কথার আঘাত তিরের চেয়েও মারাত্মক। চিকিৎসার মাধ্যমে তিরের ক্ষত ভালো হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু কথার আঘাত কোনো চিকিৎসা-ই দূর করতে পারে না। জনম জনম এই আঘাত থেকে যায়। তাই মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দে সর্বোচ্চ সতর্কতা কাম্য। কাউকে গালি দেওয়া, গালির জবাবে গালি দেওয়া, ঝগড়া করা, মিথ্যা বলা, গিবত করা, অপবাদ দেওয়া, মুখে মুখে তর্ক করা—এর কোনোটাই কিন্তু হাত কিংবা পা-এর সাহায্যে করা যায় না। মুখের সাহায্যে করতে হয়। এই জন্যই হাদিসে মুখের নিয়ন্ত্রণের ব্যাপারে অধিক গুরুত্বারোপ করা হয়েছে।
চোখের গুনাহও জবানের চেয়ে কোনো অংশে কম নয়; বরং এর প্রভাব আরো ব্যাপক। কু-দৃষ্টির কারণে অন্তরে দানা বাঁধে নানান রোগ। ইবাদতের স্বাদ কমে যাওয়া, স্মরণশক্তি হ্রাস পাওয়া, চেহারায় গুনাহের ছাপ পড়ে যাওয়া, শারীরিক বিকারগ্রস্ততা—এর সবই সৃষ্টি হয় কু-দৃষ্টির প্রভাবে। তাই চোখ ও মুখের সাহায্যে অন্তরে গুনাহের প্রবেশ ঠেকাতে এই বইটি হতে পারে আপনার বিশ্বস্ত প্রহরী।
Reviews
There are no reviews yet.