১.
জিন, শয়তান—দুটো নিয়ে আমাদের আগ্রহ আর ফ্যান্টাসির শেষ নেই। জিন-ভূতের কাহিনি শুনে ভয়ে তটস্থ হয়নি, এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। সময় পাল্টেছে, এখন বিজ্ঞান আর প্রযুক্তির জয়জয়কার অবস্থা। তাই আমাদের মাঝেই একটি প্রজন্ম তৈরি হয়ে গেছে, যারা জিন-শয়তানের ব্যাপারটাকে হলিউডের ফ্যান্টাসি জগৎ ছাড়া আর কিছু মনে করে না; কিংবা সহজভাবে বললে বিশ্বাস করে না। আবার বানোয়াট, অতিরঞ্জিত কাহিনি ফেঁদে অনেকেই পুরো আলোচনাটাকেই রূপকথার গালগল্প বানিয়ে ছাড়ে। অথচ ব্যাপারটা মোটেই হালকা কোনো বিষয় নয়। এটা ইসলামের মৌলিক আকিদাহর অন্তর্ভুক্ত, যা অস্বীকার করলে একজন মানুষ ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যেতে পারে।
২.
এই বইতে জিন ও শয়তান সংক্রান্ত কুরআনের আয়াত ও হাদিসগুলো সংকলন করা হয়েছে। সেই সঙ্গে উল্লেখ করা হয়েছে এই বিষয়ের ওপর অভিজ্ঞ আলিমদের বক্তব্য।
বইটি মোট ছয়টি অধ্যায়ে সন্নিবেশিত হয়েছে—
প্রথম অধ্যায়টি এই প্রজাতিকে চিহ্নিতকারী বৈশিষ্ট্য ও তাদের পরিচয় নিয়ে। যেমন তাদের উৎস, সৃষ্টি, নাম, প্রকারভেদ, খাদ্য ও পানীয়, সঙ্গী, বাসস্থান, পোষা প্রাণী এবং আল্লাহ তাদের যেসব সামর্থ্য দিয়েছেন সেসব। এই অধ্যায়ে পাঠক এদের অস্তিত্বের প্রমাণ এবং যারা এদের অস্তিত্বকে অস্বীকার করে, তাদের যুক্তিখণ্ডনের দেখা পাবেন।
দ্বিতীয় অধ্যায়ে আলোচিত হয়েছে তাদের সৃষ্টি করার উদ্দেশ্য, যে উপায়ে তারা প্রতিপালকের বাণী লাভ করে থাকে এবং জিন ও মানুষ উভয় জাতির প্রতি নবিগণের দাওয়াতের প্রযোজ্যতা।
তৃতীয় অধ্যায়কে বলা যায় এই বইয়ের হৃদপিণ্ড। এখানে আলোচিত বিষয়গুলো হলো—
ক. মানুষ ও শয়তানের মধ্যকার শত্রুতার কারণ; এই শত্রুতার প্রবলতা ও গভীরতার প্রমাণ; আর এই শত্রুর ব্যাপারে আমাদের প্রতি আল্লাহর সতর্কবার্তা।
খ. শয়তানের স্বল্প ও দীর্ঘমেয়াদী লক্ষ্য।
গ. মানুষকে পথভ্রষ্ট করার জন্য শয়তানের কর্মপদ্ধতি।
ঘ. যুদ্ধে তার নেতা ও সেনাবাহিনী।
ঙ. মানুষের বিরুদ্ধে শয়তান যেসব চক্রান্ত করে।
এই অধ্যায় শেষ হয়েছে শয়তানের ওয়াসওয়াসা নিয়ে আলোচনার মাধ্যমে। মানবজাতির সর্বনাশ করা ও তাদের অন্তরে মন্দের বীজ বপন করার জন্য এটাই তার হাতিয়ার।
চতুর্থ অধ্যায়ে এমন কয়েকটি বিষয় আলোচিত হয়েছে, যার মাধ্যমে শয়তানেরা মানুষকে পথভ্রষ্ট করে। এর মাঝে রয়েছে—
ক. মানুষের রূপ ধরে শয়তানের হাজির হওয়া ও মানুষের সাথে কথোপকথন এবং এ ধরনের মেলামেশার পরিণাম।
খ. আত্মা ডেকে আনা সংক্রান্ত বিষয়, এগুলো সত্য কি মিথ্যা, শয়তানদের সাথে এর সম্পর্ক।
গ. জিন জাতি অদৃশ্যের বিষয়াদি কতটুকু জানে, তারা গায়েব জানে বলে বিশ্বাস করার অশুভ পরিণাম।
