাহ। বইটির প্রতিটি পাতা পড়াকালীন লজ্জিত হয়েছি, যা অনুপ্রাণিত করেছে তাহাজ্জুদ আদায়ের জন্য পড়া শেষে কেবল একটি কথাই মাথায় ঘুরছিল- “বইটি যদি কথা বলতে পারতো তাহলে হয়তো আমাকে বলতো,
    – তুমি কি তাহাজ্জুদ আদায় করো?
    – না সেটা তো পড়া হয়না।
    – তুমি কি আল্লাহকে ভালোবাসো?
    – হ্যাঁ অনেক বেশি।
    – তুমি মিথ্যা কথা বলছো। যদি সত্যি ভালোবাসো তবে তাহাজ্জুত পড়ো।
    .
    পরিশেষে বলবো যে, ছোট্ট এবং স্বল্পমূল্যের এই বইটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিয়ে রবের সান্নিধ্য লাভের সুযোগ করে দিবে, ইন শা আল্লাহ।

  3. nayeem_sharder

    বই:- কিয়ামুল লাইল

    কিছু মানুষ বাড়িতে ফিরে ঘন্টার পর ঘন্টা, এমনকি সারা রাত টিভি কিংবা ইন্টারনেটে ব্রাউজিং-এ সময় নষ্ট করে আর তাহাজ্জুদ ছেড়ে দেয়ার পক্ষে হাজারটা অজুহাত দাঁড় করায়। তাদের সেসব অহেতুক কাজের কারন জিজ্ঞেস করা হলে বলে, তার ভালো লাগে বলে তাই করে। স্ত্রীর সাথে একা সময় কাটানো আপনাকে আনন্দ দেয়, বন্ধুদের সাথে অলস সময় কাটানো আপনাকে আনন্দ ও প্রশান্তি দেয়। এর কারন, তাদের সঙ্গ আপনি উপভোগ করেন। বন্ধু চলে যেতে চাইলে বলেন, একটু বস, আমি তোমার সঙ্গ উপভোগ করছি, পারলে আরো কিছুক্ষণ বসে যাও। কেউ যদি আল্লাহর সাথে রাতের বেলা নির্জনে, একাকি সময় কাটানোকে উপভোগ না করে, তাহলে কীভাবে বলা যাবে সে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে..??

    বইয়ের এই অংশটুকু পড়ে কিছু সময় ভাবছিলাম আসলে তো তাই। শুধু পাঁচ ওয়াক্ত নামাজেই নিজেকে সিমাবদ্ধ করে রেখেছি কিন্তু আল্লাহর নৈকট্য লাভে সবচেয়ে বড় মাধ্যম তো তাহাজ্জুদ। ঘুমকে যদি সামান্য সময়ের জন্য পরিহার করতে না পারি তাহলে প্রশ্ন থেকে যায় আমি আল্লাহকে কতটুকু ভালোবাসি.? তাহাজ্জুদের মাধ্যমে সাহাবি-তায়েবিরা আল্লাহর প্রতি কতটা ভালোবাসার প্রকাশ ঘটাতো, তার অনেক গুলো প্রমাণ এই বইয়ে দিয়েছে। যেমন:- আবু জাফর (রহঃ) ও আহমদ ইবনু ইয়াহয়িয়া (রহঃ) ছিলেন তাদের সময়কার বিখ্যাত আলিম ও আবিদ। তারা দুজন বন্ধু ছিলেন। আবু জাফর (রহঃ) বলেন, আমি একবার আহমাদ ইবনু ইয়াহয়িয়াকে দেখতে গেলাম, গিয়ে দেখি আহমদ কাঁদছে। বললাম আহমদ কাঁদছো কেনো? সে বললো আমি তাহাজ্জুদ আদায় করতে পারিনি। আমি তাকে সান্তনা দিয়ে বললাম, আল্লাহ হয়তো চাইছেন তুমি একটু অবসর দাও। আমি তাকে যতই একথা বলে আশ্বস্ত করছিলাম, সে ততই কান্না করছিলে। সে বললো, না বরং আমার একটি গুনাহের কারনে এমনটা হয়েছে। তাহলে এবার পাঠকরা একটু ভেবে দেখুন তো আমরা কতটা পাপ করলে তাহাজ্জুদ নামাজ পড়া নিয়ে ভাবার সময়ই পাই না?

    আমরা তাহাজ্জুদ নামাজ কে এখন এমন ভাবে দেখি যেন এটা পড়লে পড়লাম না পড়লে নাই। কিন্তু এই বইটা পড়লে আপনার ধারনা পাল্টে যাবে। আর আফসোস হবে, আহঃ তাহাজ্জুদ তো মাসে একবারও পড়ি না। এই নামজটা নিম্নশ্রেনী মানুষও ফরজের মত করে দেখতো। যেমন:- হাসান ইবনু সালিহ(রহঃ) এর এক দাসীকে অন্যত্র বিক্রি করে দিয়েছিলো। সেই দাসীটি ফজর হওয়া আগেই আস-সালাত, আস-সালাত বলে ডাকতে থাকে। কারন তাকে হাসান ইবনু সালিহ (রহঃ) এভাবেই অভ্যস্ত করিয়েছিলেন। বাড়ির লোক দাসীকে ফজরের আগে ডাকতে নিষেধ করে দিলো। দাসী বলল, আপনারা কেবল ফজরের নামাজই আদায় করেন, তাহাজ্জুদ পড়েন না? তারা বলল, না। পরবর্তিতে দাসীটি হাসান ইবনু সালিহ (রহঃ) এর কাছে গিয়ে বললো, দয়া করে আমাকে ফিরিয়ে আনুন, আপনার কিছে ভিক্ষা চাইছি আমাকে ফিরিয়ে নিন, আপনি আমাকে এমন বাজে লেকদের কাছে বিক্রি করেছেন যারা কেবল ফজর সালাত আদায় করে”

