Copyright © 2025 Seanpublication.com
জীবনের ওপারে (হার্ডকভার)
- কভার : পেপারব্যাক
Author : ইমাম আবু মুহাম্মাদ আব্দুল হক আল-ইশবিলি রহ.
Translator : মুফতি তারেকুজ্জামান
Publisher : রুহামা পাবলিকেশন
Category : আত্মশুদ্ধি
৳534 ৳390
You Save TK. 144 (27%)
জীবনের ওপারে (হার্ডকভার)
Share This Book:
ক্যাশ অন ডেলিভারী
৭ দিনের মধ্যে রিটার্ন
ডেলিভারী চার্জ ৬০ টাকা থেকে শুরু
Author
Reviews (1)
1 review for জীবনের ওপারে (হার্ডকভার)
Add a review Cancel reply
Rehmatullah Sojol –
জীবনের ওপার। শব্দদুটো দেখলে, পড়লে বা শুনলে মুমিনের হৃদয়ে একটু হলেও নাড়া দেয়। মুমিনকে একটুক্ষণের জন্য হলেও ভাবায়। মুমিন বুঝতে পারে এখানে আসলে কোন জীবনের কথা বলা হচ্ছে। মুমিন বান্দা তখন চোখটা বন্ধ করে ভাবে ‘আচ্ছা, ওপারের যাওয়ার জন্য এপার থেকে কি নিয়ে যাচ্ছি?’
.
তবে এটা মানতে কারো আপত্তি থাকার কথা না যে, বেশিরভাগ মুমিন বান্দাই জীবনের ওপার নিয়ে ভাবতে অপছন্দ করে। মৃত্যুর আলোচনা এলে সে যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্ট করে। মৃত্যু নিয়ে চিন্তাভাবনা করতে সে নারাজ।
.
তো, এর কারণ কী তাহলে? কেনো মানুষ জীবনের ওপারকে নিয়ে চিন্তা করতে চায়না? কেনো সে ওপারের চিন্তাভাবনা মাথা থেকে দূরে সড়িয়ে রাখতে চায়?
.
আমার যতটুকু মনে হয়, এর সবচেয়ে বড় কারণ হলো – জীবনের ওপার সম্পর্কে অজ্ঞতা। জীবনের ওপারে তার সাথে কি হতে চলেছে সে সম্পর্কে সে ভালোভাবে জানেনা বলেই সে ওপারের জীবনকে গুরুত্ব দেয়না। তার যদি ওপারের জীবনের হাকীকাত নিয়ে বিস্তারিত জ্ঞান থাকতো তাহলে অবশ্যই ওপারের জীবন নিয়ে কথাগুলো তাকে ভাবিয়ে তুলতো।
.
আচ্ছা, তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে, আমরা তাহলে কিভাব ওপারের জীবন নিয়ে বিস্তারিত জানবো?
.
তাদের জন্য সুখবর এই যে, রুহামা পাবলিকেশন বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য নিয়ে এসেছে প্রখ্যাত ফক্বীহ ও মুহাদ্দিস ইমাম আবু মুহাম্মাদ আব্দুল হক বিন আব্দুর রহমান আল-ইশবিলি রাহিমাহুল্লাহ এর রচিত কালজয়ী গ্রন্থ ‘আল-‘আকিবাহ ফি জিকরিল মাওত’ এর অনুবাদ, ‘জীবনের ওপারে’। গ্রন্থটিকে বাংলা ভাষায় রুপদান করেছেন, আমাদের সকলের প্রিয় উস্তায, মুফতি তারেকুজ্জামান তারেক হাফিযাহুল্লাহ।
• বইয়ের বিষয়বস্তু:
বইটিতে রয়েছে মোট বাইশটি অধ্যায়। বইটির শুরুতেই ইমাম ইশবিলি রাহিমাহুল্লাহ সুন্দর একটি ভূমিকা লিখেছেন। এরপর তিনি আলোচনা করেছেন মৃত্যুর স্বরুপ, মৃত্যু নিয়ে মানুষের এপ্রোচ, দুনিয়াকে ঘিরে আমাদের যে এত এত আশা সেগুলোর অসারতা নিয়ে। এরপর প্রথম অধ্যায় শুরু।