ঘ. জিন এবং আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্টস।
শয়তানের বিরুদ্ধে যুদ্ধে মুমিনের যেসব অস্ত্র থাকতেই হবে, তা আলোচনা করা হয়েছে পঞ্চম অধ্যায়ে।
ষষ্ঠ ও সর্বশেষ অধ্যায়ে শয়তান সৃষ্টির পেছনের হিকমাহ (প্রজ্ঞা) আলোচিত হয়েছে।
Rehmatullah Sojol –
জিন ও শয়তান। এদের নিয়ে, এদের জগৎ নিয়ে আমাদের যেনো এক্সাইটমেন্টের কোনো শেষ নেই। এদের নিয়ে কথা বলতে ও শুনতে আমাদের বেশ আগ্রহ। কিন্তু দুঃখজনক হলেও বাস্তবতা হলো এই যে, জিন ও শয়তান নিয়ে ইসলামের অবস্থান কি সেটা নিয়ে সিংহভাগ মুসলিমরাই অজ্ঞ।
মুসলিমদের এই অজ্ঞতা দূর করতে এবং জিন ও শয়তানের জগৎ নিয়ে ইসলামের অবস্থান তুলে ধরতে শাইখ উমার সুলায়মান আল আশকার রাহিমাহুল্লাহ রচনা করেছেন ‘আলামুল জিন ওয়াশশাইত্বান’ এরপর বইটির তাহকিক ও ইংরেজি অনুবাদ করেছেন শাইখ ড. জামাল আদ-দীন জারাবজো। আর এই তাহকিককৃত ইংরেজি ভার্সনের বাংলা অনুবাদ করেছেন আশিক আরমান নিলয়। যা প্রকাশিত হয়েছে – সীরাত পাবলিকেশন থেকে। বাংলা অনূদিত বইটির নাম দেওয়া হয়েছে – জিন ও শয়তানের জগৎ।
• বই পরিচিতি:
বইটিতে মোট ছয়টি অধ্যায়ে বিস্তারিতভাবে জিন ও শয়তানের জগৎ নিয়ে আলোচনা এসেছে। প্রথম অধ্যায়ে লেখক জিন ও শয়তানের পরিচয় তুলে ধরছেন এবং নিরসন করেছেন এ নিয়ে কিছু সংশয়ের। এই অধ্যায়ে উঠে এসেছে জিন ও শয়তান সৃষ্টির ইতিহাসসহ গুরুত্বপূর্ণ অনেক আলোচনা। জিনদেরও মানুষের মতো কাজের জবাবদিহি করতে হবে সেটা নিয়ে কথা হয়েছে দ্বিতীয় অধ্যায়ে। তৃতীয় অধ্যায়ে আলাপ হয়েছে, শয়তান ও মানবজাতির শত্রুতা নিয়ে। কেনো শয়তান আমাদের ধোঁকা দিতে চায়, তার লক্ষ্য ও উদ্দেশ্য কি সেটা নিয়ে আলোচনা করা হয়েছে৷ চতুর্থ অধ্যায়ে, শয়তানের ক্ষমতা ও সামর্থ্য নিয়ে বিস্তারিত বর্ণনা এসেছে। শয়তান কি কি করতে পারে আর কি কি পারেনা সেই সম্পর্কে ধারনা দেওয়া হয়েছে। পঞ্চম অধ্যায়ে বাতলে দেওয়া হয়েছে শয়তানের বিরুদ্ধে মুমিনের কি কি হাতিয়ার রয়েছে সে সম্পর্কে। আর ষষ্ঠ অধ্যায়ে, শয়তান সৃষ্টির পেছনে কি হিকমাহ (প্রজ্ঞা) লুক্কায়িত আছে সেটা নিয়ে কথা হয়েছে।
• পাঠ পর্যালোচনা:
বইটিতে খুবই গোছলোভাবে জিন ও শয়তান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আলোচনার জন্য লেখক নির্ভর করেছন কুরআন, সুন্নাহ ও জিন ও শয়তান সম্পর্কে সালাফদের বুঝের ওপর। কাজেই বইটি পড়ে কারো বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা নেই। তবে কিছু কিছু বর্ণনা সাধারণের জন্য অপরিচিত এবং অদ্ভুত মনে হতে পারে, সেগুলো কোনো ভালো আলীমের সাথে যোগাযোগ করে জেনে নিলে ভালো হবে।
• বইটির ভালো দিক:
