ইসলামি সাহিত্য ও সংস্কৃতিকে উপজীব্য করে লেখক সিরাত ও সাহাবিদের মধ্যকার গল্পের মিশ্রণে তুলে এনেছেন মনস্তাত্ত্বিক গোলকধাঁধার বিভিন্ন সমাধান। আপনসত্তার সাথে আচরণের সমৃদ্ধি ও মানসিক ভারসাম্য তৈরি করতে সহায়তা করে এমন রসদে ভরপুর বইটির প্রতিটি লাইন।
বইটির চরণে চরণে লেখক মানব ব্যক্তিত্বের নানান স্তর, মাত্রা ও মেজাজ নিয়ে গল্পের ছলে আলাপ করেছেন। মসৃণ ও সহজ ভাষায় ডুবসাঁতার দেওয়া হয়েছে অবচেতন মন ও আত্মার অসংগতির খরস্রোতা মোহনায়।
বইটিতে লেখকের কৃতিত্ব হলো, তিনি কেবল সমস্যার কথা উল্লেখ করে সন্তুষ্ট হননি, বরং সমাধান ও উপকারী পাথেয়ের পসরা মেলে ধরেছেন। যার মধ্য দিয়ে প্রিয় পাঠক লেখকের হাত ধরে একই উপত্যকায় হাঁটতে হাঁটতে আলাপচারিতায় জানবেন আত্ম-উন্নয়নের গোপন রহস্যগুলো।
মোটকথা, একজন ‘আমি’-কে ঘিরে আবর্তিত হওয়া জীবনে পিতামাতা, সন্তান, জীবনসঙ্গী, সহকর্মী, বন্ধু, প্রতিবেশী কিংবা সমাজের দূরের কাছের মানুষগুলোর আয়নায় নিজেকে নতুন করে আবিষ্কারের এক রোমাঞ্চকর অভিসার এর গ্রন্থিত রূপই—‘কে আমি! নিজের মধ্যে ভ্রমণ’।
সিরাজাম বিনতে কামাল –
▪️প্রারম্ভিকা:
_____________
নিজের সাথে মনস্তাত্ত্বিক যুদ্ধের রণকৌশল। হ্যাপি প্যারেন্টিং। মানব মনের ভালোবাসার সরল সমীকরণ। নিজের আমিত্ব ও এর আনুষঙ্গিক সব ধরনের নেতিবাচক স্বভাবকে বশে আনার জাদুকরী সব কৌশল। আত্ম-উন্নয়ন সম্পর্কে চমৎকার প্রশিক্ষণসহ দৈনন্দিন জীবনে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সাথে খাপ খাইয়ে নেওয়ার শিক্ষণীয় আলাপ, এবং প্রতিটি আলোচনায় কুরআন-হাদিস, সালাফদের বাণীসহ পশ্চিমা লেখকদের গ্রহণযোগ্য উক্তিসহ নানা বিষয়ের অপূর্ব গ্রন্থ- “কে আমি! নিজের মধ্যে ভ্রমণ”।
কে আপনি! আপনি কি আপনাকে নিয়ন্ত্রণ করতে পারেন! আপনি কি সচেতন! আপনি কি ভাবেন আপনি কি করছেন আর তা সঠিক কিনা! আপনি কি আপনার করা ভুলগুলো স্বীকার করেন এবং তা শুধরানোর চেষ্টা করেন!
অন্যান্যদের সাথে আপনার ব্যবহার কেমন! আপনি কী করে আপনার মূল্যবান সময় কাটান! আপনি নিজেকে কী ভাবেন! আপনি কি নিজেকে ভালোবাসেন! কেমন হওয়া উচিত আপনার সামাজিক জীবন!