প্রথম অধ্যায়ে শায়খ রাহিমাহুল্লাহ পাঠককে দেখিয়েছেন, কতিপয় মৃত্যুর দৃশ্য। দ্বিতীয় অধ্যায়ে আলোচনা এসেছে, উত্তম মৃত্যু, তালকীন ও মৃত্যুর সময় কি করণীয় সেটা নিয়ে। তৃতীয় অধ্যায়ে আলোচনা করেছেন, জানাযায় অংশগ্রহণের ফজিলত নিয়ে। চতুর্থ অধ্যায়ে আলোচনা এসেছে, মৃতের সুনাম ও বদনাম করা নিয়ে। পঞ্চম অধ্যায়ে আলোচনা করেছেন, মুমূর্ষু মানুষের পাশে কি করণীয় সেটা নিয়ে। ষষ্ঠ অধ্যায়ে, শেষ পরিণতি মন্দ হওয়ার ব্যাপারে পাঠককে সতর্ক করেছেন। সপ্তম অধ্যায়ে, দাফন পরবর্তী সময়ে করণীয় নিয়ে কথা বলেছেন। অষ্টম এবং নবম অধ্যায়ে এনেছেন, কবর ও কবর জিয়ারত সম্পর্কে আলোচনা। দশম এবং একাদশ অধ্যায়ে, নেককারদের স্বপ্নের বিবরণ ও আজাব ও শাস্তির স্বপ্নসমূহ নিয়ে আলোচনা এসেছে। দ্বাদশ অধ্যায়ে এসেছে সবচেয়ে ‘এক্সাইটিং টপিক’ সেটা হলো, রুহের আলোচনা; রুহ কোথায় যায় যায়? ত্রয়োদশ অধ্যায়ে লেখক আলাপ করেছেন, কিয়ামত দিবসের ভয়াবহতা নিয়ে। চতুর্থদশ অধ্যায়ে আলোচিত হয়েছে, শিঙ্গায় প্রথম ও দ্বিতীয় ফুৎকারের কথা। পঞ্চদশ ও ষোড়শ অধ্যায়দ্বয়ে এসেছে, হাশর ও হাউজে কাউসারের বিস্তারিত বর্ণনা। সপ্তদশ অধ্যায়ে, শাফায়াত নিয়ে আলোচনা এসেছে। অষ্টাদশ অধ্যায়ে, অনেকগুলো বিষয়ে বিস্তারিত আলোচনা এসেছে। যার মধ্যে অন্যতম হলো, হিসাব-নিকাশ, মিজান ও আমলনামা, দাবি-দাওয়ার ক্ষতিপূরণ ও ন্যায়বিচার সম্পর্কে। উনবিংশ অধ্যায়ে আলোচনা এসেছে দ্বিতীয় শাফায়াত, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ ও জান্নাতিদের প্রথম খাবার নিয়ে। বিংশ ও একবিংশ অধ্যায়ে আলাপ হয়েছে, জান্নাত ও জাহান্নামের বিস্তারিত বর্ণনা নিয়ে৷ আর শেষ অধ্যায়ে, জান্নাত ও জাহান্নামিদের চিরস্থায়ী অবস্থান নিয়ে আলোচনা করে লেখক বইটির সমাপ্তি টেনেছেন।
• পাঠানুভূতি:
বইটির ব্যাপারে সর্বপ্রথম ভালো লাগার দিকটি হলো, শাইখ ইশবিলি রাহিমাহুল্লাহ এই বইতে খুবই মমতার সাথে এর পাঠককে ওপারের জীবন নিয়ে ভাবাতে চেয়েছেন। অনুপম ভাষাভঙ্গি আর সাবলীল উপস্থাপনার মাধ্যমে তিনি পাঠককে ওপারের জীবন নিয়ে ভাবার আহবান জানিয়েছেন। পাঠক বইটি পড়তে পড়তে মৃত্যুর সময়কার কষ্ট, কবরের অন্ধকারে অসীম নির্জনতা, কিয়ামাত দিনের ভয়াবহ দৃশ্য, মিজান ও পুলসিরাতের আশংকাজনক অবস্থা সম্পর্কে ভীত হওয়ার পাশাপাশি মনোযোগী হয়ে উঠবে। বইটি পাঠককে করে তুলবে আখিরাতমূখী। যার ফলে ওপারের জীবনের ব্যাপারে তার আর সেই আগের মতো ‘ডোন্ট কেয়ার’ ভাবটা থাকবেনা ইনশআল্লাহ।
.
বইটির অনুবাদ খুবই সাবলীল ও ঝরঝরে। যা বইটিকে করেছে সুখপাঠ্য। প্রচ্ছদ ও পৃষ্ঠাসজ্জা দুটোই বেশ দৃষ্টিনন্দন।
.
পরিশেষে, মেহেরবান রবের কাছে আরজ, তিনি যেনো বইটির লেখক, অনুবাদক, প্রকাশক, পাঠকসহ সংশ্লিষ্ট সকলের ভালো কাজগুলোকে কবুল করে নেন আর সকলকে এপারে থাকতেই ‘জীবনের ওপারে’র সম্বল অর্জন করার তৌফিক দেন। আমীন।
_____________________
বই: জীবনের ওপারে
লেখক: ইমাম আবু মুহাম্মাদ আব্দুল হক আল-ইশবিলি রহ.
অনুবাদক: মুফতি তারেকুজ্জামান
পৃষ্ঠা সংখ্যা: ৪০৮
প্রচ্ছদ মূল্য: ৫৩৪ টাকা