জিন ও শয়তান ও এদের জগৎ সম্পর্কে কম্প্রিহেন্সিভ একটা ধারণা পেয়েছি। পেয়েছি শয়তানের বিরুদ্ধে কিভাবে লড়তে হবে সেই উপায়। শয়তান সৃষ্টির পিছনে আল্লাহর প্রজ্ঞার কথা জানতে পেরে মন থেকে কিছু সংশয়ও দূরীভূত হয়েছে। আর প্রচ্ছদ, পৃষ্ঠাসজ্জা ও বান্ডিং সবগুলোই খুব ভালো লেগেছে।
• ত্রুটি যা পেয়েছি:
বইটিতে মোটাদাগে বড় মাপের কোনো ত্রুটি চোখে পড়েনি। শুধুমাত্র কিছু কিছু জায়গার অনুবাদ একটু কাঠখোট্টা লেগেছে এই যা। এর সম্ভাব্য কারণ হলো, বইটি একাডেমিক বই আর একাডেমিক বইয়ে অনেকসময় চাইলেও আলোচনা সাবলীল রাখা যায়না।
• লেখক সম্পর্কে:
শাইখ উমার সুলায়মান আল আশকার মদিনা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করার পর মাস্টার্স ও পিএইচডি করেছেন মিশর আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে। কাজ করেছেন জর্ডান বিশ্ববিদ্যালয়ের ইসলামি আইন বিভাগের প্রফেসর পদে।
• আর কিছু তথ্য:
বইটি সম্পাদনা করেছেন উস্তায আব্দুল্লাহ আল মাসউদ। বইটির পৃষ্ঠাসংখ্যা ২২৪ এবং গায়ের মূল্য ২৮০ টাকা (২৫% ছাড়সহ ২১০ টাকা)
পরিশেষে বলবো, জীন ও শয়তান সম্পর্কে বিস্তারিত জানতে বইটি খুবই নির্ভরযোগ্য ও উপযোগী। তাই, প্রত্যেক মুসলিমের জন্য এই বইটি সংগ্রহে থাকা জরুরী মনে করি। আল্লাহ তা’আলা আমাদেরকে তাঁর দ্বীনের প্রত্যেকটা বিষয়ে সঠিক বিশ্বাস পোষণ করার তৌফিক দিন। আমীন।
Umme Suraiya –
জিন ও শয়তানের জগৎ
শাইখ ড.উমার সুলায়মান আল আশকার
————————————————————–
জিন আল্লাহর সৃষ্ট এমন এক মাখলুক যাকে নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই। কিন্তু জিন সম্পর্কে সঠিক ধারণা খুব অল্প সংখ্যক মানুষই রাখেন।’জিন ও শয়তানের জগৎ’এমন একটি বই যেখান থেকে পাঠক সহীহ্ এবং মোটামুটি একটা ভালো ধারণা লাভ করতে পারেন।কারণ বইটির তথ্যসূত্র অবাক করার মতো।
আলোচিত বিষয়:
—————————-
বইটিকে মোট ছয়টি অধ্যায়ে ভাগ করা হয়েছে। আর এগুলো হলো-
১.জিন শয়তানের পরিচয় ও সংশয় নিরসন।
২.জিনদেরও তাদের কাজের জবাবদিহিতা করতে হবে।
৩.শয়তান ও মানবজাতির শত্রুতা।[খুবই গুরুত্বপূর্ণ]
৪.শয়তানের ক্ষমতা ও সামর্থ্য।[খুবই গুরুত্বপূর্ণ]
৫.শয়তানের বিরুদ্ধে যুদ্ধে মুমিনের হাতিয়ার।
৬.শয়তান সৃষ্টির পেছনে হিকমাহ।
আলোচ্য প্রতিটি বিষয়ই গুরুত্বপূর্ণ। তবে এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা তুলে ধরছি__
শিক্ষা সমূহ:
——————–
১.জিনরা আমাদের জাতশত্রু। তাদের বিশ্বাস করা প্রতারিত হাওয়ারই নামান্তর।
২.শির্ক ও কুফরি সম্পর্কে স্পষ্ট ধারণা।
৩.আত্মাদের সাথে সাক্ষাৎ ও এর সত্যতা নিরুপন।
৪.গুরুত্বপূর্ণ কিছু দোয়া ও আমল।
বই সম্পর্কিত বিস্তারিত তথ্য :
——————————————–
বই:জিন ও শয়তানের জগৎ
লেখক :শাইখ ড.উমার সুলায়মান আল আশকার
প্রকাশনী:সীরাত পাবলিকেশন
মূল্য:২৮০ টাকা(মুদ্রিত)
Umme Suraiya