এ’সব কিছুই আদ্যোপান্ত আলোচনা করা হয়েছে বইটিতে। মূলত, এ’বই আপনার নিজেকে নিয়ে ভাবতে শেখাবে। নিজেকে চেনাতে সাহায্য করবে। আপনি ঘুরে আসবেন আপনার নিজস্ব সত্তা থেকে। আর তাই বইয়ের নাম
“কে আমি! নিজের মধ্যে ভ্রমণ।”
▪️বই অভ্যন্তরে:
________________
বইটি মনোজগৎ নিয়ে লিখিত। মানসিক দাসত্ব থেকে মুক্তি পাওয়ার উপায় বাতলে দিবে এ’বই। বই পাঠে ফিরে পাবেন নিজেদের হারিয়ে যাওয়া ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস। চারিত্রিক আত্ম-উন্নয়ন ও আচরণবিধি পুর্নমূল্যায়নের সুযোগ পাবেন।
বইটি ড. সালমান আল-আওদাহ রচিত “আনা ওয়া আখাওয়াতুহা- রিহলাতুন ফি আসরারিজ জাত” এর প্রথম অংশের অনুবাদ। গ্রন্থটি কলেবরে বড় হওয়ার কারণে মুহাম্মদ পাবলিকেশন বইটিকে দুই খন্ডে প্রকাশ করেছেন।
বইটি মোট ৪৬টি শিরোনামে সজ্জিত হয়েছে। পাঠকের বুঝার সুবিধার্থে কিছু উল্লেখ করছি:
🔸 কে আমি!
🔸 উপাধি বিড়ম্বনা
🔸 কাজ করো নিজেকে রক্ষায়, প্রকাশের তাড়নায় নয়
🔸 আমিত্বের লড়াই
🔸 আত্মসমালোচনা
🔸 জীবনের মর্মার্থ
🔸 ইতিবাচক মৃত্যুর পরিচয়
🔸 মৃত্যুর কি যন্ত্রণা আছে?
🔸 যৌথ আত্মহত্যা
🔸 প্রতিভা গুপ্ত সম্পদের মতো, তাই তার গুরুত্ব দেওয়া উচিত
🔸 প্রতিভাবানরা অন্যদের থেকে আলাদা কীভাবে?
🔸 আমি যখন চলে যাব
🔸 মৃত্যু পথের যাত্রীর করণীয় ইত্যাদি।
▪️বইটির বিশেষত্ব:
________________
বইটিতে আলোচনার মাঝে ছোট ছোট কাব্য দেওয়া হয়েছে। এগুলো অনেক ভালো লেগেছে এবং শিক্ষণীয়ও বটে। আমি বলব, যারা মোটিভেশনাল বই খুঁজেন তারা এই বইটি সংগ্রহ করতে পারেন। মোটিভেটও হলেন এবং একই সাথে সুন্দর কিছু অভ্যাসও আয়ত্ত করতে পারবেন।
এছাড়াও বইটিতে বিশ্বখ্যাত ব্যক্তিবর্গের কথা উল্লেখ আছে এবং আরো উল্লেখ আছে অজানা সব গ্রন্থের নাম।
ইসলামি সাহিত্য ও সংস্কৃতিকে উপজীব্য করে লেখক সিরাত ও সাহাবিদের মধ্যকার গল্পের মিশ্রণে তুলে এনেছেন মনস্তাত্ত্বিক গোলকধাঁধার বিভিন্ন সমাধান। বইয়ের প্রতিটি টপিকে লেখক মানবজীবনের নানা স্তর, মাত্রা ও মেজাজ নিয়ে আলোচনা করেছেন।
লেখক কেবল সমস্যার কথা বলেই ক্ষান্ত হননি। তিনি সমাধান ও উপকারী পাথেয়ের পসরা মেলে ধরেছেন।
▪️উপসংহার:
______________
তোমার চিকিৎসা তোমার ভেতরেই রয়েছে, তুমি বুঝতে পারছ না।
তোমার ব্যাধি তোমার থেকেই, কিন্তু তুমি দেখছ না।