    বইয়ের বিভিন্ন পাতায় পাতায় তাহাজ্জুদ এমন ভাবে ফুটিয়ে তুলেছে যে তাহাজ্জুদ নামাজ আদায়ের মনস্থিরে বাধ্য হলাম। সর্বশেষ বোনদের জন্য এটি হাদিস বলি, সেই নারীর ওপর আল্লাহ সন্তুষ্ট হন, যে নিজে রাতে জাগে, ইবাদাত করে এবং স্বামীকে ডেকে দেয়। আর যদি সে উঠতে অস্বীকৃতি জানায়, তাহলে তার মুখে পানির ছিটা দিয়ে ঘুম ভাঙ্গায়। (সুনানু আবি দাঊদ-১৩১০)

  4. Meher Afroz

    📗বুক রিভিউ📘

    বইঃ কিয়ামুল লাইল
    লেখকঃ শাইখ আহমাদ মুসা জিবরিল
    প্রকাশনঃ সমর্পণ প্রকাশন

    কিয়াম শব্দের অর্থ হলো ‘দাঁড়ানো বা দণ্ডায়মান হওয়া’। আর গভীর রজনীতে দাঁড়িয়ে যে নামাজ আদায় করা হয় তাকে এক কথায় ‘কিয়ামুল লাইল’ বলা হয় ।
    এই সেই নামাজ, যা আদায় করার ব্যাপারে মহাগ্রন্থ আল কুরআনের সুরা মুয্‌যাম্মিলে বর্ণিত হয়েছে-
    ‘রাতে জাগরণ করো (নামাজ আদায় করো)। রাতের কিছু অংশ বা তার কম অথবা তার একটু বেশি।’
    তাছাড়া নফল নামাজের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ ও ফজিলতময় নামাজ হচ্ছে এই কিয়ামুল লাইল। অনেকের কাছে ‘তাহাজ্জুদ সালাত’ হিসেবেও পরিচিত। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা মুত্তাকিদের গুণাবলি বর্ণনা করতে গিয়ে ঘোষণা করেন— ‘তারা রাতের সামান্য অংশেই নিদ্রায় যেত এবং রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত।’ (সুরা আয্‌যারিয়াত :১৭-১৮)। সুতরাং রাতে কম ঘুমিয়ে নামাজে মশগুল থাকা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা নেককার, পরহেজগার ও মুত্তাকিদের অন্যতম বিশেষ গুণ।

    শাইখ আহমাদ মুসা জিবরিল— তাঁর ‘কিয়ামুল লাইল’ বইটিতে মূলত কিয়ামুল লাইলের গুরুত্ব সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছেন।তাঁর দরদী লেখনী দ্বারা উম্মাহকে রাতের কিছু অংশ সালাত আদায় করার জন্য আহ্বান করেছেন। বিক্ষিপ্ত ও ক্ষত-বিক্ষত হৃদয়ের জন্য শেষ রাত্রীর জায়নামাজের অশ্রু যে কতটা প্রশান্তিকর আর কতটা কার্যকরী তা আদায় করা ছাড়া কেউ কখনো অনুভব করতে পারবে না। তাই তো লেখক কিয়ামুল লাইল আদায়ের দ্বারা অনুভব করার জন্য এ সালাতে অভ্যস্ত হতে উপদেশ দান করেছেন।

    পাঠ্যানুভূতিঃ—

    যখন বইটা হাতে নিয়েছিলাম তখন প্রায় তাচ্ছিল্যের সাথে পড়তে শুরু করেছিলাম এই ভেবে যে,‘ এ সম্পর্কিত দুই/পাঁচ পৃষ্ঠার বইয়ে কী এমন থাকতে পারে?’ ওয়াল্লাহি! এ কথাটা শুনতে খারাপ লাগলেও আজ বলতে একটুও খারাপ লাগছে না।বরং, এ থেকে আবারও শিখে নিয়েছি বইয়ের সাইজ অথবা প্রচ্ছদ দেখে বইয়ের মান আন্দাজ করা বোকামি ছাড়া কিছুই নয়!আলহামদুলিল্লাহ।
    বইটার প্রতিটি কথা কতটা ইফেক্টিভ তা পাঠক পড়ার পরই বুঝতে পারবেন।ইন শা আল্লাহ। এতো সস্তায় এমন বই পাওয়া যায় তা কল্পনাতিত।বইটা সকল ধর্মপ্রাণ মুসলমানের পড়া উচিৎ।বুঝা উচিৎ কিয়ামুল লাইলের গুরুত্ব এবং এ সালাতে নিজেকে অভ্যস্থ করে তোলা উচিৎ। তবেই না চঞ্চল মুসলিম উম্মাহের প্রাণ রবের বারিধারায় শীতল ও প্রশান্ত হবে!

    রিভিউদাতাঃ Meher Afroz

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

ধন্যবাদ, আপনার প্রি-অর্ডারটি গ্রহণ করা হয়েছে।

আপনার যে কোন প্রশ্ন অথবা অর্ডারে কোন পরিবর্তনের জন্য ০১৮৪৪২১৮৯৪৪ নাম্বারে কল করুন ।