তুমি ধারণা করছ- তুমি ছোট একটি দেহ মাত্র,
অথচ তোমার মধ্যেই লুকিয়ে আছে মহাবিশ্ব।
একজন আমি কে ঘিরে আবর্তিত হওয়া জীবনে পিতামাতা, সন্তান, জীবনসঙ্গী, সহকর্মী, বন্ধু, প্রতিবেশী কিংবা সমাজের কাছের দূরের মানুষগুলোর আয়নায় নিজেকে নতুন করে আবিষ্কারের এক রোমাঞ্চকর অভিসার এর গ্রন্থিত রূপই – কে আমি! নিজের মধ্যে ভ্রমণ।
▪️লেখক পরিচিতি:
_________________
ড. সালমান আল-আওদাহ সৌদি আরবের আল-ক্বসিম অঞ্চলের বুরাইদাহ শহরের আল-বুসর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে আন্তর্জাতিক ইউনিয়ন অব মুসলিম উলামা ট্রাস্টি বোর্ডের সদস্য, ইউরোপীয়ান ফাতওয়া কাউন্সিলের সদস্য, ইসলামি বিশ্বের বেশ কয়েকটি দাতব্য ও শিক্ষা সমিতি ও প্রতিষ্ঠানের সদস্য হিসেবে কাজ করেছেন।
তিনি কয়েকবার গ্রেফতার হয়েছেন। ২০০৭ সালে ‘আমাদের শাসকদের হৃদয় রচনা করতে অনুরোধ’ শিরোনামে একটি টুইট পোস্ট করার পর ওই বছরের ডিসেম্বরে তাকে আবার গ্রেফতার করা হয়। তিনি এখনো কারান্তরীণ আছেন।
তার ৭০ টিরও অধিক গ্রন্থ ইংরেজিসহ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।
▪️বই পরিচিতি:
_________________
বই: কে আমি! নিজের মধ্যে ভ্রমণ
লেখা: ড. সালমান আল-আওদাহ
ভাষান্তর: মো. সাইদুল মোস্তফা, আহমাদুল্লাহ আল জামি
প্রকাশনী: মুহাম্মদ
পৃষ্ঠা সংখ্যা: ১৭৫
মূল্য: ২৫০/-
Amit Hasan –
■ বই রিভিউ- কে আমি
মাঝে মাঝে আমাদের হৃদয় সংকীর্ণতায় ডুবে যায়। জাগতিক সৃষ্টিশীল বস্তুর প্রতি আমাদের শ্রদ্ধাশীল আবেগ অনুভূতি কাজ করে না। নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ি আমরা। নিজেদের যেন হারিয়ে ফেলি ঘোর তমসাচ্ছন্নের চাদরে..
বইটি ৪৬ টি অধ্যায়ে সুসজ্জিত। প্রতিটি অধ্যায়ে উঠে এসেছে আমাদের হৃদয় মেরামতের উপাখ্যান। বইটির প্রতিটি পাঠ যেকোনো পাঠকের হৃদয়কে আলোড়িত করবে। পাঠক নতুন করে তার অচেনা হৃদয় আঙিনায় অবগাহিত হবে। আমিত্বের দেয়ালকে ভেঙে দিয়ে নিজেকে নতুন আলোয় রাঙাবে। আমাদের পথ দেখাবে নতুন করে নিজেকে চেনাতে। আমাদের হৃদয়কে আলোড়িত করবে। আমাদের ভাবলেশহীন অনুভূতি গুলোকে জাগিয়ে তুলে ভারসাম্য রক্ষায় সমাদৃত হবে আমাদের হৃদয়…
পেপারব্যাক এ বাইন্ডিং বইটির দৃষ্টিনন্দন প্রচ্ছদ, পৃষ্ঠাসজ্জা, বিন্যাস, সাবলীল অনুবাদ যেকোনো রূচিশীল পাঠককে আকৃষ্ট করবে ইনশাআল্লাহ..